টুকরো খবর

ডোমকলে চিকিৎসায় গাফিলতির অভিযোগ
ঊর্মিলা বিবি নামে এক মহিলার চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের রানিনগর থানার গোধনপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এক চিকিৎসকের বিরুদ্ধে। ঊর্মিলা বিবির স্বামী আশরাফুল শেখ বলেন, “আমার স্ত্রী রবিবার মৃত সন্তান প্রসব করেছেন। তবে ওই সন্তান অনেক আগেই গর্ভেই মারা গিয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। কিন্তু যিনি স্ত্রীর চিকিৎসা করছিলেন তিনি সে কথা আগে আমাদের বলেননি। ওই চিকিৎসকের বিরুদ্ধে তাই আমরা থানায় ও হাসপাতালে অভিযোগ জানিয়েছি।” ওই ব্লকের স্বাস্থ্য আধিকারিক সব্যসাচী সান্যাল বলেন, “ওই চিকিৎসকের বিরুদ্ধে এর আগেও অনেক অভিযোগ উঠেছে। চিকিৎসায় গাফিলতির অভিযোগে বছর দেড়েক আগে তাঁর বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছিল। এ বার যে অভিযোগ হয়েছে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি।” ইতিমধ্যে ওই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বহরমপুর-শেখপাড়া রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এ দিন সন্ধ্যায় প্রায় ঘণ্টা দুয়েকের এই অবরোধে এই ব্যস্ত সড়ক আটকে পড়ে। দু’পাশে বহু গাড়ি দাঁড়িয়ে যায়। দুর্ভোগে পড়েন যাত্রীরা।

চক্ষু-শিবির
পুরুলিয়ার বান্দোয়ানে লতাপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চত্বরে রবিবার একটি চক্ষু পরীক্ষা শিবির হয়। বান্দোয়ানের বিডিও দেবাশিস চোধুরী বলেন, “এ বার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ভিত্তিক চিকিৎসা শিবির হবে। ওষুধ কেনা ও অন্য সব খরচ ব্লক প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে। এ দিনের শিবিরে শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা করানো হয়।” শিবিরে বান্দোয়ান ব্লক স্বাস্থ্য আধিকারিক অবিনাশ বেসরা, বান্দোয়ানের ওসি দেবাশিস পাহাড়ি প্রমুখ উপস্থিত ছিলেন।

ম্যালেরিয়ায় মৃত্যু
ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে ডুয়ার্সে এক কিশোরের মৃত্যু হল। শনিবার রাতে আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে তার মৃত্যু হয়। ব্লক স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সৌরভ সাহা (১৩)। বাড়ি আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের ধওলাঝোরা চা বাগানে। কোহিনূর মাধ্যমিক শিক্ষা কেম্দ্রে সপ্তম শ্রেণিতে পড়ত। শুক্রবার তাকে শামুকতলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর রক্ত পরীক্ষায় প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম মেলে। তার দিদি ১৫ বছরের পিঙ্কি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে একটি নার্সিংহোমে ভর্তি রয়েছে।

স্রেফ গাঁধীগিরি
ছবি: কল্লোল প্রামাণিক।
কোনও ক্ষোভ-বিক্ষোভ নয়। স্রেফ গাঁধীগিরি। আর তাতেই কেল্লা ফতে। করিমপুর গ্রামীণ হাসপাতালের রোগী, চিকিৎসাকর্মীরা রবিবার অবাক হয়ে দেখলেন তৃণমূল কর্মীরা ঝাঁটা-ঝুড়ি নিয়ে নিজেদের হাতে পরিষ্কার করছেন আবর্জনা। করিমপুর-২ ব্লক তৃণমূলের উদ্যোগে প্রায় শ’তিনেক কর্মী-সমর্থক ওই কাজে হাত লাগান। করিমপুর ১ ব্লকের কিছু কর্মীও ছিলেন। তৃণমূলের প্রকাশ চক্রবর্তী, স্মরজিৎ সাহা, পীযূষ মণ্ডলরা জানান, এ ভাবেও প্রতিবাদ করা যায়। করিমপুর হাসপাতালের সুপার বিধুভূষণ মাহাতো বলেন, “তৃণমূলের এই উদ্যোগ প্রশংসনীয়। হাসপাতালের সাফাই ও নিকাশি নিয়ে কিছু সমস্যা আছে। সমাধানের চেষ্টা চলছে।” যুব কল্যাণ মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, “শহিদ দিবসে দিদি বলেছিলেন হাসপাতালের নোংরা আবর্জনা দরকার হলে আমাদের কর্মীরাই পরিষ্কার করবেন। আমরা সেই দায়িত্বই পালন করেছি।”
Previous Story Swasth First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.