পশ্চিমবঙ্গের ছ’টি রাজ্যসভা আসনে নির্বাচন হবে আগামী ২২ জুলাই। নির্বাচন কমিশন এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে। ওই ছ’টি আসনের মধ্যে একটি আসন ইতিমধ্যেই শূন্য। কারণ ওই আসনের নির্বাচিত সদস্য অর্জুন সেনগুপ্ত প্রয়াত হয়েছেন। বাকি পাঁচ জনের সদস্যপদের মেয়াদ শেষ হবে ১৮ অগস্ট। তাঁরা হলেনসিপিএমের মহম্মদ আমিন, বৃন্দা কারাট, সীতারাম ইয়েচুরি, আরএসপি-র অবনী রায় এবং তৃণমূলের স্বপনসাধন বসু। প্রসঙ্গত, রাজ্যসভার নির্বাচন হয় দু’ বছর পর পর। এ বার পশ্চিমবঙ্গের রাজ্যসভা নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়া শুরু হবে ৫ জুলাই। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১২ জুলাই। ভোট হবে ২২ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত। গণনা হবে ওই দিনই বিকেল ৫টা থেকে।
|
মধ্যশিক্ষা পর্ষদের গ্রন্থাগারিক, আইন সহায়ক ইত্যাদি পদে নিয়োগের পরীক্ষা পিছিয়ে গেল। পরীক্ষার পরিবর্তিত দিন পরে ঘোষণা করা হবে বলে পর্ষদ-কর্তৃপক্ষ জানিয়েছেন। ওই পদগুলি ছাড়াও চালক, রক্ষী ইত্যাদি পদে নিয়োগ পরীক্ষার বিজ্ঞাপন দেওয়া হয়েছিল গত বছর। এ বছর জুন ও জুলাইয়ের বিভিন্ন দিনে পরীক্ষা হওয়ার কথা ছিল। সেই অনুসারে অ্যাডমিট কার্ডও পৌঁছে যায় প্রার্থীদের কাছে। পর্ষদের সভাপতি অঞ্জন সেনগুপ্ত বলেন, “প্রার্থীদের কাছে যে-সব অ্যাডমিট কার্ড পৌঁছেছে, সেগুলি তাঁদের রেখে দিতে হবে। ভবিষ্যতে পরীক্ষার সময় ওই সব অ্যাডমিট কার্ডই আনতে হবে।”
|
বিভিন্ন স্কুলের পরিচালন সমিতির মেয়াদ ৩১ অক্টোবর পর্যন্ত বাড়াল মধ্যশিক্ষা পর্ষদ। ওই সব সমিতির মেয়াদ ৩১ জুলাই শেষ হওয়ার কথা। এ বছর ১৫ এপ্রিলের পরে বিভিন্ন স্কুলে পরিচালন সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু বিধানসভা নির্বাচন এবং তার পরে স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হয়ে যাওয়ায় সেই নির্বাচন হয়নি। তাই সমিতিগুলির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন পর্ষদ-কর্তৃপক্ষ। |