পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড (কলকাতা)-র সঙ্গে যৌথ উদ্যোগে কলকাতা বিশ্ববিদ্যালয় বুক পাবলিশিং স্টাডিজ-এর ওপর এক বছরের স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স করাচ্ছে। যোগ্যতা: যে কোনও বিষয়ে স্নাতক (অনার্স/ পাস/ জেনারেল/ ভোকেশনাল ইত্যাদি)। এই কোর্স করার জন্য কোনও বয়ঃসীমা নেই। ২০০ টাকার বিনিময়ে এই কোর্সের আবেদনপত্র সংগ্রহ করা যাবে বিশ্ববিদ্যালয়ের সেলস্ কাউন্টার (আশুতোষ বিল্ডিং, কলেজ স্ট্রিট ক্যাম্পাস) থেকে সকাল এগারোটা থেকে দুপুর তিনটের মধ্যে। এ ছাড়াও ফর্ম ডাউনলোড করা যাবে www.caluniv.ac.in/ www.kolkatabookfaironline.com থেকে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ সেপ্টেম্বর।
ক্যানডিড স্কুল অব কমিউনিকেশন দুটি নতুন কোর্স চালু করল। কোর্সগুলি হল: সার্টিফিকেট প্রোগ্রাম ইন পাবলিক রিলেশনস অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট এবং পোস্ট গ্র্যাজুয়েট সার্টিফিকেট প্রোগ্রাম ইন পাবলিক রিলেশনস অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। প্রথম কোর্সটি ছ’মাসের, সঙ্গে এক মাসের ইন্টার্নশিপ আছে। যোগ্যতা: কমপক্ষে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ। আর দ্বিতীয় কোর্সটির মেয়াদ ইন্টানশিপ সহ এক বছরের। যোগ্যতা: স্নাতক। ওয়েবসাইট: www.candidschool.com |
টেকনিক্যাল এবং পেশাদারি কোর্সে পড়াশোনা করছে, এমন ৫০০ মেধাবী প্রতিবন্ধী ছাত্রছাত্রীকে জাতীয় স্কলারশিপ দেওয়া হবে। ওয়েবসাইট: www.nhfdc.nic.in |