দেশে বিদেশি পর্যটকদের সংখ্যা বাড়াতে ৩৫টি পর্যটনস্থলকে বিশ্বের দরবারে আরও বড় করে তুলে ধরার সিদ্ধান্ত নিল পর্যটন মন্ত্রক। সেই তালিকায় জায়গা করে নিয়েছে পশ্চিমবঙ্গের দু’টি এলাকাও। পর্যটন মন্ত্রক জানিয়েছে, উত্তরবঙ্গের ডুয়ার্স ছাড়াও গঙ্গার দু’ধারে যে ঐতিহ্যবাহী ভবনগুলি রয়েছে, সেগুলির মধ্যে ‘ক্রুজ’ পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় গোটা দেশে বিদেশি পর্যটকের সংখ্যাবৃদ্ধির লক্ষ্যমাত্রা স্থির করার পাশাপাশি পর্যটন শিল্পের সার্বিক পরিকাঠামো উন্নয়নে সম্প্রতি বিশেষ বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। সেই বৈঠকে উপস্থিত পর্যটন মন্ত্রকের প্রতিমন্ত্রী সুলতান আহমেদ বলেন, “সার্বিক ভাবে গোটা দেশের পাশাপাশি, কী ভাবে পশ্চিমবঙ্গে পর্যটন শিল্পের উন্নয়ন সম্ভব, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। উত্তরবঙ্গের ডুয়ার্স ও সংলগ্ন এলাকায় ‘টি ট্যুরিজমে’র প্রস্তাব রাখা হয়েছে। গঙ্গার দুই তীরে যে ঐতিহ্যবাহী ভবনগুলি রয়েছে, সেগুলি সংরক্ষণের পাশাপাশি নৌবিহারের ব্যবস্থা করা হবে।” ওই বৈঠকে পর্যটন শিল্পের সার্বিক উন্নতির জন্য স্বরাষ্ট্র-বিদেশ-স্বাস্থ্য-নগরোন্নয়ন-পরিবহণের মতো মোট ১৩টি মন্ত্রকের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পর্যটনের উন্নতিতে এই মন্ত্রকগুলি একসঙ্গে কাজ করবে বলে জানান সুলতানবাবু।
|
বস্ত্রশিল্পের উপর থেকে বাজেটে আরোপিত শুল্ক পুরোপুরি প্রত্যাহারের জন্য কেন্দ্রের কাছে দরবার করবে রাজ্যের নতুন সরকার। চেম্বার অফ টেক্সটাইল ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি-র সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে রবিবার এ কথা জানান রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং ছোট ও মাঝারি শিল্পমন্ত্রী মানস ভুঁইয়া। ব্র্যান্ডেড পোশাক ও হোসিয়ারি শিল্পে ১০% উৎপাদন শুল্ক বসানোর কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছিল সংশ্লিষ্ট শিল্প মহল। তার জেরে শুল্ক কিছুটা কমলেও সংশোধিত প্রস্তাবে কাজের কাজ কিছু হবে না বলে অভিযোগ সংশ্লিষ্ট শিল্পের। এ দিন সংসদে তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক সুদীপ বন্দ্যোপাধ্যায়ও একই অভিযোগ করেন। পার্থবাবু ও মানসবাবু জানান, কী ভাবে করের বোঝা কমানো যায়, তা নিয়ে তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। তার পর বিষয়টি নিয়ে কেন্দ্রের কাছে দরবার করবেন। পরে পার্থবাবু বলেন, “শুধু নামী সংস্থার কথা ভাবলেই হবে না। ছোট সংস্থাও কী ভাবে করের বোঝা থেকে রেহাই পায়, তা দেখতে হবে।” হাওড়ায় প্রস্তাবিত বস্ত্র পার্ক নিয়ে যে -জটিলতা রয়েছে তা খতিয়ে দেখারও আশ্বাস দেন মানসবাবু।
|
যান্ত্রিক বিভ্রাটে কলকাতা ও সংলগ্ন এলাকার একাংশে রবিবার দিনভর ভোডাফোনের মোবাইল পরিষেবা ব্যাহত হয় বলে অভিযোগ গ্রাহকদের। প্রথম দিকে গ্রাহকেরা ফোন করতে পারছিলেন না, ফোন আসছিলও না। বন্ধ হয়ে যায় এসএমএস পরিষেবাও। বেলা বাড়লে অবশ্য প্রথমে এসএমএস পরিষেবা চালু হয়। পরে অন্য সংস্থার সংযোগ ব্যবস্থায় ফোন করা সম্ভব হলেও ভোডাফোনের ক্ষেত্রে সমস্যা পুরোপুরি কাটেনি। পরিষেবা ব্যাহত হওয়ার অভিযোগ মেনেছে সংস্থাও। তবে তাদের দাবি, পরিষেবার প্রযুক্তিগত উন্নয়নের কাজকর্মের জন্য সকালে শহরের কিছু এলাকায় পরিষেবা ব্যাহত হলেও দুপুর থেকেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
|
এ বার নেপালে ঢুকে পড়ল টাটা মোটরসের ন্যানো। সে দেশের অর্থমূল্যে গাড়িটির দাম ৭.৯৮ লক্ষ নেপালি টাকা (ভারতে ৫.০১ লক্ষ টাকা)। বুকিং শুরু হয়েছে রবিবার থেকেই। বিক্রির দায়িত্বে থাকছে সিপ্রাডি ট্রেডিং, যাদের ১৪টি শোরুমে মিলবে গাড়িটি। ইতিমধ্যে টাটা-সিপ্রাডি যৌথ উদ্যোগে শুরু হয়েছে ‘ন্যানো যাত্রা নেপাল’ নামে দেশব্যাপী প্রদর্শন কর্মসূচি। যেখানে দু’টি ন্যানো ৪০ হাজার কিমি পাড়ি দিয়ে পা রাখবে সে দেশের বিভিন্ন শহরে। |