আপনার আজকের দিনটি

মেষ: অংশীদারের জাল কেটে ব্যবসায় অগ্রগতি। অতিরিক্ত ভাবাবেগ থেকে
স্বজনমহলে বিপত্তির আশঙ্কা। প্রজ্ঞাবান ব্যক্তির সান্নিধ্যে শান্তি।
বৃষ: কর্মক্ষেত্রে পদোন্নতির বাধা কাটার আশা। বাক্সংযমের অভাবে কর্মস্থলে
বা স্বজনমহলে সমস্যা দেখা দিতে পারে। শিরঃপীড়া ভোগাবে।
মিথুন: কুচক্রী সহকর্মীদের শত্রুতায় কর্মক্ষেত্রে ভুলত্রুটির বোঝা ঘাড়ে চাপতে
পারে। মামলার ফল অনুকূলে যাওয়ার আশা। গ্যাসট্রাইটিসের প্রকোপ বৃদ্ধিতে দুর্ভোগ।
কর্কট: স্বকীয় পন্থায় কর্মস্থলে বিরুদ্ধ পরিস্থিতির মোকাবিলা। একাধিক
উপায়ে অর্থাগমের দিন। ঘাড় ও পিঠের ব্যথায় ভোগান্তি।
সিংহ: দীর্ঘ বঞ্চনার পরে কর্মক্ষেত্রে ভাগ্যোদয়ের ইঙ্গিত। অতিক্রোধ বিপত্তির কারণ হতে পারে। বাতজ রোগে কাজকর্ম বিঘ্নিত।
কন্যা: মধুর কথাবার্তা ও সহৃদয় আচরণে কার্যোদ্ধার। পারিবারিক বিষাদে নিশ্চিত
প্রাপ্তি হাতছাড়া হতে পারে। অকারণ উত্তেজনায় শরীর ও মনের ক্ষতির আশঙ্কা।
তুলা: তুচ্ছ ভুলে কর্মস্থলে মানহানি ও অবনমনের আশঙ্কা। বুদ্ধিবলে ও সাহসের
জোরে শত্রুর ফাঁদ কেটে কার্যোদ্ধার। বাবা বা মায়ের স্বাস্থ্যের অবনতিতে দুর্ভোগ ও কাজে বাধা।
বৃশ্চিক: প্রভাবশালী ব্যক্তির আনুকূল্যে ভাগ্যোদয়ের ইঙ্গিত। জ্যোতিষ ও
রহস্যবিদ্যার অনুশীলনে ব্যুৎপত্তি। পাকাশয়ের পীড়ায় কাজে ব্যাঘাত।
ধনু: কর্মস্থলে জটিলতা কাটিয়ে প্রশংসা। ফাটকা বা শেয়ারে বাড়তি লগ্নি না-করাই ভাল। প্রেমপ্রণয়ে জট কেটে যেতে পারে।
মকর: কর্মদক্ষতার বিলম্বিত স্বীকৃতি। দুঃসময়ে পড়শির পাশে দাঁড়াতে গিয়ে বাঁকা
কথা শুনতে হতে পারে। পথেঘাটে বাড়তি সতর্কতা দরকার।
কুম্ভ: সৃষ্টিশীল কাজের বিশেষ স্বীকৃতি। বন্ধুর কপটতায় সম্পর্কহানির আশঙ্কা। শারীরিক কারণে অদূরভ্রমণ ভেস্তে যেতে পারে।
মীন: অনৈতিক পথে উপার্জন বৃদ্ধির প্রলোভন এড়িয়ে চলাই ভাল। পুরনো কোনও
সমস্যার সমাধান হয়ে যেতে পারে। চোখের পীড়ায় দুর্ভোগ।
First Page Aaj Panjika


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.