রাজায়-রাজায়
ফেডেরারের ক্রিকেট নিয়েও আপ্লুত সচিন
কেউ বলছেন বিরলতম মুহূর্ত, কেউ বলছেন গত এক দশকের স্মরণীয়তম ঘটনা, কারও কাছে আবার স্বপ্নপূরণ। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে উচ্ছ্বাসের পারদ মাত্রাছাড়া। আর যত সময় যাচ্ছে, ততই তা উর্ধ্বমুখী।
‘ক্রিকেটের ভগবান’ আর ‘টেনিসের ভগবান’ মুখোমুখি হলে এরকমই তো হওয়ার কথা। হচ্ছেও। উইম্বলডনের আসরে অল ইংল্যান্ড ক্লাবের ঐতিহ্যমন্ডিত রয়্যাল বক্সের বারান্দায় মুখোমুখি দেখা হয়ে গেল সচিন তেন্ডুলকর ও রজার ফেডেরারের। স্রেফ সৌজন্য সাক্ষাৎ বা হাত মেলানো নয়, প্রায় ঘণ্টাখানেক ধরে চলল দুই কিংবদন্তির আড্ডা। তার পরে একসঙ্গে নৈশভোজও। সবে তৃতীয় রাউন্ডে ডেভিড নালবান্দিয়ানকে স্ট্রেট সেটে হারিয়ে উঠেছিলেন ফেডেরার। রয়্যাল বক্সের দর্শকাসন আলো করে সচিন। ভাল শট দেখলেই যিনি হাততালি দিচ্ছিলেন। ম্যাচের কিছুক্ষণ পরে লকাররুম থেকে বেরিয়ে ১৬টি গ্র্যান্ডস্লামের মালিক রয়্যাল বক্সের বারান্দায় উঠে আসেন সচিনের সঙ্গে কথা বলতে। বরাবরের ফেডেরার ভক্ত সচিন সঙ্গে সঙ্গে আবেগাপ্লুত হয়ে পড়েন। টেস্ট ও এক দিনের ম্যাচ মিলিয়ে ৩২,৮০৩ রান ও ৯৯টি সেঞ্চুরির মালিকের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন ফেডেরারও। বিরলতম মুহূর্ত ক্যামেরাবন্দি করতে ঝলসে ওঠে অসংখ্য আলোকচিত্রীর ফ্ল্যাশ, মোবাইল ক্যামেরা হাতে ছবি তোলা। ভক্তদের আব্দার মেটাতে দু’জনে একসঙ্গে দাঁড়িয়ে ছবিও তোলেন। পরে সচিন টুইটারে এবং ফেডেরার ফেসবুকে নিজেদের অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগও করে নিয়েছেন। তা নিয়ে নেটওয়ার্কিং সাইটগুলোতে মন্তব্য উপচে পড়ছে প্রতিনিয়ত।
সচিনের সঙ্গে ফেডেরার।
ফেডেরারের সঙ্গে দেখা হওয়া সচিন এতটাই আবেগতাড়িত যে টুইটারে নিজের অ্যাকাউন্টে পরপর চারটি টুইট করেন গত রাতেই। “উইম্বলডনের রয়্যাল বক্সে রজার ফেডেরারের সঙ্গে এক ঘণ্টা গল্প করলাম। কি অসম্ভব বিনয়ী!” পরের টুইটে লিখছেন, “আর এটাও বলে রাখি, ক্রিকেটটা নিয়ে ও অনেক কিছুই জানে।” কিছুক্ষণ পরে ভক্তদের জন্য টুইটারে ফেডেরারের সঙ্গে তাঁর ছবিও ‘আপলোড’ করে দেন সচিন। আর চার নম্বর অর্থাৎ সর্বশেষ টুইটে লিখেছেন, “উইম্বলডনে টেনিস দেখতে এলে সব সময়ই আমি ভারতীয়দের কাছ থেকে যে ভালবাসা ও সমর্থন পাই, তাতে অভিভূত।” প্রসঙ্গত, গত বছরের ৪ মে মেয়ে সারা ও ছেলে অর্জুনের সম্মিলিত আব্দারে টুইটারে অ্যাকাউন্ট খুলতে হয়েছিল সচিনকে। তার পর থেকে আজ পর্যন্ত করেছেন মাত্র ২৪৩টি টুইট। সর্বশেষ টুইট ছিল গত ৪ মে, এক বন্ধুকে নতুন গাড়ি নিয়ে অভিনন্দন জানিয়ে। ৫২ দিন পরে টুইটারে সচিনের নতুন মন্তব্য চলে আসার পরেই তাঁর ভক্তরা উচ্ছ্বসিত। বিশ্বের সব প্রান্ত থেকে আসতে শুরু করে অসংখ্য টুইট। মহেশ ভূপতি টুইট করেন, “উইম্বলডনে আমাদের লিটল চ্যাম্প। দুর্দান্ত!” মনে রাখা দরকার টুইটারে সচিনকে ‘ফলো’ বা অনুসরণ করেন সাড়ে এগারো লক্ষেরও বেশি মানুষ।
সচিনের সঙ্গে দেখা হওয়া নিয়ে চুপ করে থাকতে পারেননি স্বয়ং ফেডেরারও। ফেসবুকে নিজের ‘স্ট্যাটাস মেসেজ’-এ সুইস মায়েস্ত্রো লিখেছেন, “আজকের দিনটা ছিল বিশেষ একটা দিন। ভাল একটা ম্যাচ খেললাম আর তার পরে ভারতের মহান ক্রিকেট তারকা সচিন তেন্ডুলকরের সঙ্গে দেখা করার সুযোগ পেলাম।” রবিবার বিকেল পর্যন্ত এই বার্তাকে ‘লাইক’ করেছেন ৪০ হাজারের বেশি মানুষ, মন্তব্য এসেছে সাড়ে পাঁচ হাজারের বেশি।
সচিনের সঙ্গে সোমদেব।
ছোটবেলায় জন ম্যাকেনরো হতে চাইতেন সচিন। সে জন্যই ছিল ঝাঁকড়া চুল। ম্যাকেনরো হওয়া হয়নি, কিন্তু টেনিসপ্রেম ছাড়া হয়নি সচিনের। বহু দিনের ইচ্ছে ছিল, ফেডেরারের সঙ্গে দেখা করবেন। বহুবার উইম্বলডনে গেলেও সেই সুযোগ বয়নি। অবশেষে শনিবার এল সেই বহুপ্রতীক্ষিত মুহূর্ত।

ছবি: গেটি ইমেজ
First Page Khela Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.