ফোনে আড়ি পাতা কাণ্ড
মার্ডকের উপর হামলা, শুনানি ব্যাহত ব্রিটিশ পার্লামেন্টে
ক্রান্ত হলেন রুপার্ট মার্ডক।
ফোনে আড়ি পাতা কাণ্ডে আজ ব্রিটিশ পার্লামেন্টের বিশেষ কমিটির সামনে হাজিরা দিতে এসেছিলেন ‘নিউজ অফ দ্য ওয়ার্ল্ড’ পত্রিকার মালিক রুপার্ট ও তাঁর ছেলে জেমস । শুনানি ঘণ্টা দুয়েক চলার পরে হঠাৎই বৃদ্ধ ‘মিডিয়া সম্রাটের’ দিকে এক প্লেট শেভিং ফোম নিয়ে তেড়ে আসেন এক ব্যক্তি। বাবাকে বাঁচাতে উঠে দাঁড়ান তাঁর ছেলে জেমস। হামলাকারীর দিকে তেড়ে যান রুপার্টের স্ত্রী এয়েন্ডি ডেং। রুপার্টের আঘাত না লাগলেও তাঁর জ্যাকেটটি নষ্ট হয়ে যায়। গোলমালের জেরে বেশ কিছু ক্ষণ স্থগিত রাখতে হয় শুনানি। হামলাকারীকে হেফাজতে নিয়েছে লন্ডন পুলিশ। জানা গিয়েছে, জনি মার্বেলস নামে এক ব্যক্তি হামলা চালানোর আগে টুইটারে হামলা চালাতে যাওয়ার কথা জানিয়েছিল। তবে সে-ই ওই হামলাকারী কি না তা জানা যায়নি।
শুনানির সময়ে রুপার্ট বলেন, ‘নিউজ অফ দ্য ওয়ার্ল্ড’ পত্রিকার সাংবাদিকরা যে বেআইনি ভাবে ফোনে আড়ি পাতেন তা আমি জানতাম না। এমনকী, আমাদের পত্রিকা ফোনে আড়ি পাতায় ক্ষতিগ্রস্তদের যে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে তাও জানতাম না।”
পার্লামেন্টারি কমিটির শুনানিতে জেমস ও রুপার্ট মার্ডক। রয়টার্স
আজই কমিটির সামনে হাজিরা দেন রেবেকা ব্রুকস। ‘নিউজ অফ দ্য ওয়ার্ল্ড’ পত্রিকা যে সব বেসরকারি গোয়েন্দাকে নিয়োগ করেছিল তাঁরা ফোনে আড়ি পাতায় যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে। ব্রুকস জানিয়েছেন, ‘নিউজ অফ দ্য ওয়ার্ল্ড’-এর সাংবাদিকরা যে বেসরকারি গোয়েন্দাদের সাহায্য নিতেন তা তিনি জানতেন। তবে তিনি কখনও পুলিশকে টাকা দিয়ে খবর সংগ্রহ করার অনুমতি দেননি।
ফোনে আড়ি পাতা কাণ্ড নিয়ে আজ অবশ্য আরও সাফাই শুনেছে কমিটি। লন্ডন মেট্রোপলিটান পুলিশের প্রাক্তন কমিশনার পল স্টিফেনসন বলেছেন, “এই বিষয় নিয়ে হইচইয়ে সকলের মনোযোগ অন্য দিকে ঘুরে যাচ্ছিল। তাতে ২০১২ সালের অলিম্পিকসের নিরাপত্তার পরিকল্পনায় ব্যাঘাত ঘটতে পারে ভেবে ইস্তফা দিয়েছিলাম। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে কোনওভাবেই অপদস্থ করতে চাইনি।”
ইস্তফা দেওয়ার সময়ে তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কথা উল্লেখ করেন স্টিফেনসন। হ্যাকিং কাণ্ডে জড়িত ‘নিউজ অফ দ্য ওয়ার্ল্ড’-এর এক প্রাক্তন কর্তা অ্যান্ডি কুলসনকে প্রচার উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছিলেন ক্যামেরন। ওই পত্রিকারই অন্য কর্তা নিল ওয়ালিসকে প্রচার উপদেষ্টা হিসেবে নিয়োগ করে মেট্রোপলিটান পুলিশ।
ইস্তফার সময়ে নিজের বক্তব্যে কুলসন ও ওয়ালিসের কাজের তুলনা করেছিলেন স্টিফেনসন। পার্লামেন্টের কমিটি থেকে জানতে চাওয়া হয় তিনি কি প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে চেয়েছিলেন। তাঁর কি মনে হয়েছিল নিল ওয়ালিসের সঙ্গে পুলিশের সম্পর্কের জেরে তাঁকে ইস্তফা দিতে হচ্ছে। অথচ প্রধানমন্ত্রী কুলসনকে নিয়োগ করেও এখনও বহাল তবিয়তে রয়েছেন।
মার্ডকের মুখে সাবানের ফেনা মাখানোর চেষ্টায় এক আক্রমণকারী। এ এফ পি
স্টিফেনসন বলেন, “প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে আমি চাই নি। আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। নিল ওয়ালিসকে আংশিক সময়ের পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেছিল পুলিশ। তাঁর ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ কিছু নয়।”
‘নিউজ অফ দ্য ওয়ার্ল্ড’ পত্রিকার সাংবাদিকরা অনেকের ফোনে আড়ি পেতেছেন বলে ২০০৭ সালেই জানিয়েছিলেন ওই পত্রিকার প্রাক্তন সাংবাদিক শন হোর। এমনকী, অ্যান্ডি কলসন তাঁকে ফোনে আড়ি পাততে বলেছেন বলেও দাবি করেছিলেন হোর। সোমবার উত্তর লন্ডনে নিজের বাড়ি থেকে শনের দেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, এখনও শনের মৃত্যুর কারণ জানা যায়নি।

পাকিস্তানে প্রথম মহিলা বিদেশমন্ত্রী
পাকিস্তানের কনিষ্ঠতম ও প্রথম মহিলা বিদেশমন্ত্রী হলেন ৩৪ বছরের হিনা রব্বানি খার। প্রেসিডেন্ট জারদারি আফগানিস্তান সফরে যাওয়ায় আজ তিনি কার্যনির্বাহী প্রেসিডেন্ট ফারুক এইচ নায়েকের তত্ত্বাবধানে শপথ নিয়েছেন। এর আগে কম বয়সে মন্ত্রী হওয়ার দৌড়ে সব চেয়ে এগিয়ে ছিলেন জুলফিকার আলি ভুট্টো। মাত্র ৩৫ বছর বয়সে মন্ত্রী হয়েছিলেন তিনি। সেই রেকর্ড ভেঙে দিলেন খার।
শাহ মেহমুদ কুরেশির সরে যাওয়ার পর থেকে পাক বিদেশমন্ত্রীর পদ খালিই পড়ে ছিল। আসন্ন ভারত-পাক বৈঠকে যোগ দিতে বিদেশ প্রতিমন্ত্রী হিসেবে খার যে দিল্লি যাচ্ছেন, সে কথাও আগেই ঘোষণা করে দিয়েছিল পাকিস্তান। কিন্তু কোথাও একটা সংশয় রয়েই গিয়েছিল বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। বিভ্রান্তি এড়াতেই এই পদক্ষেপ বলে মনে করছেন তাঁরা।
First Page Bidesh First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.