“হবু” জঙ্গিদের প্রশিক্ষণের জন্য বেশ ভাল আয়োজনই করে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা। ধর্মীয় শিক্ষা থেকে সামরিক ও গোয়েন্দা প্রশিক্ষণ, ধাপে ধাপে সব কিছুরই ব্যবস্থা রয়েছে। সহযোগী তাহাউর হুসেন রানার বিচারের সময়ে শিকাগোর আদালতে এ কথা জানিয়েছে লস্কর জঙ্গি ডেভিড কোলম্যান হেডলি।
হেডলি জানিয়েছে, কাশ্মীরে জেহাদে যোগ দিতে লস্কর শিবিরে যোগ দিয়েছিল। ২০০২ সালে তাকে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। ২০০৩ সালে সামরিক প্রশিক্ষণের একটি “কোসর্র্র্” করেছিল সে। তার পরে গোয়েন্দাদের কাজে হাতেখড়ি হয় তার। নেতৃত্বদান ও সন্ত্রাস দমন সংস্থাগুলির কাজকর্ম সম্পর্কেও জানার সুযোগ পেয়েছিল সে। হেডলি জঙ্গিদের পাশাপাশি মার্কিন গোয়েন্দাদের চর হিসেবে কাজ করেছে বলে আগেই সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। আদালতে ওই লস্কর জঙ্গি স্পষ্টই জানিয়েছে, সে মার্কিন মাদক পাচার রোধকারী সংস্থা ডিইএ’র চর ছিল। তবে ডিইএ তাকে নির্দিষ্ট সময়ের জন্য কাজে লাগাত। লস্করে যোগ দেওয়ার সময়ে সে কোনও নির্দিষ্ট মামলায় ডিইএ’র হয়ে কাজ করছিল না। তবে মার্কিন গোয়েন্দাদের কাজে লাগতে পারে এমন কোনও তথ্য তাঁদের জানানোর দায় তার ছিল। কিন্তু, লস্করের বৈঠকে যোগ দেওয়ার কথা সে ডিইএ’কে জানায়নি। হেডলির জঙ্গি যোগের অভিযোগ পেয়ে তাকে জেরা করে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। হেডলি এফবিআইকে জানায়, মসজিদ ও অন্যান্য এলাকায় সে মার্কিন চর হিসেবে কাজ করছে।
|
চট্টগ্রাম বন্দর থেকে ১০ ট্রাক অস্ত্র পাচার মামলায় আসামি করা হল তৎকালীন শিল্পমন্ত্রী তথা জামাতে ইসলামির প্রধান মতিউর রহমান নিজামি ও তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে। ২০০৪ সালে চট্টগ্রামে ১০ ট্রাক অত্যাধুনিক অস্ত্রশস্ত্র আটক হয়েছিল। অভিযোগ তৎকালীন বিএনপি-জোট সরকারের প্রত্যক্ষ মদতে ওই বিপুল পরিমাণ অস্ত্র
আলফাকে পাচার করা হচ্ছিল। কিন্তু বিএনপি সরকারের সদিচ্ছার অভাবে ওই সংক্রান্ত তদন্ত বেশি দুর এগোয়নি। পরে তত্বাবধায়ক সরকার ২০০৮ সালে অস্ত্র পাচার মামলায় নতুন করে তদন্তের নির্দেশ দেয়। সেই পুনর্তদন্তের শেষে আজ সিআইডি অতিরিক্ত চার্জশিট পেশ করেছে। তাতেই দুই প্রাক্তন হেভিওয়েট মন্ত্রী-সহ ১১ জনের নাম রয়েছে। রয়েছেন বাংলাদেশের গুপ্তচর সংস্থা এনএসআইয়ের দুই প্রাক্তন প্রধানও।
আজ চট্টগ্রাম আদালতে চার্জশিট পেশ করার পর মুখ্য তদন্তকারী অফিসার মনিরুজ্জামান চৌধুরী জানান, ফলে অস্ত্র আইনে অভিযুক্তের সংখ্যা দাড়াল ৫০। চার্জশিটে বলা হয়েছে চিনের নরিনকো সংস্থার তৈরি ওই বিপুল অস্ত্রের দাম বেশ কয়েক কোটি ডলার।
|
তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজকুমার উইলিয়াম আর ক্যাথরিন মিডলটনের বিয়ের সময় থেকেই। কিন্তু সে সব জল্পনায় জল ঢেলে রাজকুমার হ্যারি জানিয়ে দিলেন, ক্যাথরিন মিডলটনের বোন পিপার সঙ্গে তাঁর তেমন কোনও সম্পর্ক গড়ে ওঠেনি। তাঁদের খুব ভাল বন্ধুত্ব রয়েছে, তার বেশি কিছু এর মধ্যে খোঁজার চেষ্টা না করাই ভাল। প্রিন্স হ্যারি অবশ্য এটা মেনে নিচ্ছেন, এই মুহূর্তে তাঁর কোনও ‘বান্ধবী’ নেই। সম্প্রতি চেলসি ডেভির সঙ্গে বিচ্ছেদের পরে এখনই আর কোনও সম্পর্ক তৈরি করার ইচ্ছে নেই তাঁর। নিজের কাজ নিয়েই ব্যস্ত। অগস্টে দক্ষিণ আফ্রিকায় ছুটি কাটাতে যাবেন হ্যারি। তাতেই এখন বেশি উৎসাহী তিনি।
|
নির্বাচনে কালো টাকার ব্যবহার রুখতে রাষ্ট্রের খরচে নির্বাচন চালানোর প্রস্তাব বিকল্প হিসেবে উঠে আসছে অনেক দিন ধরেই। বিশেষ করে ভারতের মতো দেশগুলিতে, যেখানে কালো টাকার প্রভাব ও ব্যবহার অত্যন্ত বেশি। কিন্তু এই ব্যাপারে নির্বাচন কমিশন যে খুব একটা উৎসাহী নয়, তা স্পষ্ট করে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি। ইউরোপের ‘ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন’-এর সঙ্গে এক আলাপচারিতায় আজ লন্ডনে এ কথা জানালেন তিনি। তাঁর মতে, রাষ্ট্রীয় খরচে নির্বাচন হলেও কালো টাকার ব্যবহার আটকানো যাবে না। বরঞ্চ সরকারের খরচ বেড়ে যাবে অনেকটাই। বর্তমান ব্যবস্থার মধ্যেই কী করে কালো টাকার ব্যবহার রোখা যায়, তা নিয়ে ভাবা বেশি জরুরি বলে জানান তিনি। আজকের এই আলাপচারিতায় উপস্থিত ছিলেন লন্ডনে ভারতের ডেপুটি হাইকমিশনার এবং ইংল্যান্ডের ইলেক্টোরাল কমিশনের চিফ এগজিকিউটিভ অফিসার।
|
চিনে এখন শিশুদের ইংরেজি শেখার ধুম পড়েছে। আর তা খোদ আমেরিকায় গিয়ে। সেখানকার হাজার হাজার বাবা-মা তাঁদের সন্তানদের ইংরেজিতে পটু করে তোলার জন্য আমেরিকায় সামার ক্যাম্পে পাঠাচ্ছেন। যার খরচও নেহাত কম নয়। মাথাপিছু প্রায় ৫ হাজার ডলার। বাবা-মার ইচ্ছে তাঁদের সন্তানরা সেখানে গিয়ে কিছু দিন মার্কিন শিশুদের সঙ্গে মিশে ইংরেজি শেখার সুযোগ পাবে। |