টুকরো খবর

বিদ্যুৎ বিচ্ছিন্ন, বিক্ষোভ
ঝড়-বৃষ্টির জেরে বিদ্যুৎ মাড়গ্রামের বিষ্ণুপুর অঞ্চলের ১২টি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। এর প্রতিবাদে রবিবার দুপুরে রামপুরহাটের সানঘাটাপাড়ায় বিদ্যুৎ দফতরে বিক্ষোভ দেখান বিভিন্ন গ্রামের বাসিন্দারা। তার আগে শনিবার রাতে রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির মাড়গ্রাম গ্রুপ সাপ্লাই অফিসের কর্মীদের রাত ১১টা পর্যন্ত বিষ্ণুপুর বাসস্ট্যান্ডে ঘেরাও করে রেখেছিলেন গ্রাহকেরা। তাঁদের ক্ষোভ, শুক্রবার সন্ধ্যা থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল। শনিবার দুপুরের দিকে ঘণ্টা দু’য়েক বিদ্যুৎ পরিষেবা চালু হলেও ফের বন্ধ হয়ে যায়। তাঁদের অভিযোগ, বিদ্যুৎ কর্মীদের অদূরদর্শিতা ও অক্ষম ঠিকাদারদের দিয়ে কাজ করানোয় সমস্যা হচ্ছে। সংশ্লিষ্ট দফতরের মাড়গ্রাম গ্রুপ সাপ্লাই অফিসের সহকারী বাস্তুকার শুভাশিস সরকার বলেন, “বিষ্ণুপুরে ফিডার লাইনে যান্ত্রিক ত্রুটির জন্য এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। শনিবার রাতে কর্মীরা মেরামতি করতে গেলে ক্ষুব্ধ গ্রাহকেরা তাঁদের প্রায় ২ ঘণ্টা আটকে রাখেন। গভীর রাতে তাঁদের ছেড়ে দেওয়া হয়। রবিবার কর্মীরাদের গ্রামে যাওয়ার খবর পেয়ে বাসিন্দারা অফিসে বিক্ষোভ দেখান।” তিনি জানান, লাইনের ঠিক কোন জায়গায় সমস্যা হয়েছে, কর্মীরা তা খুঁজে বেড়াচ্ছেন। খুব শীঘ্রই বিদ্যুৎ সরবরাহ চালু হয়ে যাবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

প্রতিবন্ধীদের সাহায্য
জেলার ১৬০ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার, স্টিক-সহ প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সাহায্য করা হল। রবিবার সাঁইথিয়াতে এই অনুষ্ঠানের আয়োজন করে সাঁইথিয়া মাড়োয়ারি সেবাসমিতি ও বোলপুরের ‘সেবক্স’। সাহায্য করে ন্যাশনাল ইন্সটিটিউট অফ অর্থোপেডিক হ্যান্ডিক্যাপড ও ডিস্ট্রিক্ট ডিসেব্লড রিহ্যাবিটেশন সেন্টার-এর জেলা শাখা। উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, স্থানীয় সিপিএম বিধায়ক ধীরেন বাগদি, রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, সাঁইথিয়ার পুরপ্রধান বীরেন্দ্রকুমার পারখ, তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

ফব ছেড়ে কংগ্রেসে
ফরওর্য়াড ব্লকের প্রায় ৬০ জন কর্মী যোগ দিলেন কংগ্রেসে। রবিবার মুরারই ২ ব্লকের কংগ্রেস পার্টি অফিসে ভাগাইল গ্রামের ওই ফব কর্মীরা কংগ্রেসে যোগ দেন। দলত্যাগে নেতৃত্ব দেন স্থানীয় মিত্রপুর পঞ্চায়েতের এক সময়ের ফব’র পঞ্চায়েত সদস্য আব্দুুর রহিম। তাঁর বক্তব্য, “দলীয় নেতৃত্বের প্রতি আস্থা হারিয়েই আমরা দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।” ফব’র স্থানীয় নেতা আব্দুল হান্নান বলেন, “রহিম অনেক আগেই কংগ্রেসে চলেগিয়েছিল। দলের সক্রিয় কর্মী ছিল না।” মুরারই ২ ব্লক কংগ্রেস সভাপতি আফতাবউদ্দিন মল্লিক বলেন, “এলাকায় ফব কর্মীরা পায়ের তলায় ক্রমশ মাটি হারাচ্ছে। আমাদের নেতৃত্বে ভরসা পাচ্ছেন।”

আলোচনাসভা
মল্লারপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা এবং মল্লারপুর ১ পঞ্চায়েতের যৌথ উদ্যোগে ‘রবীন্দ্র ভাবনায় পল্লিউন্নয়ন ও আজকের পঞ্চায়েত’ শীর্ষক একটি আলোচনাসভা হয়েছে মল্লারপুরে। সভায় পঞ্চায়েত মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, “যেখানে কোনও প্রকল্প গড়ে উঠবে, সেখানে না গিয়ে প্রকল্পের রূপায়ন বা রূপরেখা করা যাবে না।” মন্ত্রী ছাড়া জেলাশাসক সৌমিত্র মোহন, মল্লারপুর টুরকু হাঁসদা লেপসা হেমব্রম কলেজের অধ্যক্ষ অমিত চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দু’জনের
তড়িতাহত হয়ে মৃত্যু হল দুই যুবকের। মৃতেরা হলেন, নলহাটি থানার রণহা গ্রামের বাসিন্দা মাজারুল মল্লিক (৩৪) ও রাজনগরের মুরাডগঞ্জ গ্রামের বাসিন্দা বুদ্ধদেব মণ্ডল (৩২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে ঝড়ে পড়ে থাকা ছেঁড়া তারে মাজারুল মল্লিক বিদ্যুৎপৃষ্ট হন। ওই দিনই বুদ্ধদেব মণ্ডল বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হন। জখম অবস্থায় তাঁকে রাজনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। পরে সেখানেই তিনি মারা যান।

নদীতে নিখোঁজ
নৌকা থেকে পড়ে গিয়ে নদীতে তলিয়ে গেলেন এক যুবক। শনিবার বিকেলে ঘটনাটি ঘটে মাড়গ্রাম থানার গোপালপুর গ্রাম সংলগ্ন ব্রাহ্মণী নদীতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রশান্ত মণ্ডল (৩৮) নামের ওই যুবক মাড়গ্রামের জয়চন্দ্রপুরের বাসিন্দা। ওই দিন তিনি কুন্দপাড়ায় দিদির বাড়িতে যাচ্ছিলেন। রবিবার দুপুর পর্যন্ত ওই যুবকের কোনও সন্ধান পাওয়া যায়নি।

দুর্ঘটনায় মৃত্যু
দু’টি গাড়ির মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। আহত হলেন দু’জন। পুলিশ জানায়, মৃতের নাম উৎপল বাগদি (৩৬)। বাড়ি বর্ধমানের গলসি থানার গলিগ্রামে। রবিবার ভোরে দুর্ঘটনাটি ঘটে পানাগড়-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে বীরভূমের মাড়গ্রাম থানার প্রতাপপুরের কাছে। জখম দু’জন রামপুরহাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

সদ্যোজাতের মৃত্যু
মৃত্যু হল রাস্তায় পড়ে থাকা এক সদ্যোজাতের। শনিবার সন্ধ্যায় রামপুরহাট থানার দখলথাটি এলাকা থেকে রাস্তায় পড়ে থাকা ওই সদ্যোজাতকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

বোমায় জখম
বোমা ফেটে জখম হলেন দু’জন। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে রামপুরহাট থানার কুমাড্ডা গ্রামে। দু’জনেই রামপুরহাটে চিকিৎসাধীন।

মারামারিতে মৃত্যু
মারামারিতে মৃত্যু হল এক ব্যক্তির। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে রামপুরহাট পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে। মৃতের নাম শওকত শেখ (৪৬)। বাড়ি রামপুরহাট থানার সুন্দিপুর গ্রামে। এলাকায় পুলিশ বাহিনী গিয়েছে। তদন্ত শুরু হয়েছে।
Previous Story Purulia Next Item



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.