টুকরো খবর

কাল রথযাত্রা, উৎসবের মেজাজ শহরে
রাত ফুরোলেই এ বারের রথযাত্রা। উৎসব ঘিরে সাজো সাজো রব মেদিনীপুর-খড়গপুর, দুই শহরেই। জোরকদমে চলছে যাবতীয় প্রস্তুতি। সাজানো হয়েছে মন্দির। জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ নতুন করে রং করা হয়েছে। রথযাত্রার অন্যতম আকর্ষণ মেলা। তারও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। নাগরদোলা থেকে হরেক জিনিসের পসরা নিয়ে হাজির হচ্ছেন ব্যবসায়ীরা। মেদিনীপুর শহরে রথযাত্রার প্রধান উৎসবটি হয় জগন্নাথ মন্দির সংস্কার কমিটি ও নববীর অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে। এতদিন বিকেলেই রথের শোভাযাত্রা বেরোত। এ বার অবশ্য রথযাত্রা উৎসব শুরু হবে সকালে। উদ্যোক্তাদের মতে, সকালে শোভাযাত্রা হওয়ায় শহর সংলগ্ন এলাকা থেকে অনেকেই শহরে আসতে পারবেন। শোভাযাত্রা দেখে বিকেলের মধ্যে ফিরেও যেতে পারবেন। শহরের নতুন বাজারে জগন্নাথদেবের মাসির বাড়ি রয়েছে। সেই বাড়িও সাজানো হয়েছে। কাল, রবিবার সকাল ১১টায় মেদিনীপুরের জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকেই শুরু হবে রথযাত্রা। পরে স্কুলবাজার, বটতলা, কেরানিতলা, এলআইসি, কলেজ মোড়, ছোট বাজার হয়ে রথ পৌঁছবে নতুন বাজারে। তার আগেই জগন্নাথ মন্দির প্রাঙ্গণে শুরু হবে বেদপাঠ ও হরিনাম সংকীর্তন। সোমবার হবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন। এ বছরও ‘নীলাচল স্মরণিকা’ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। উৎসব কমিটির সম্পাদক পল্টু সেন বলেন, “রথযাত্রাকে কেন্দ্র করে শহর জুড়ে উৎসবের মেজাজ তৈরি হয়েছে। সকলের সহযোগিতা ছাড়া এমন আয়োজন সম্ভব হত না।” উৎসাহের অন্ত নেই রেলশহর খড়গপুরেও। এখানেও জগন্নাথ মন্দির সংলগ্ন এলাকায় মেলা বসে। ইতিমধ্যেই শুরু হয়েছে মেলার প্রস্তুতি। সুভাষপল্লি, প্রেমবাজারেও রথের মেলা বসে। নাগরদোলা, পাঁপড় ভাজা, জিলিপি থেকে শুরু করে সংসারের প্রয়োজনীয় নানা জিনিসের আকর্ষণে কচিকাঁচাদের সঙ্গে বড়রাও প্রবল উৎসাহে মেলা প্রাঙ্গণে ভিড় জমান।

ভেসে গেলেন প্রৌঢ়
বর্ষার ভরা কাঁসাই নদীতে ভেসে গেলেন এক প্রৌঢ়। শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে মেদিনীপুরের কালগাঙ এলাকায়। রাত পর্যন্ত খোঁজ মেলেনি ওই ব্যক্তির। মেদিনীপুর শহরের দেওয়ান বস্তিতে বাড়ি শেখ কেরামতের। বছর ছাপান্নর কেরামততাঁর মোষের খোঁজে এ দিন কালগাঙ এলাকায় কাঁসাই নদীতে গিয়েছিলেন। তখনই জলের তোড়ে ভেসে যান বলে স্থানীয় সূত্রের খবর। শুক্রবার রাত পর্যন্ত তাঁর কোনও খোঁজ মেলেনি। ওই প্রৌঢ়ের ছেলে শেখ সেলিম বলেন, “স্থানীয় মানুষের কাছেই বিষয়টি জানতে পারি। পুলিশে সব জানিয়েছি।” স্থানীয় ভাবে এ দিন খোঁজাখুঁজি হয়। পুলিশ জানিয়েছে, তাদের তরফে তল্লাশি শুরু হবে।

সংবর্ধনা সভা
সম্প্রতি খড়্গপুর শহরের পাঁচবেড়িয়া লোহানিয়া হাইমাদ্রাসা প্রাঙ্গণে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানাল ইয়ং স্টুডেন্ট সোসাইটি। পুরসভার ২, ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের কৃতীদের সংবর্ধনা জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন খড়্গপুরের পুরপ্রধান জহর পাল, কাউন্সিলর মহম্মদ আকবর, প্রাক্তন কাউন্সিলর মেহবুব খান প্রমুখ। সভাপতিত্ব করেন বিলকিস খানম। সভা পরিচালনা করেন গোলাম আশিক ও কামরুজ্জামান।

প্রয়াত ব্যায়ামবীর
সম্প্রতি খড়্গপুর শহরের সুভাষপল্লির বাসভবনে প্রয়াত হয়েছেন ব্যায়ামবিদ প্রভাতকুমার মিত্র (৬৮)। শক্তিমন্দির ক্লাবের শরীরচর্চার এই শিক্ষক দীর্ঘ দিন ধরে অসুখে ভুগছিলেন।
Previous Story Medinipur First Page


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.