গ্রামেও মিলবে বিচার,আশ্বাস আইনমন্ত্রীর
ফস্সল ও গ্রামাঞ্চলে আদালতের পরিষেবা পৌঁছে দেওয়া এবং রাজ্যের বিভিন্ন আদালতে জমে থাকা পাহাড়প্রমাণ মামলার দ্রুত নিষ্পত্তি ঘটাতে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। রাজ্যের আইন ও বিচারমন্ত্রী মলয় ঘটক বুধবার বোলপুরে একটি অনুষ্ঠানে এ কথা জানান। এ দিন বোলপুর বার অ্যাসোসিয়েশনের তরফে সংবর্ধনা দেওয়া হয় মলয়বাবু এবং বোলপুরের বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে। বার অ্যাসোসিয়েশনের তরফে সভাপতি দেবকুমার দত্ত তাঁদের দাবি-দাওয়াগুলি মলয়বাবুর কাছে পেশ করেন।
চন্দ্রনাথবাবু বলেন, “মলয়বাবু নিজে মফস্সল শহরের বাসিন্দা। বাংলার গ্রামে এবং মফস্সলে আইন ও বিচার বিষয়ক কী সমস্যা রয়েছে তা সম্বন্ধে তিনি যথেষ্ট ওয়াকিবহাল। সমস্যা সমাধান করতে তাঁর উদ্যোগ কার্যকরি হবে। বাসিন্দারা উপযুক্ত পরিষেবা পাবেন।”
মলয়বাবু বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের আইনজীবিদের জন্য নানাবিধ উন্নয়ন প্রকল্প কার্যকর হচ্ছে। আইনজীবিদের জন্য ওয়েলফেয়ার ফান্ড, হাউজিং স্কিম-সহ উন্নয়নের নানাবিধ যোজনা অবিলম্বে কার্যকর হবে।” মন্ত্রীর আশ্বাস, “রাজ্যের মোট ১৫১টি ফাস্ট ট্র্যাক আদালতের মধ্যে ৫১টি চিহ্নিত আদালতে হবে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ কোর্ট। তার মধ্যে বোলপুরে হবে একটি।” তিনি আরও জানান, রাজ্যে মোট ৬২টি স্থানে হবে গ্রাম্য ন্যায়ালয় করার জন্য স্থান চিহ্নিত হয়ে গিয়েছে। বোলপুরেও হবে একটি গ্রাম্য ন্যায়ালয়। তাঁর কথায়, “উপযুক্ত পরিষেবা পেতে যাতে বহুদূরে যেতে না হয় তার জন্য তৈরি হবে ফ্যামিলি কোর্ট। সেক্ষেত্রে বোলপুরেও হবে একটি ফ্যামিলি কোর্ট।” পুরনো আদালতগুলিতেও পরিকাঠামোগত ঘাটতি দ্রুত মেটানোর আশ্বাস দেন মন্ত্রী। তিনি বলেন, “পরিকাঠামোর উন্নয়ন করে উপযুক্ত পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইতিমধ্যেই জেলা জজদের চিঠি পাঠানো হয়েছে। তাঁদের কাছ থেকে আবেদন পাওয়ার এক থেকে দেড় মাসের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।”
প্রসঙ্গত বোলপুরে সম্প্রতি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ কোর্ট-এর দাবিতে বার অ্যাসোসিয়েশনের তরফে কয়েকদিন আদালতের কাজকর্ম বন্ধ রাখা হয়েছিল। এ দিনের সংবর্ধনা সভায় বোলপুরের বিভিন্ন আদালতের বিচারক, বরিষ্ঠ আইনজীবি, ল ক্লার্কস অ্যাসোসিয়েশন এবং বার অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
Previous Story Purulia Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.