|
|
|
|
|
|
|
নোটিস বোর্ড |
|
|
|
রামকৃষ্ণ মিশন আশ্রম, নরেন্দ্রপুরের ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট ফ্যাকাল্টি সেন্টারে বেশ কয়েকটি কোর্সে ভর্তির জন্য আবেদন জমা নেওয়া হচ্ছে। কোর্সগুলি হল: ১) এগ্রিকালচারাল বায়োটেকনোলজিতে দু’বছরের এম এসসি। যোগ্যতা- বায়ো সায়েন্স/ এগ্রিকালচার/ আনুষঙ্গিক বিষয়ে সাম্মানিক স্নাতকস্তরে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে অথবা তিন বছরের সাধারণ স্নাতকস্তরে ৬০ শতাংশ নম্বর পেতে হবে। ২) ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট-এ দু’বছরের এম এসসি। যোগ্যতা: যে কোনও বিষয়ে সাম্মানিক স্নাতকস্তরে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে অথবা তিন বছরের সাধারণ স্নাতকস্তরে ৬০ শতাংশ নম্বর পেতে হবে। ফর্ম দেওয়া হবে ১৮ জুলাই পর্যন্ত। ভর্তি হতে প্রবেশিকা পরীক্ষা এবং ভাইভা ও ইন্টারভিউ দিতে হবে। প্রবেশিকা পরীক্ষা হবে ২৪ জুলাই। ফোন: ২৪৭৭-২০২০/ ৯৪৩৩৩-৯০৮২৮/ ৯৮৩০৪৫৭৫৪০। ওয়েবসাইট: www.rkmvu.ac.in.
মণিপাল কলেজ অব মেডিক্যাল সায়েন্সেস, পোখারায় এমবিবিএস ভর্তির জন্য আবেদন জমা নেওয়া হচ্ছে। যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেতে হবে। সেই সঙ্গে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংরেজি, প্রত্যেকটি বিষয়েই ৫০ শতাংশ নম্বর করে পেতে হবে। ৩১ জুলাইয়ের মধ্যে প্রার্থীর বয়স ১৭ বছরের মধ্যে হতে হবে। কোর্সটির মেয়াদ সাড়ে চার বছরের। ওয়েবসাইট: http://www.manipal.edu.np/
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর আর্বান ইকনমিক স্টাডিজ-এ আর্বান ম্যানেজমেন্ট এবং প্ল্যানিং-এ পার্ট টাইমে ছয় মাসের পোস্ট গ্র্যাজুয়েট সার্টিফিকেট কোর্স করানো হবে। যোগ্যতা: ইকনমিক্স, জিয়োগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স সোশিয়োলজি, কমার্স কিংবা ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক। ফর্ম পাওয়া যাবে ৩০ জুন পর্যন্ত। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৪ জুলাই। ওয়েবসাইট: www.caluniv.ac.in
আতিথেয়তা পরিষেবায় দক্ষ কর্মীর ক্রমবর্ধমান চাহিদা পূরণ করতে ভরত ইউনিভার্সিটি হোটেল ম্যানেজমেন্ট এবং কেটারিং সায়েন্স-এ তিনটি নতুন কোর্স চালু করল। কোর্সগুলি: ১) হোটেল ম্যানেজমেন্ট এবং কেটারিং অ্যাডমিনিস্ট্রেশন-এ তিন বছরের ডিপ্লোমা, ২) হসপিটালিটি এবং ট্যুরিজম ম্যানেজমেন্ট-এ তিন বছরের বি এসসি এবং ৩) হসপিটালিটি এবং ট্যুরিজম ম্যানেজমেন্ট-এ দু’বছরের এম বি এ। ওয়েবসাইট: www.bharathuniv.ac.in
কলকাতা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি এবং ইনফরমেশন সায়েন্স বিভাগে ব্যাচেলর অব লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স-এর সান্ধ্যকালীন কোর্সে ভর্তির জন্য ফর্ম দেওয়া হচ্ছে। যোগ্যতা: সাম্মানিক স্নাতক/ স্নাতকোত্তর/ ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং বা ল-এর কোনও টেকনিকাল ডিগ্রি। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ৭ জুলাই। |
|
|
|
|
|