টুকরো খবর
পৃথক জেলা ঘোষণার দাবি
রাজ্য সরকার প্রশাসনিক সংস্কারের যে পরিকল্পনা নিয়েছে তার মধ্যে আলিপুরদুয়ারকে পৃথক জেলা ঘোষণার বিষয়টিও রয়েছে। বুধবার টেলিফোনে কলকাতা থেকে এ কথা জানান আলিপুরদুয়ারের কংগ্রেস বিধায়ক দেবপ্রসাদ রায়। তিনি বলেন, “রাজ্যে মোট ৫টি নতুন জেলা ঘোষণার পরিকল্পনা রয়েছে। তার মধ্যে আলিপুরদুয়ারের নাম রয়েছে। আমি আশাবদী মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ার মহকুমাকে পৃথকে জেলার মযার্দা দেবেন।” এদিকে, আলিপুরদুয়ারকে পৃথক জেলা ঘোষণার ব্যাপারে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে এদিন ফ্যাক্সবার্তা পাঠান প্রাক্তন বিধায়ক আরএসপি’র নির্মল দাসও। প্রাক্তন বিধায়ক জেলা নির্মাণ দাবি মঞ্চের আহ্বায়ক নির্মল দাস বলেন, “আমরা জেনেছি মুখ্যমন্ত্রী ৩ অগস্ট জেলা সংক্রান্ত বৈঠক করতে চলেছেন। মঙ্গলবার মহাকরণে মুখ্যমন্ত্রীর দফতরে একটি ফ্যাক্স পাঠিয়েছি। তাতে ১-৩ আগস্টের মধ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছি।

উঠে যেতে পারে স্কুল
শিক্ষকের অভাবে একটি স্কুল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম দেখা দিয়েছে। শিলিগুড়ি জেলা স্কুল দফতরের অধীন ফাঁসিদেওয়ার বন্দরবাজার হাটখোলা এলাকার প্রাথমিক বালিকা বিদ্যালয়ে এখন মাত্র একজন শিক্ষক রয়েছেন। তিনি ৩০ জুলাই অবসর নেবেন। নতুন করে শিক্ষক নিয়োগ না-করা হলে স্কুল চালানো কঠিন হয়ে পড়বে বলে অভিযোগ অভিভাবকদের। শিলিগুড়ি জেলা শিক্ষা (প্রাথমিক) দফতরের স্কুল পরিদর্শক আবদুস সালাম বলেন, “ওই স্কুলে শিক্ষক নিয়োগের চেষ্টা চলছে। দ্রুত শিক্ষক নিয়োগ করা হবে।” গ্রামশিক্ষা কমিটির সভাপতি জলি রায় এই প্রসঙ্গে জানিয়েছেন, ওই বালিকা বিদ্যালয়টি বহু বছরের পুরানো। স্কুলটিতে এত দিন মোট ৩ জন শিক্ষক ছিলেন। মাস খানেক আগে অজয় গোস্বামী নামে এক শিক্ষক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। এর পরে ফ্রেব্রুয়ারিতে শিক্ষিকা ভবানী দেবী অবসর নেন। অন্য জন আগামী ৩০ জুলাই অবসর নেবেন।”

কর্মবিরতি
একশো দিনের কাজে যুক্ত জেলার স্থায়ী ও অস্থায়ী কর্মীরা বেতনে সামঞ্জস্য আনা, ঘনঘন বদলির প্রথা বন্ধের দাবিতে বুধবার জেলা জুড়ে কর্মবিরতি পালন করেন। এদিন জেলা পরিষদে জাতীয় কর্মসংস্থান প্রকল্পের দফতরে তাঁরা বিক্ষোভ প্রদর্শন করে জেলাশাসকের কাছে স্মারকলিপি দেন। এনআরইজিএ চুক্তিভিত্তিক কর্মী সমিতির অভিযোগ, জেলার এক আধিকারিকের নির্দেশে কর্মীদের ঘন ঘন বদলি করা শুরু হয়েছে। জেলার স্থায়ী পদে অস্থায়ী কর্মীদের এনে কাজ করানো হচ্ছে। অস্থায়ী পদে স্থায়ীদের কাজ করতে বাধ্য করা হচ্ছে। জেলায় একশো দিনের কাজে পরিচালনায় প্রভাব পড়ছে বলে অভিয়োগ করা হয়। অস্থায়ী কর্মীদের যথাযথ বেতন বিন্যাস করা হয়নি বলেও অভিযোগ।

উন্নয়নে একসঙ্গে কাজ করবে ৩টি সংস্থা
শহর উন্নয়নে ৩ সংস্থা একত্রিত ভাবে কাজ করবে বলে জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। বুধবার তিনি জানান, শহরে উন্নয়নে পুরসভা, শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতর একত্রিত ভাবে কাজ করবে। বিধান মার্কেটকে পরিকল্পিত গড়ার ব্যপারে আলোচনা হয়। এ ছাড়াও ১৭৯ কোটি টাকায় একটি জল প্রকল্পের কাজ শুরু হবে। গ্রিন পুলিশ চালু হবে বলেও মন্ত্রী জানান। ‘ই গর্ভনেন্স’ চালু করতে উদ্যোগী হওয়ার কথাও এ দিন জানান গৌতমবাবু। মেয়র গঙ্গোত্রী দত্ত জানান, সলিড ম্যানেজমেন্ট প্রকল্পের সঠিক রূপায়ণে ২ অগস্ট তিনি জার্মানির ইটিংয়ে যাবেন, সেখানে বর্জ্য পদার্থ থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প দেখে আসবেন। মেয়র বলেন, “ওই প্রকল্প ঠিক থাকলে তা কার্যকর করা হবে।”

হামলার নালিশ
এসএফআই সদস্যদের উপর তৃণমূল ছাত্র পরিষদ হামলা করছে অভিযোগ তুলে দার্জিলিং পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিল সিপিএম। বুধবার অতিরিক্ত পুলিশ সুপার দেবেন্দ্র প্রকাশ সিংহের কাছে ওস্মারকলিপি দেন সিপিএমের জেলা কমিটি। জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য জীবেশ সরকার বলেন, “কলেজে এসএফআইয়ের উপর হামলা হচ্ছে। সন্ত্রাস তৈরি করা হয়েছে। পুলিশ ব্যবস্থা না নিলে আন্দোলন করব।”

পুলিশের অভিযান
ফুটপাত থেকে দখলদার মুক্ত করতে অভিযান চালাল পুলিশ। বুধবার শিলিগুড়ির বিধান রোডের ফুটপাত থেকে অবৈধ দখলদারের হঠিয়ে দেওয়া হয়। বিধান মার্কেটে অবৈধ দখলদারদের সরে যাওয়ার জন্য সতর্ক করে দেয় ট্রাফিক পুলিশ। দীর্ঘদিন ধরেই শহরের ফুটপাতগুলি থেকে অবৈধ দখলদারিদের সরিয়ে দেওয়ার দাবি করছিলেন বাসিন্দারা।

অবরোধ
পোস্ট অফিস মোড়ে প্রায় এক ঘণ্টা অবরোধ করল এসএফআই। বুধবার দুপুরে শহরের অন্যতম ব্যস্ত এলাকা পোস্ট অফিস মোড়ে অবরোধ শুরু হওয়ায় শহরের একাংশে যানজট তৈরি হয়।

মিড ডে মিল চালু
বুধবার থেকে ঘোঘোমালি উচ্চ মাধ্যমিক স্কুলে মিড ডে মিল চালু হল। এ দিন আনুষ্ঠানিক ভাবে পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য ওই মিড ডে মিল চালু করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। সেখানে হাজির ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন শীলশর্মা।

আটক ৩
তালমায় ডাকাতির ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। সোমবার রাতে ১০-১৫ জনের একটি দুষ্কৃতী দল ব্যবসায়ীর বাড়িতে চড়াও হয়ে লুঠপাট করে পালায়। জলপাইগুড়ি কোতোয়ালির আইসি নিরঞ্জন সরকার জানান, ওই ঘটনায় ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মেধা সম্মান
বৃত্তি পরীক্ষায় কৃতীদের মেধা সম্মান জানাতে উদ্যোগী বেসরকারি বিদ্যালয় কল্যাণ সমিতি। ৩১ জুলাই ময়নাগুড়ি রবিতীর্থ ভবনে এক অনুষ্ঠানে তা জানানো হবে। জলপাইগুড়ি জেলা সম্পাদক শুভাশিস সেনগুপ্ত বলেন, “২০১০ সালে রাজ্যে স্কলারশিপ পরীক্ষায় কৃতিদের ওই সম্মান দেওয়া হবে।”

দুর্ঘটনায় মৃত্যু
মঙ্গলবার সন্ধ্যায় কামাখ্যাগুড়ির তেলিপাড়ায় ট্রাকের নীচে মৃত্যু হয় মোটর সাইকেল আরোহীর। নাম ভবেশ বর্মন (৪০)। বাড়ি কোচবিহারের শালবাড়ি গ্রামে।
Previous Story Uttarbanga First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.