টুকরো খবর

সনিয়ার সফরে তিক্ততা ভুলছে ঢাকা
২৪ ঘণ্টার ঝটিকা সফরে আজ বাংলাদেশে পৌঁছলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। হজরত শাহজালাল বিমানবন্দরে আজ সনিয়াকে স্বাগত জানান বিদেশমন্ত্রী দীপু মণি ও ক্ষমতাসীন আওয়ামি লিগের সাধারণ সম্পাদক সৈয়দ আশফারুল ইসলাম। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনা সরকার। সেই ‘বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা’ গ্রহণ করতে আগামিকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকবেন তাঁর পুত্রবধূ সনিয়া। কিছু দিন আগেই বাংলাদেশের জনসাধারণের একাংশের ভারত-বিরোধী মনোভাব নিয়ে মন্তব্য করেন মনমোহন। তার জেরে ধাক্কা খায় দ্বিপাক্ষিক সম্পর্ক। সনিয়ার সফরকে ঘিরে সেই তিক্ততা পিছনে ফেলে এগিয়ে যেতে চায় বাংলাদেশ। ভারত সম্পর্কে শেখ হাসিনা সরকারের নীতির সঙ্গে অনেক সময়েই এক মত হয় না খালেদা জিয়ার বিএনপি। কিন্তু, এই সফরকে স্বাগত জানিয়েছে তারাও। সেই সঙ্গে সাবধানী সুরে জানিয়েছে, ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক গড়তে চায় তারা। বাংলাদেশে ভারত-বিরোধী জঙ্গিদের উপস্থিতি অবশ্য সনিয়ার নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত কর্তাদের মাথাব্যথা বাড়িয়েছে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ঢাকাকে। ঢাকা পুলিশ জানিয়েছে, সনিয়ার সফরের নিরাপত্তা সুনিশ্চিত করতে ১২ হাজারেরও বেশি নিরাপত্তারক্ষীকে মোতায়েন করা হয়েছে।

পরমাণু বিজ্ঞানী হত ইরানে
মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন। হঠাৎই মোটরবাইকে চড়ে স্কুলের সামনে হাজির হয় এক দল বন্দুকধারী। আর তাঁদেরই গুলিতে স্ত্রী, মেয়ের সামনেই খুন হয়ে গেলেন ইরানের ৩৫ বছরের পরমাণু বিজ্ঞানী দারিউশ রেজাই নেজাদ। এখনও পর্যন্ত কেউ ধরা পড়েনি। ইতিমধ্যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইরানের পার্লামেন্টের মুখপাত্র আলি লারিজানি আমেরিকাকেই দুষছেন। অন্য দিকে, এর পিছনে ইজরায়েল রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছে দেশের সরকার। ইরানের বিখ্যাত ইঞ্জিনিয়ারিং কলেজ খাজেহ-নাসির তুসের বিশ্ববিদ্যালয়ের ছাত্র দারিউশ দেশের প্রতিরক্ষা মন্ত্রকে কাজ করতেন। সূত্রের খবর, তিনি নাকি মালেক-ই-আশতার বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্স নিয়েও স্নাতক হন। দারিউশের আগে নভেম্বরে অপর এক বিজ্ঞানীকে খুন করা হয়। প্রাণহানির আশঙ্কা রয়েছে এমন পরমাণু বিজ্ঞানীদের নিরাপত্তার দায়িত্ব নেওয়ার কথা সম্প্রতি রেভেলিউশনারি গার্ড-এর পক্ষ থেকে জানানো হয়। এর আগে এক বিজ্ঞানী খুনের ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছিল। যদিও তাঁর বিরুদ্ধে যে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল সে বিষয়ে কিছুই জানতে পারা যায়নি।

অতিরিক্ত মাদকেই মৃত্যু পপ গায়িকার
মাত্র ২৭ বছর বয়সে মৃত্যু হল ব্রিটেনের পপ গায়িকা অ্যামি ওয়াইনহাউসের। শনিবার লন্ডনে নিজের বাড়িতে মারা যান অ্যামি। মনে করা হচ্ছে অতিরিক্ত মাদক সেবনের ফলেই এই মৃত্যু। গত এক মাস ধরে বেশ অসুস্থ ছিলেন অ্যামি। অতিরিক্ত মদ্যপান ও মাদক সেবনের ফলে মেয়ের মৃত্যুর ব্যাপারে প্রায় নিশ্চিত ছিলেন তাঁর বাবা। মেয়ের মৃত্যু যে নেহাতই সময়ের অপেক্ষা, ২৪ ঘণ্টা আগেই অ্যামির মা তা বুঝতে পেরেছিলেন। গ্র্যামিজয়ী এই গায়িকার মৃত্যুতে লন্ডনের সঙ্গীত জগতে শোকের ছায়া নেমে এসেছে। টুইটারে একের পর এক শোকবার্তা পাঠিয়েছেন ব্রিটেনের গায়ক ও সঙ্গীত পরিচালকেরা। অ্যামির রহস্যজনক মৃত্যুর এখনও কোনও কারণ ব্যাখ্যা করতে পারেনি পুলিশ। কাউকে গ্রেফতারও করা হয়নি। তবে সোমবার ময়নাতদন্তের পর এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে বলে মনে করছে পুলিশ।

ফোনে আড়ি পাতায় অভিযুক্ত আরও এক
ফোনে আড়ি পাতা কাণ্ডে এ বার নাম জড়াল সিএনএন-এর সাংবাদিক পিয়েরস মর্গানের। ২০০৪ সাল পর্যন্ত তিনি ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য ডেইলি মিরর’-এর সম্পাদক ছিলেন। সে সময় ওই সংস্থায় তাঁর অধীনে কাজ করতেন জেমস হিপওয়েল। জেমসের দাবি, মর্গানের সময় খবরের সন্ধানে ফোনে আড়ি পাতা ছিল খুব সাধারণ ব্যাপার। তবে মর্গান তা জানতেন কি না, সে প্রসঙ্গে তিনি জোর দিয়ে কিছু বলেননি। তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন মর্গান। জেমসের ইতিহাসও মোটেই ভাল নয়। ২০০০ সালে দুর্নীতির অভিযোগে ‘মিরর’ ছাড়তে হয় তাঁকে। তখন বেশ কিছু দিন জেলও খেটেছিলেন তিনি।

পার্টিতে গুলি, খুনি-সহ হত ৬
জন্মদিনের একটি পার্টিতে নির্বিচারে গুলি চালানোয় ৬ জন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় টেক্সাসে এই ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই অনুষ্ঠানে উপস্থিত এক মহিলার স্বামী বন্দুক নিয়ে পার্টিতে প্রবেশ করেন। তাঁদের মধ্যে বাদানুবাদ শুরু হয়। এর পর সেই বন্দুক থেকে হঠাৎই গুলি চালাতে শুরু করেন ওই ব্যক্তি। ঘটনাস্থলেই পাঁচ জন মারা যান। গুলি চালানোর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ হাজির হলে তাঁদের দিকেও গুলি চালান আততায়ী। পাল্টা গুলি চালিয়ে পুলিশ পার্টিতে প্রবেশ করলে নিজের দিকে গুলি চালিয়ে তিনি আত্মঘাতী হন। আহতদের প্রথমে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রয়াত প্রথম ‘বন্ড গার্ল’
চলে গেলেন বন্ডের প্রথম প্রেমিকা। লিন্ডা ক্রিশ্চিয়ান। অন্ত্রের ক্যানসারে দীর্ঘ দিন ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮৭। স্বামীর হাত ধরেই হলিউডে আগমন। ১৯৫৪-এ মুক্তি পায় জেমস বন্ডের প্রথম ছবি ‘ক্যাসিনো রয়্যাল’। তখন বন্ড ব্যারি নেলসন। লিন্ডার বিদায়ে শোক-সন্তপ্ত তাঁর দুই সন্তান ও আট নাতি নাতনি-সহ বন্ড-প্রেমী মহল।
Previous Story Bidesh First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.