পুলিশকে বিড়লার চিঠি
আলিপুরে প্রাতর্ভ্রমণ নিরাপদ করতে বাড়ছে নজরদারি
নিরাপত্তাহীনতায় ভুগছেন আলিপুর এলাকায় প্রাতর্ভ্রমণকারী বিশিষ্টজনেরা। শুধু পুলিশ প্রহরাই নিরাপত্তার জন্য যথেষ্ট নয় বলে মনে করছেন তাঁরা। তাই ওই এলাকার গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে ‘ক্লোজড্ সার্কিট ক্যামেরা’ বসানোর প্রস্তাব দিল এলাকার নাগরিকদের সংগঠন ‘আলিপুর সিটিজেনস্ ফোরাম’। কলকাতা পুলিশ ওই প্রস্তাব বিবেচনা করে দেখছে।
গত রবিবার, ২৬ জুন শিল্পপতি সুদর্শনকুমার বিড়লা যখন প্রাতর্ভ্রমণে যাচ্ছিলেন, সে সময়ে দু’টি মোটরসাইকেলে করে কয়েক জন তাঁর ছবি তোলে। তাঁর অভিযোগ, গাড়ি থেকে নেমে মোটরসাইকেল আরোহীদের চিহ্নিত করার আগেই পালিয়ে যায় তারা। ঘটনাটি জানিয়ে কলকাতার পুলিশ কমিশনার রঞ্জিতকুমার পচনন্দাকে চিঠি লেখেন ওই শিল্পপতি। এর পরেই বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা শুরু করেন পুলিশকর্তারা।
কয়েক বছর আগে প্রাতর্ভ্রমণে বেরিয়েই আলিপুর থেকে অপহৃত হয়েছিলেন শিল্পপতি সত্যব্রত গঙ্গোপাধায়। সেই কথা মাথায় রেখেই বিড়লার চিঠি পেয়ে ওই এলাকায় নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেন পুলিশ কমিশনার। আলোচনা শুরু হয় এলাকার বিশিষ্ট নাগরিকদের সঙ্গেও। শুক্রবার ‘আলিপুর সিটিজেনস্ ফোরাম’-এর সঙ্গে আলিপুর থানার পুলিশের বৈঠক হয়। সেখানেই ওই সংগঠনের তরফে ‘ক্লোজড্ সার্কিট ক্যামেরা’ বসানোর প্রস্তাব দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, আলিপুরের যে সব জায়গায় শিল্পপতিরা প্রাতভ্রর্মণের জন্য প্রতিনিয়ত যান, সে সব জায়গায় নজরদারি বাড়ানো হচ্ছে। নজরদারি বাড়ানো হয়েছে শিল্পপতিদের বাসস্থানের উপর এবং ওই এলাকায় ঘোরাফেরা করা মোটসাইকেল এবং গাড়ির উপরে।
পুলিশ কমিশনারকে লেখা চিঠিতে সুর্দশনকুমার বিড়লা জানান, রবিবার সকাল সওয়া ছ’টা নাগাদ আলিপুর হর্টিকালচার গার্ডেনে বেড়াতে যাওয়ার সময়ে কিছু যুবক দু’টি মোটরসাইকেলে চেপে তাঁর গাড়িকে ধাওয়া করে। এক জন মোবাইল ফোনের ক্যামেরায় তাঁর ছবি তোলে। শুধু তিনিই নন, আলিপুর এলাকায় একাধিক শিল্পপতি পুলিশ কমিশনারকে লিখিত ভাবে জানিয়েছেন, বেশ কিছু দিন ধরে প্রাতর্ভ্রমণের সময়ে মোটরসাইকেল আরোহী কিছু যুবক তাঁদের ছবি তুলছে। শিল্পপতিদের আশঙ্কা, ওই যুবকরা অপহরণচক্রের সঙ্গে যুক্ত।
শুক্রবার শিল্পপতি মহেন্দ্রকুমার জালানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, গত কয়েক সপ্তাহ ধরেই তাঁর কাছে একাধিক শিল্পপতি অভিযোগ করছেন, সকালে বেড়ানোর সময়ে মোবাইলে তাঁদের ছবি তুলে উধাও হয়ে যাচ্ছে মোটরসাইকেল আরোহী কিছু যুবক। কোনও কোনও ক্ষেত্রে শিল্পপতিরা তাঁদের পিছু ধাওয়াও করেন। কিন্তু ওই যুবকদের হদিস মেলেনি।
কলকাতা পুলিশ সূত্রে খবর, শিল্পপতিদের অভিযোগের ভিত্তিতে আলিপুর এলাকা ছাড়াও ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বর, ক্যাথিড্রাল রোড, ক্যাসুরিনা অ্যাভিনিউ, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, ময়দান-সহ বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই সাদা পোশাকের গোয়েন্দাদের নজরদারি বাড়ানো হয়েছে।
পুলিশ কমিশনার এ দিন বলেন, “শিল্পপতিদের নিরাপত্তায় যাতে কোনও ঘাটতি না থাকে, তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছি। প্রয়োজনীয় সব রকম ব্যবস্থাই নেওয়া হয়েছে।”
Previous Story Calcutta Next Story


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.