টুকরো খবর |
|
নদীর খাত সরায় আতঙ্কিত নয়াবস্তি
নিজস্ব সংবাদদাতা • বাগডোগরা |
বালাসন নদী খাত গ্রামের দিকে সরে আসায় আতঙ্ক ছড়িয়েছে লোয়ার বাগডোগরার নয়াবস্তি এলাকায়। এ বার বর্ষা নামার পরেই বালাসন নদীর একটি খাত নয়াবস্তির পাশ দিয়ে বইছে। বেঙডুবি সামরিক ছাউনির ঠিক পিছনেই ওইএলাকায় ১৯৬২ সাল নদী বাঁধ তৈরি করা হয়। গ্রামের বাসিন্দাদের আশঙ্কা, এখনই বাঁধ মেরামত করা না-হলে নদীর স্রোত গ্রামের দিকে ঢুকে পড়বে। বুধবার লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিভা বিশ্বকর্মা, ইঞ্জিনিয়র অরূপ চৌধুরী-সহ একটি প্রতিনিধি দল ওই এলাকায় যান। প্রতিনিধি দলে কংগ্রেসের বাগডোগরার অঞ্চল কংগ্রেসের সভাপতি অমিতাভ সরকার, সুনীল ভৌমিক-সহ অন্যান্যরা ছিলেন। উপপ্রধান বলেন, “এলাকাটি গোর্খা পার্বত্য পরিষদের বলে গ্রামের বাসিন্দারা জানিয়েছেন। কিন্তু নদীখাত ঘুরে গেলে লোয়ার বাগডোগরা এলাকা ক্ষতিগ্রস্ত হবে। বিষয়টি জেলা প্রশাসনিক কর্তাদের জানিয়ে ব্যবস্থা নিতে বলা হবে।” অঞ্চল কংগ্রেস সভাপতি বলেন, “এলাকার বিধায়কের মাধ্যমে বিষয়টি সেচ দফতরকে জানিয়ে ব্যবস্থা নিতে বলা হবে।” এলাকার বাসিন্দা স্কুল শিক্ষক সত্য সিংহ বলেন, “বছর দুয়েক আগে নদী খাত ঘুরে যায়। এ বার বর্ষায় বিপজ্জনক চেহারা নিয়েছে।”
|
ক্ষুব্ধ মন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
তিস্তা সেচ প্রকল্পের কোটি কোটি টাকার যন্ত্র কেন গুদামে পড়ে রয়েছে তা খতিয়ে দেখার জন্য সেচ আধিকারিকদের নির্দেশ দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। বুধবার তিনি তিনবাতি এলাকায় তিস্তা সেচ ভবনে যান। সেখানে তিস্তা সেচ প্রকল্পের মেকানিক্যাল বিভাগের গুদামে প্রচুর যন্ত্রপাতি অবহেলায় নষ্ট হচ্ছে দেখে ক্ষোভ প্রকাশ করেন। তিস্তা সেচ প্রকল্প সূত্রে জানা গিয়েছে, প্রায় এক দশক আগে মাটি টাকার যন্ত্র থেকে শুরু করে ক্রেন-সহ দশ কোটি টাকার যন্ত্রপাতি কেনে সেচ দফতর। বেশির ভাগ আজ পর্যন্ত ব্যবহার করা হয়নি। সেচ দফতরের এক আধিকারিক বলেন, “যন্ত্রগুলি কেনার সময়েই আমরা আপত্তি জানিয়েছিলাম। ওই আপত্তি গ্রাহ্য করা হয়নি। যেভাবে সরকারি টাকার অপচয় হয়েছে সেটা অবশ্যই খতিয়ে দেখা দরকার।” উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “সেচ আধিকারিকদের বিষয়টি দেখতে বলেছি। সেচ মন্ত্রী শিলিগুড়িতে তিন দিনের সফরে আসবেন। তাঁকেও বিষয়টি জানানো হয়েছে।” এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী আবাসন দফতরের দখল হয়ে যাওয়া জমি পরিদর্শন করে জলপাইগুড়ির পুলিশ সুপারকে বিষয়টি দেখতে বলেন।
|
বাঁধের দাবি
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের মহানন্দী নদীর ধারে বাঁধ নির্মাণের দাবি তুলল স্থানীয় তৃণমূল কংগ্রেস ওয়ার্ড কমিটি। বুধবার কমিটির পক্ষ থেকে শিলিগুড়ি সেচ দফতরের নির্বাহী বাস্তুকারকে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। তৃণমূলের জেলা কমিটির সদস্য কল্যাণ রাহা জানান, পাঁচ নম্বর ওয়ার্ডের জ্যোতিনগর, মহারাজ কলোনি, গঙ্গানগর, নতুন পাড়া এলাকা মহানন্দা নদীর পাশেই রয়েছে। প্রতি বছর বর্ষায় নদীর জলে এলাকায় প্লাবিত হয়। এবারও সেই আতঙ্কে বাসিন্দারা দিন কাটাচ্ছেন। এরজন্য নদী বাঁধের প্রয়োজন। সেচ দফতরের আধিকারিকেরা ৭ দিনের মধ্যে এলাকাটি ঘুরে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
|
স্মারকলিপি পেশ
নিজস্ব সংবাদদাতা • আলিপুর দুয়ার |
নদী ভাঙন রুখতে সেচ দফতরে স্মারকলিপি দিল কংগ্রেস। বুধবার আলিপুরদুয়ারের সেচ দফতরের কার্যনির্বাহী বাস্তুকার আশিস সাউকে স্মারকলিপি দিয়ে নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সেচ দফতরের কার্যনির্বাহী বাস্তুকার জানান, সেচ দফতর ভাঙন রোধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে। আলিপুরদুয়ার মহকুমা কংগ্রেস কমিটির সম্পাদক কাঁকন দত্ত জানান, চেঁচাখাতা-সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা নদী ভাঙন সমস্যায় পড়েছেন।
|
পুড়িয়ে মারার নালিশ
নিজস্ব সংবাদদাতা • ফাঁসিদেওয়া |
পণের দাবিতে বধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে স্বামী, শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। ফাঁসিদেওয়ার লিউসিপাখুরির ডাঙাপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। বধূর স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতার নাম অণিমা ওরাওঁ (২৬)।, বছর ছয়েক আগে নিউ জলপাইগুড়ি ফাঁড়ির জটিয়াকালী এলাকার বাসিন্দা অণিমাদেবীর সঙ্গে লিউসিপাখুরির ডাঙাপাড়ার বাসিন্দা রোশন মিনজের বিয়ে হয়। পণের দাবিতে স্বামী সহ-শ্বশুর-শাশুড়ি মানসিক ও শারীরিক নির্যাতন করতেন বলে অভিযোগ মৃতার বাড়ির লোকেদের। ১৯ জুন অণিমার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুন মারা যান তিনি।
|
বেতন কাটা গেল
নিজস্ব সংবাদদাতা • ফাঁসিদেওয়া |
আগাম কারণ না জানিয়ে দিনের পর দিন গরহাজির থাকার অভিযোগে এক প্রাথমিক স্কুলের প্রধানশিক্ষকের বেতন কাটা হল। প্রাথমিক স্কুল দফতর সূত্রে জানা গিয়েছে, চটহাটে বোকরাগছ প্রাথমিক স্কুলে অভিযুক্ত ওই শিক্ষকের নাম নিত্যগোপাল হালদার। তিনি ১ জুন থেকে ২১ জুন টানা গরহাজির ছিলেন অভিযোগ। এই প্রসঙ্গে অভিযুক্ত ওই প্রধান শিক্ষক দাবি করেছেন, স্কুলের নানা বিষয়ে নিয়ে এলাকার কিছু লোক তাঁকে খুনের হুমকি দেওয়াতে তিনি ওই ক’দিন স্কুল যাননি।
|
১৫ দিনে হাজার শ্রমিক তৃণমূলে
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
সদর ব্লকের বিভিন্ন চা বাগানে বামপন্থী শ্রমিক সংগঠন ছেড়ে শ্রমিকরা তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠনে যোগ দিচ্ছেন। বুধবার এক প্রেস বিবৃতিতে ওই দাবি করে তৃণমূল প্রভাবিত তরাই ডুয়ার্স প্ল্যান্টেশন ওয়ার্কাস ইউনিয়ন। তাঁদের দাবি, গত ১৫ দিনে প্রায় হাজার শ্রমিক তৃণমূলে যোগ দিয়েছে। তৃণমুলের চা শ্রমিক সংগঠনের সদর ব্লকের সম্পাদক হারাধন দাস বলেন, “রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর থেকেই শ্রমিকরা তৃণমূলে যোগ দিতে শুরু করেছে। চলতি সপ্তাহেই সদর ব্লকের নতুন পাঁচটি চা বাগানে তৃণমূলের সংগঠন তৈরি করা হয়েছে।”
|
বৃষ্টিতে পন্ড খেলা
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
বৃষ্টিতে পণ্ড হল জেলা ক্রীড়া সংস্থার ফুটবল লিগের বুধবারের ম্যাচ। এ দিন জেওয়াইএমএ এবং এফইউসি’র খেলা ছিল। বৃষ্টির জন্য খেলা বাতিল করতে হয়। শুক্রবার টাউন ক্লাব মুখোমুখি হবে মিলন সঙ্ঘের। খেলা অমীমাংসিত। শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ পরিচালিত সুপার ডিভিশন ফুটবল লিগে বুধবার উল্কা এবং সাইয়ের খেলাটি ১-১ গোলে ড্র হয়েছে। উল্কার হয়ে গোল করেন সুরজিৎ দাস এবং সাইয়ের হয়ে প্রকাশ রায়। অন্য দিকে, প্রথম ডিভিশন ফুটবল লিগের খেলায় এ দিন বাঘা যতীন ক্লাব ১-০ গোলে হারিয়ে দিয়েছে রবীন্দ্র সঙ্ঘকে।
|
স্মারকলিপি পেশ
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
মাসের প্রথম দিন ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে বেতন প্রদান-সহ ৮ দফা দাবিতে সর্বশিক্ষা মিশনের প্রকল্প আধিকারিককে স্মারকলিপি দিল পার্শ্বশিক্ষকদের পাঁচটি সংগঠন। বুধবার জেলা প্রকল্প আধিকারিকের কাছে স্মারকলিপি দিয়ে সহায়ক শিক্ষক শিক্ষিকা, পার্শ্বশিক্ষক, শিক্ষাবন্ধু সকলের ভবিষ্যনিধি এবং স্বাস্থ্যবিমা চালুর দাবিও জানানো হয়।
|
ট্রেন থেকে পড়ে মৃত
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা |
দিল্লি থেকে শ্রমিকের কাজ করে বাড়ি ফেরার সময় ট্রেন থেকে পড়ে মৃত্যু হল যুবকের। বুধবার ৯টা নাগাদ গুয়াহাটিগামী আপ ব্রহ্মপুত্র মেলে ফেরার সময় ফালাকাটা ষ্টেশনের কাছে ট্রেন থেকে পড়ে যান ওই যুবক। পুলিশ জানায়, শামুকতলার বাসিন্দা ওই যুবকের নাম ইলানুস খাড়িয়া (২৫)। ট্রেন থেকে পড়ে যাওয়ার পরে দুটি পা ট্রেনের চাকার নিচে চলে যায়। ট্রেন থেকে পড়ে যাওয়ার পরেও দীর্ঘক্ষণ জীবিত ছিলেন ওই যুবক। খবর পেয়ে রেল পুলিশের কর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওই যুবকের মৃত্যু হয়। ওই যুবককে কেউ ট্রেন থেকে ফেলে দিয়েছে কি না দেখছে পুলিশ।
|
স্মারকলিপি পেশ
নিজস্ব সংবাদদাতা • আলিপুর দুয়ার |
নদী ভাঙন রুখতে সেচ দফতরে স্মারকলিপি দিল কংগ্রেস। বুধবার আলিপুরদুয়ারের সেচ দফতরের কার্যনির্বাহী বাস্তুকার আশিস সাউকে স্মারকলিপি দিয়ে নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সেচ দফতরের কার্যনির্বাহী বাস্তুকার জানান, সেচ দফতর ভাঙন রোধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে। আলিপুরদুয়ার মহকুমা কংগ্রেস কমিটির সম্পাদক কাঁকন দত্ত জানান, চেঁচাখাতা-সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা নদী ভাঙন সমস্যায় পড়েছেন। সেচ দফতরকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
|
স্মারকলিপি |
বিভিন্ন দাবিদাওয়া নিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনের এরিয়া ম্যানেজারকে বুধবার স্মারকলিপি দিল জাতীয়তাবাদী রেলওয়ে ভেন্ডার হেপ্লার্স ইউনিয়ন। |
|