টুকরো খবর

দলেরই বিক্ষোভের মুখে তৃণমূল নেতা
গত বিধানসভা নির্বাচনে তিনি ছিলেন দলের প্রার্থী। বিগত বামফ্রন্ট সরকারের মন্ত্রী, ডাকসাইটে সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্রের প্রতিদ্বন্দ্বী। নারায়ণগড় ব্লক তৃণমূলের সভাপতি সেই সূর্য অট্ট ভোটে সেয়ানে-সেয়ানেই টক্কর দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য মন্ত্রী সূর্যকান্ত মিশ্রের সঙ্গে। শেষমেশ অবশ্য হেরে যান তৃণমূল ব্লক সভাপতি। সেই সূর্য অট্টকেই সিপিএমের একাংশের সঙ্গে গোপন বোঝাপড়ার অভিযোগে দীর্ঘক্ষণ ঘেরাও করে রেখে বিক্ষোভ দেখালেন তৃণমূলেরই কিছু কর্মী-সমর্থক। বুধবার নারায়ণগড়েরই কুনারপুরে গিয়েছিলেন এই তৃণমূল নেতা। সিপিএমের কয়েক জনের সঙ্গে ‘রফা’ করতেই এসেছেন, এই সন্দেহে সূর্যবাবুকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় তৃণমূল কর্মীরা। পরিস্থিতি এমন খারাপ হয় যে পুলিশ গিয়ে সূর্যবাবুকে উদ্ধার করে আনে। সূর্যবাবুর অনুগামীদের অবশ্য দাবি, দলের একাংশের বিরুদ্ধে ওঠা জোর-জলুমের অভিযোগের তদন্তে গিয়েছিলেন বলেই ব্লক সভাপতিকে বাধা পেতে হয়েছে।

সিআইডি হেফাজতে ধৃত
হাড়গোড়-কাণ্ডে ধৃত অশোক বাটুলকে সাত দিন সিআইডি হেফাজতে রাখার নির্দেশ দিল মেদিনীপুর আদালত। বুধবার তাঁকে আদালতে তোলা হলে এই নির্দেশ দেন মেদিনীপুরের সিজেএম মনোজ রাই। আনন্দপুরের হাড়গোড় উদ্ধারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবারই অশোককে গ্রেফতার করে সিআইডি। আনন্দপুরের আগর গ্রাম থেকে তাঁকে ধরা হয়। ক’দিন আগে শেখ অমাইল নামে এক জনকেও গ্রেফতার করেছিল সিআইডি। তাঁকে মেদিনীপুর শহর থেকে ধরা হয়। আদালতের নির্দেশে অমাইল এখন সিআইডি হেফাজতে রয়েছেন। গত ১২ জুন আনন্দপুরের পাওনা গ্রাম সংলগ্ন এলাকা থেকে হাড়গোড় উদ্ধার হয়। ২০০০ সালের ২২ এপ্রিল তৃণমূল কর্মী মওদুদ হোসনকে অপহরণ করে খুন করা হয়েছিল বলে অভিযোগ। সিপিএমের লোকজনই তাঁকে কেশপুর থেকে অপহরণ করে বলে অভিযোগ মওদুদের আত্মীয়দের। গত জুনে হাড়গোড় উদ্ধারের পরে তা মওদুদের বলে দাবি করেন পরিজনেরা। অন্যতম অভিযুক্ত এই অশোক বাটুল। সিআইডি’র আশা, এই সিপিএম কর্মীকে জিজ্ঞাসাবাদ করে অন্য অভিযুক্তদের সম্পর্কেও তথ্য মিলবে।

ফের অস্ত্র উদ্ধার
ফের বেআইনি অস্ত্র মিলল শালবনিতে। জিন্দাল গোষ্ঠীর প্রস্তাবিত ইস্পাত কারখানা এলাকার খানিক দূর থেকেই বুধবার সকালে অস্ত্র উদ্ধার হয়। আগেও কারখানা প্রাচীরের পাশ থেকে অস্ত্র উদ্ধার হয়েছিল। কেউ অবশ্য গ্রেফতার হয়নি। পুলিশ জানিয়েছে, কে বা কারা অস্ত্র মজুত করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এক জায়গা থেকেই পাঁচটি একনলা বন্দুক উদ্ধার হয়। রাজ্যে পালাবদলের পর থেকেই পশ্চিম মেদিনীপুরে বিভিন্ন এলাকা থেকে একের পর এক বেআইনি অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। মাঝে কিছুটা বিরতির পরে ফের ক’দিন আগেই দাঁতনে অস্ত্র উদ্ধার হয়। বুধবার শালবনির আসনাশুলিতে মাটি খুঁড়ে পাঁচটি একনলা বন্দুক মেলে।

দুঃস্থ পড়ুয়াদের জন্য
সম্প্রতি খড়্গপুর-১ ব্লকের আঁধারকুলি কালীমন্দির ময়দানে দুঃস্থ পড়ুয়াদের স্কুলসামগ্রী বিলি করার আয়োজন করা হয়েছিল। ব্লকের হিরাডি, সামেরপুর, মেগুরডিহি অঞ্চলের ৮টি স্বয়ম্ভর গোষ্ঠীর উদ্যোগেই এই আয়োজন। সব মিলিয়ে এলাকার ১২৮ জন দুঃস্থ ছাত্রছাত্রীর হাতে স্কুলের প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেওয়া হয়। দেওয়া হয় অর্থসাহায্য। মাধ্যমিকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদেরও সংবর্ধনা দেওয়া হয়, অর্থসাহায্যও করা হয়। সভায় উপস্থিত ছিলেন সবিতা মণ্ডল, শান্তিলতা মণ্ডল, স্বপন বিশ্বাস প্রমুখ।

কংগ্রেসের সভা
সম্প্রতি কংগ্রেসের সভা হয়ে গেল খড়্গপুর গ্রামীণ থানার প্রতাপপুরে। কংগ্রেসের দাবি, ওই সভায় বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক ১২২টি পরিবার আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে যোগ দিয়েছে। সভায় উপস্থিত ছিলেন নীলকণ্ঠ আচার্য, প্রদেশ সামন্ত, অনুপ পাত্র প্রমুখ।
Previous Story Medinipur First Page


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.