টুকরো খবর
রাস্তার অবস্থা এতটাই বেহাল যে শেষ পর্যন্ত চাপড়ার শ্রীনগর মোড় থেকে সীমান্ত সংলগ্ন শিমুলিয়া পর্যন্ত দু’টি রাস্তারই বাস চলাচল বন্ধ করতে বাধ্য হলেন বাস মালিকেরা। শনিবার বিকেল থেকে তাঁরা ওই দুই রাস্তায় বাস বন্ধ করে দিয়েছেন। নদিয়া জেলা বাস মালিক সমিতির সহ সম্পাদক অসীম দত্ত বলেন, “ওই রুটে আর কোনও ভাবেই বাস চালানো সম্ভব হচ্ছে না। যে কোনও মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত। বাধ্য হয়েই তাই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।” কৃষ্ণনগর থেকে ভায়া শ্রীনগর মোড় শিমুলিয়া পর্যন্ত মোট ১৮টি বাস রোজ চলাচল করে। এর মধ্যে ১১টি বাস যায় শ্রীনগর মোড় থেকে লক্ষ্মীপুর হয়ে। মধুপুর হয়ে যায় বাকি ৮টি বাস। দু’টি রাস্তাই বেহাল। মহেশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূলের আনন্দময় ঘোষ বলেন, “বারবার সব স্তরে রাস্তা দু’টি সংস্কারের জন্য বলা হয়েছে। কোনও ফল হয়নি। জীবন হাতের মুঠোয় করে যাতায়াত করতে হয়।” চারটি হাইস্কুল যেতে গেলে এই রাস্তাগুলির উপর দিয়েই যেতে হয়। শিক্ষকশিক্ষিকারা ছাড়াও ছাত্রছাত্রীদের নানা সমস্যা হয়। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ অমরেশ দত্ত বলেন, “জেলার বিভিন্ন প্রান্তের রাস্তা এক এক করে সংস্কার করা হচ্ছে। ওই রাস্তা দু’টিও দ্রুত সংস্কার করা হবে।” তিনি বলেন, “সোমবার পূর্তের স্থায়ী সমিতির বৈঠক হবে। সেখানেই ওই রাস্তা দু’টি নিয়ে আলাদা করে আলোচনা করা হবে।” কৃষ্ণনগরের সদর মহকুমাশাসক পূর্ণেন্দু মাজি বলেন, “রাস্তা দু’টি সংস্কারের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

দলীয় প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছেন নদিয়ার হবিবপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্যেরা। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন কংগ্রেস ও বিজেপি’র সদস্যেরাও। সব মিলিয়ে ওই পঞ্চায়েতে ১৩ জন সদস্য। তার মধ্যে তিনটি দলের ১০ জন প্রধানের অপসারণ চেয়েছেন। রানাঘাট ১ বিডিও দিব্যেন্দুশেখর দাস বলেন, “সোমবার ওই পঞ্চায়েতে সভা ডাকা হয়েছে।” ওই পঞ্চায়েতে তৃণমূলের হাতে রয়েছে ৬টি আসন, কংগ্রেসের ৪টি, সিপিএমের হাতে ২টি এবং বিজেপি’র এক জন। সিপিএম ছাড়া বাকিরা জোট গড়ে পঞ্চায়েতে বোর্ড গঠন করেন। তৃণমূলের মল্লিকা ঘোষ প্রধান হন। উপপ্রধান হন কংগ্রেসের শান্তি পাশি। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তাপস ঘোষ বলেন, “প্রধান সময় মতো পঞ্চায়েতে যান না। তাঁর জন্যই উন্নয়ন হচ্ছিল না। বারবার সতর্ক করেও কাজ না হওয়ায় তাঁকে অপসারিত করা হবে।” মল্লিকাদেবীর অবশ্য বক্তব্য, “সংসারের কাজ করে পঞ্চায়েত ভবনে যেতে যেতে কখনও কখনও একটু দেরি হয়ে যেত। এ ছাড়া আমার বিরুদ্ধে আর কোনও অভিযোগ নেই। আমাকে বলা হয়েছিল পদত্যাগ করতে। তাতে রাজি হইনি বলেই আমাকে অপসারিত করা হচ্ছে।”

অন্যের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ফরাক্কা থানার পুলিশ। এটিএম কাউন্টারে থাকা ক্যামেরায় ওই ব্যক্তির ছবি দেখে তাকে শনাক্ত করা হয়েছে। তারপরে শনিবার রাতে ফরাক্কার একটি কলোনি থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার বাড়ি উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায়। সম্প্রতি তিনি ফরাক্কায় বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছিলেন। পুলিশ জানায়, বাক্কার শেখ নামে এক জন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম-এ টাকা তুলতে গিয়েছিলেন গত ১৬ জুলাই। সেখানে ওই ব্যক্তি তাঁকে সাহায্য করতে গিয়েই বাক্কার শেখের অ্যাকাউন্ট থেকে ১৮ হাজার টাকা তুলে নেন। ওই ব্যাঙ্কে পরে অভিযোগ করা হলে ওই এটিএম কাউন্টারে রাখা ক্যামেরায় তোলা ছবি দেখে বোঝা যায়, টাকাটা কে তুলেছে। সেই মতো পুলিশ গিয়ে তাকে ধরে।

আট বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি করিমপুরের মহিষখোলা গ্রামের। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে বাড়িতে একাই ছিল ওই নাবালিকা। অভিযোগ, সেই সুযোগে যুবকটি ওই নাবালিকার উপর অত্যাচার চালায়। শনিবার দুপুরে ওই নাবালিকার মা করিমপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। মেয়েটিকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অভিযুক্তের খোঁজ করছে পুলিশ।

বহরমপুরের কলেজে ছাত্র সংঘর্ষের ঘটনায় প্রশাসনকে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানাল আরএসপি’র ছাত্র সংগঠন পিএসইউ। ধুলিয়ানে শনি ও রবিবার জেলা কাউন্সিলের সভায় মুর্শিদাবাদের কলেজগুলিতে অশান্তি বন্ধে বহিরাগতদের প্রবেশ বন্ধের দাবিও জানানো হয়েছে। সংগঠনের জেলা সভাপতি আরাফাত শেখ বলেন, “জেলার কলেজগুলিতে ছাত্র সংঘর্ষ হচ্ছে বহিরাগতদের উস্কানিতে। সবদলই কমবেশি এই কাজে হস্তক্ষেপ করছে।”

এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম লক্ষ্মী মজুমদার (৩০)। বাড়ি করিমপুরের মোক্তারপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ঘরে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখা যায় লক্ষ্মীদেবীকে। তাঁর পরিবারের লোক শনিবার করিমপুর থানায় লক্ষ্মীদেবীর শ্বশুর, শাশুড়ি এবং দেওরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ করেছেন।

গ্রাম্য বিবাদের জেরে এক মাস ধরে মিড-ডে মিল বন্ধ ফরাক্কার মুস্কিনগর প্রাথমিক বিদ্যালয়ে। স্কুলটিতে ৩১২ ছাত্রছাত্রী আছে। রান্না বন্ধ হয়ে যাওয়ায় পড়ুয়াদের উপস্থিতির হারও কমে গিয়েছে বলে দাবি স্কুল কর্তৃপক্ষের। প্রধান শিক্ষক ওবাইদুর রহমান বলেন, “রান্নার দায়িত্ব রয়েছে একটি স্বনির্ভর গোষ্ঠীর উপর। স্থানীয় একদল যুবক তাঁদের কাজে বাধা দেওয়ায় স্কুলে রান্না বন্ধ। স্কুলে রান্নার সমস্ত সামগ্রী মজুত। বিষয়টি বিডিওকে জানিয়েছি। বিডিও অনন্ত সরকার বলেন, “যুগ্ম বিডিও স্কুলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখেছেন। রান্না চালু করার চেষ্টা চলছে।”

ছত্তীসগঢ়ের রায়পুরের একটি আদালতের নির্দেশে ধুলিয়ানের এক বিড়ি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ। শনিবার রাতে ধুলিয়ানের বাড়ি থেকে ধরা হয় ইসমাইল শেখকে। পুলিশ জানিয়েছে, ইসমাইল প্রায়ই রায়পুরে গিয়ে বিড়ির পাতা, মশলা কেনা-বেচা করেন। রায়পুর আদালতে ইসমাইলের বিরুদ্ধে টাকা নিয়ে প্রতারণার ৭টি মামলা দায়ের হয়েছে। সেই সূত্রে রায়পুর আদালত তাকে গ্রেফতারের নির্দেশ দেয়। আদালতের নির্দেশে সোমবার পর্যন্ত তাকে জঙ্গিপুর জেলে রাখা হবে। পরে তাকে ছত্তীসগঢ়ে নিয়ে যাওয়া হবে।

বেলডাঙা স্টেশন লাগোয়া বস্তি থেকে গাঁজা-সহ দুই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। প্রায় ৩৪ কেজি গাঁজা মিলেছে দু’জনের কাছ থেকে। পুলিশ জানায়, ধৃত লুৎফার বিবির বাড়ি বেলডাঙার দেবকুণ্ডু উত্তরপাড়া এবং রুমিয়া বিবি কৃষ্ণনগরের ভাতজাংলার বাসিন্দা। জেলার অতিরিক্ত পুলিশ সুপার দীপনারায়ণ গোস্বামী বলেন, “ওই দুই মহিলা উত্তরবঙ্গ থেকে গাঁজা কিনে কলকাতায় বিক্রি করত।”

আগ্নেয়াস্ত্র-সহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত শরদিন্দু বসু ও অনুপ পাত্র চাপড়া খ্রিস্টানপাড়ার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে আগ্নেয়াস্ত্র নিয়ে একটি গাড়িতে কৃষ্ণনগর-করিমপুর রুটে ঘোরাফেরা করছিল তারা।
এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে করিমপুর থানার পুলিশ। শনিবার রাতে করিমপুর বাজার থেকে ধরা হয় দুখু শেখ ওরফে মিনাজুদ্দিকে। বাড়ি বাংলাদেশের মেহেরপুরে।

পঞ্চায়েত অফিসে তালা দিয়ে বিক্ষোভ দেখাল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা। তাঁদের দাবি, নওদার বালি-১ পঞ্চায়েতের পক্ষ থেকে শুক্রবার বিপিএল তালিকাভুক্তদের চাল বিলির জন্য স্লিপ বিলির কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু গ্রামবাসীরা পঞ্চায়েতে গিয়ে দেখেন সেখানে কোনও স্লিপ বিলি হচ্ছে না। এরপরে ক্ষুব্ধ গ্রামবাসী পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। শনিবার বিডিও’র প্রতিনিধি ওই পঞ্চায়েতে গিয়ে এ ব্যাপারে আলোচনার আশ্বাস দিলে তালা খুলে দেওয়া হয়। নওদার বিডিও মানস মণ্ডল বলেন, “মঙ্গলবার ব্লক অফিসে সর্বদল বৈঠক করা হবে।”
Previous Story Murshidabad First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.