টুকরো খবর

ধর্মঘটে কাজ বন্ধ বেনাপোলে
যশোর জেলায় শ্রমিক ধর্মঘটের জেরে বুধবার পণ্য পরিবহণ ব্যাহত হল বেনাপোল স্থলবন্দরে। সকাল ১১টার পর থেকেই শ্রমিকরা আমদানি-রফতানির জন্য রাখা পণ্য ওঠানো-নামানোর কাজ করেননি। দূরপাল্লার বাস চলাচলও বন্ধ ছিল। ফলে ভারতে ফেরার যাত্রীরা বেনাপোল বাস ডিপোতে আটকে পড়েন। ১০টি জেলার শ্রমিক ইউনিয়ন মিলিত ভাবে অনির্দিষ্ট কালের এই ধর্মঘট ডেকেছে। বেনাপোল বন্দর পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম জানান, শ্রমিকরা নেতাদের বাধার মুখে পড়ে ফিরে যান। বেনাপোল বন্দর ‘হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন’-এর সাধারণ সম্পাদক রাশেদ আলি জানান, সব শ্রমিককে নিয়োগপত্র দেওয়া, বেতন ও ভাতা বৃদ্ধি, সড়কে ‘পুলিশের জুলুমবাজি’ ও শ্রমিক হয়রানি বন্ধ করার দাবিতেই ধর্মঘট।

ই এস আই নিয়ে
ইএসআই প্রকল্প ঢেলে সাজা হচ্ছে। বুধবার কলকাতায় এ কথা জানান ইএসআইয়ের কেন্দ্রীয় কমিশনার বি কে সাহু। ইএসআই নিয়ে অল বেঙ্গল সেলস রিপ্রেজেনটেটিভস ইউনিয়ন আয়োজিত সভায় সাহু বলেন, হীরক জয়ন্তীতে ইএসআই-কে পরিবর্তিত করাই তাঁদের লক্ষ্য। সাধারণ সম্পাদক আশিস সেনগুপ্ত জানান, সুবিধা বাড়াতে তাঁরা কেন্দ্রে স্মারকলিপি দিয়েছেন।

নতুন শেয়ার
বাজারে ১,২৪৫ কোটি টাকার শেয়ার ছেড়েছে এল অ্যান্ড টি ফিনান্স হোল্ডিংস। প্রতিটি ১০ টাকার শেয়ারের মূল্যবন্ধনী ৫১-৫৯ টাকা। ইস্যু বন্ধ হবে কাল। সিইও সুনীত মাহেশ্বরী বলেন, শাখা সংস্থাগুলির মূলধনের চাহিদা মেটাতেই শেয়ার ছাড়া হয়েছে।

ব্যবসা বাড়াতে
শীঘ্রই বাজারে আসছে আইকোরের নিজস্ব মোবাইল হ্যান্ডসেট। শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, সাবান, পাউডারের মতো ভোগ্যপণ্য এবং ময়দা, সুজি ইত্যাদিও আনার কথা ভাবছে সংস্থা।

ভারতী-এএক্সএ
ভারতী-এএক্সএ যৌথ উদ্যোগে ভারতীর হাতে থাকা ৭৪% শেয়ার কিনে নিতে মুকেশ অম্বানীর রিলায়্যান্সকে সায় দিল প্রতিযোগিতা কমিশন। বাকি ২৬% থাকবে ফরাসি সংস্থা এএক্সএ-র হাতেই।
Previous Story Business First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.