টুকরো খবর

হিঙ্গলগঞ্জে মিড ডে মিল খেয়ে অসুস্থ ২২

টিকটিকি পড়ে যাওয়া মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল বেশ কিছু ছাত্রছাত্রী। বুধবার দুপুর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের সাহেবখালি নিত্যানন্দ হাইস্কুলে। অসুস্থদের মধ্যে সপ্তম শ্রেণির তিন ছাত্র এবং ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় বসিরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যা্যদের চিকিৎসার পরে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক জানান, প্রাথমিক ভাবে মনে হচ্ছে খাদ্যে বিষক্রিয়ার কারণেই এই ঘটনা ঘটেছে। হিঙ্গলগঞ্জ থানার ওসি পার্থ সিকদার বলেন, “মিড ডে মিলের রান্নায় টিকটিকি পড়ে যাওয়ায় এই অবস্থা হয়েছে। অন্তত ২০-২২ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। তবে অসুস্থদের দ্রুত চিকিৎসার জন্য পাঠানো হয়। পুলিশ ও ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আর পাঁচটা দিনের মতো এ দিন দুপুরে ওই স্কুলে মিড ডে মিলের রান্না হয়েছিল। পড়ুয়ারা সেই খাবার খাওয়ার পরে অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে অভিভাবকেরা স্কুলে ছুটে আসেন। এই ঘটনায় স্কুলচত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ গাইন দ্রুত চিকিৎসক আনার ব্যবস্থা করেন। স্কুলসূত্রে জানানো হয়েছে, স্কুলে দু’দফায় পড়ুয়াদের মিড ডে মিল দেওয়া হয়। এ দিন প্রথম দফায় খাবার খেয়ে বেশ কিছু ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়লে বাকিদের আর খাবার দেওয়া হয়নি। অভিভাবকদের অভিযোগ, অযত্নে এবং ঠিকমতো দেখভালের অভাবেই রান্না করা খাবারে টিকটিকি পড়ার ঘটনা জানা যায়নি।” তবে এই ঘটনার পরে স্কুল কর্তৃপক্ষ জানান, ভবিষ্যতো যাতে এমন ঘটনা আর না ঘটে সে জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

ক্যানসার হাসপাতাল নিয়ে নতুন ভাবনা
হাজরায় চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালটিকে ভবিষ্যতে মূলত গবেষণা কেন্দ্রে পরিণত করা হবে। এবং রাজারহাটে দ্বিতীয় ক্যাম্পাসে থাকবে পূর্ণাঙ্গ আধুনিক একটি হাসপাতাল। উচ্চ পর্যায়ের একটি বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যপ্রতিমন্ত্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় ক্যাম্পাসের কাজকর্মের অগ্রগতি খতিয়ে দেখতে যুগ্ম সচিব এবং অধিকর্তাদের সঙ্গে কাল এবং আজ এই বৈঠক করেন। পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এ নিয়ে কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী তাঁকে বলেন, হাজরার হাসপাতালে গবেষণা কেন্দ্রের পাশাপাশি মুমুর্ষু রোগীদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখতে হবে। বৈঠকে আধিকারিকরা সুদীপবাবুকে জানান, দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই হাসপাতালের জন্য ৩২০ কোটি টাকা ধার্য করা হয়েছে। রাজারহাটে ১০ একর জমিও ইতিমধ্যে অধিগৃহীত হয়ে গিয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের আওতাধীন ‘হসপিটাল সার্ভিসেস কনসালটেন্সি কর্পোরেশন লিমিটেড’ নতুন হাসপাতাল গড়ার বরাত পেয়েছে।

বাঙুর-কর্তাকে শো-কজের চিঠি রাজ্যের
আগেই সাসপেন্ড করা হয়েছিল। এ বার শো-কজের চিঠি পাঠানো হল চিকিৎসক শ্যামাপদ গড়াইয়ের কাছে। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, বুধবার সকালেই শো-কজের চিঠি পাঠানো হয়েছে। তবে শ্যামাপদবাবু জানান, তিনি চিঠি পাননি। কেউ তাঁকে কিছু জানাননি। তিনি বলেন, “কী করব, সেটা ভাবা আছে। যদি চিঠি হাতে আসে, তখন পরবর্তী পদক্ষেপের কথা জানাব।” বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজির অধিকর্তা ছিলেন শ্যামাপদবাবু। মাস দুয়েক আগে মহাকরণে আসার পথে আচমকা ওই প্রতিষ্ঠানে পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন শ্যামাপদবাবু। সে-রাতেই তাঁকে সাসপেন্ড করা হয়। স্বাস্থ্য দফতরের বিশেষ সচিব সুকুমার ভট্টাচার্য এ দিন জানান, সাসপেনশনের পরে শো-কজ করাটা তো নতুন কিছু নয়। আইনেই এই ব্যবস্থা রয়েছে।

রক্তদান শিবির
বুধবার হলদিয়ায় রক্তদান শিবিরের আয়োজন করেছিল যুব তৃণমূল। উপস্থিত ছিলেন সাংসদ শুভেন্দু অধিকারী, বিধায়ক সুকুমার দে, ফিরোজা বিবি, যুব নেতা আজিজুল রহমান প্রমুখ।
Previous Story Swasth First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.