কী নেই কী চাই
উত্তর
কাঁকুড়গাছির ৩এ/১ বাসস্ট্যান্ডের মোড়টা পারাপার করা ভীষণ বিপজ্জনক। কয়েক মাস আগে মোড়ের অংশবিশেষ লোহার রেলিং দিয়ে গার্ড করে দেওয়া হয়েছিল। তখন সামান্য ফাঁক দিয়ে মানুষ-সহ সাইকেল এবং মোটরসাইকেল চলাচল করত জীবনের ঝুঁকি নিয়েই। কিন্তু কিছু দিন ধরে দেখতে পাওয়া যাচ্ছে রেলিঙের অনেকটা অংশ উধাও হয়ে গিয়েছে, ফলে এখন চার চাকার ছোট গাড়ি সেখান দিয়ে অনবরত চলাচল করছে। ফলে যাত্রীদের খুবই অসুবিধা হচ্ছে। দীর্ঘদিন যাবৎ অঞ্চলের অধিবাসীরা এই ব্যাপারে বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও তেমন কোনও প্রতিকার আজ পর্যন্ত হয়নি। নিয়ম করে ট্রাফিক পুলিশের কোনও ব্যবস্থাই করা হয়নি। সুরাহার প্রতীক্ষায় রইলাম।
কাজল রায়, কলকাতা-৫৪

পূর্ব
পূর্ব কলকাতার গুরুত্বপূর্ণ এলাকা ফুলবাগান, কাঁকুড়গাছি, কেষ্টপুর ও বাগুইহাটি। ভি আই পি রোড সংলগ্ন চারটি মোড় বিপজ্জনক হয়ে উঠেছে। ভি আই পি রোড দিয়ে দিবারাত্র একটানা দূরপাল্লার বাস-সহ বহু গাড়ি চলাচল করার ফলে এই চারটি মোড়ের পথচারী ও বাসযাত্রীদের পক্ষে স্বচ্ছন্দে রাস্তা পারাপার করা অসম্ভব হয়ে পড়েছে। ইতিপূর্বে ছোটখাটো দুর্ঘটনাও কম ঘটেনি। ভবিষ্যতে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা আছে। অবিলম্বে ফুলবাগান, কাঁকুড়গাছি, কেষ্টপুর ও বাগুইহাটির চারটি মোড়ে উল্টোডাঙার মতো পথচারী ও বাসযাত্রীদের জন্য ফুটব্রিজ গড়ে তোলা খুব প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই।
তিমির দাশগুপ্ত। কলকাতা-১০

আমাদের লিখুন আপনার পাড়ার নাগরিক সমস্যা জানিয়ে
অনধিক ১৫০ শব্দে লিখে পাঠান। ঠিকানা:
কী নেই কী চাই,
কলকাতা উত্তর/ দক্ষিণ/ পুর্ব,
আনন্দবাজার পত্রিকা,
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট,
কলকাতা ৭০০০০১।

আপনার নাম, ঠিকানা, টেলিফোন নম্বর অবশ্যই লিখবেন।

Previous Item

Kolkata

Next Item




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.