টুকরো খবর

আলির গল্প আজ তাতাচ্ছে জেজেদের
মহম্মদ আলি কী ভাবে পিছিয়ে থেকে ফেভারিট জর্জ ফোরম্যানকে হারিয়েছেন, সেই গল্পটাই এখন জেজে লালপেকলুয়াদের বলছেন ভারতের অলিম্পিক কোচ ডেসমন্ড বুলপিন। পুণেতে কাতারের সঙ্গে হোম ম্যাচের আগে। ১৮ জনের দল থেকে বাদ পড়েছেন স্নেহাশিস চক্রবর্তী ও জাকির। এসেছেন জগতার সিংহ ও মিলন সিংহ। দোহায় ১-৩ হেরে আসায় পরের পর্বে যেতে জেজেদের এখন দরকার ২-০ জয়। সেটা কি সম্ভব? জেজে এ বার এক নামী খেলার পত্রিকায় এশিয়ার সেরা দশ ফুটবল প্রতিভার মধ্যে জায়গা করে নিয়েছেন। প্রি অলিম্পিক ম্যাচের আগের দিন তিনি বলেন, “ফুটবলারদের সব সময় পিছনের ব্যাপারগুলো ভুলে যেতে হয়। সামনে তাকাতে হয়। আমরাও সেটাই করছি।” কাতার দল পুণেতে পৌঁছেছে ভোর চারটে নাগাদ। তার আগে দোহায় তাদের ৮ ঘণ্টা অপেক্ষা করতে হয় ছাড়পত্র নিয়ে সমস্যা হওয়ায়। ক্লান্তি দলের প্রধান সমস্যা। অন্য সমস্যা হতে পারে বৃষ্টি। বুলপিন বলেন, “বৃষ্টি হলে সামান্য হলেও আমাদের সুবিধা হবে। ওদের প্রতি আক্রমণ নিয়ে সতর্ক থাকতে হবে।” অধিনায়ক রাজু গায়কোয়াড় মন্তব্য করেন, “জেতার জন্য খেলতে হবে।” বুলপিন প্র্যাক্টিসে রাজুর লম্বা থ্রো ইনের উপর জোর দিলেন। বৃহস্পতিবারের ম্যাচে তিনি ওই সেট পিসের উপর জোর দিতে চান।

মেসিদের ম্যাচে আলো নিয়ে উদ্বেগ
মেসিদের ম্যাচের জন্য যুবভারতী কতটা প্রস্তুত, দেখতে বৃহস্পতিবার স্টেডিয়াম যাচ্ছেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। এআইএফএফ ও আইএফ এ কর্তাদের সঙ্গে। ক্রীড়ামন্ত্রী এ দিন আলোচনায় বসেন মারাদোনার ম্যাচের আয়োজকদের সঙ্গে। যুবভারতীর আলো সব সময় বিপদে ফেলেছে। তা নিয়ে কী করা যায়, আলোচনা হল। মন্ত্রী বলেন, পুরো ম্যাচ জেনারেটরে হতে পারে। বিভিন্ন স্টেডিয়ামের জেনারেটর নিয়ে আলোচনা হল। স্টেডিয়ামের স্কোরবোর্ড বহুদিন বন্ধ। সংগঠকদের বলা হয়েছে, নতুন স্কোরবোর্ড করতে। আলোচনা হয়েছে, বাংলার তরুণ ফুটবলারদের মেসিদের অনুশীলন দেখার জন্য ব্যবস্থা করা যায় কি না। ফুটবলারদের ম্যাচ দেখার বিশেষ ব্যবস্থা করা হতে পারে।

রঞ্জিতে বাংলার গ্রুপে দিল্লি, তামিলনাড়ু
ভারতীয় বোর্ডের কর্পোরেট টুর্নামেন্ট দিয়ে ১ সেপ্টেম্বর শুরু হচ্ছে ভারতের ঘরোয়া ক্রিকেট মরসুম। রঞ্জি ট্রফির লিগ পর্ব চলবে ৩ নভেম্বর থেকে ২৪ ডিসেম্বর। এলিট গ্রুপের নক আউট ম্যাচ হবে ২ থেকে ২৩ জানুয়ারি ২০১২। আসন্ন মরসুমে রঞ্জিতে গ্রুপ ‘বি’-তে পড়েছে বাংলা। তাদের গ্রুপে রয়েছে বরোদা, তামিলনাড়ু, হরিয়ানা, দিল্লি, গুজরাত এবং মধ্যপ্রদেশ। গ্রুপ ‘এ’-তে গত বারের চ্যাম্পিয়ন রাজস্থান, কর্নাটক, মুম্বই, রেলওয়েজ, উত্তরপ্রদেশ, পঞ্জাব, সৌরাষ্ট্র এবং ওড়িশা।

ভারত-শ্রীলঙ্কা বৈঠক বাতিল
ভারতীয় ক্রিকেটাররা শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে পারবেন কি না, তা নিয়ে শ্রীলঙ্কা বোর্ড কর্তাদের সঙ্গে ভারতীয় বোর্ডের বৈঠক বাতিল হয়ে গেল। জরুরি কাজ থাকায় বুধবারের বৈঠকের জন্য ভারত আসতে পারেননি শ্রীলঙ্কা বোর্ড কর্তারা।

শেষ আটে কৃষ্ণদেবপুর
সুব্রত কাপ ফুটবলের অনূর্ধ্ব ১৭ বিভাগের রাজ্য স্তরের প্রতিযোগিতা শুরু হচ্ছে আজ, বৃহস্পতিবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গণে। যোগ দিচ্ছে রাজ্যের ৮টি দল। এর আগে বেশ কয়েকটি জেলাকে বিভিন্ন জোনে ভাগ করে জেলা পর্যায়ের খেলা হয়। এর মধ্যে একটি জোনে ছিল বর্ধমান, বীরভূম ও হুগলি। সোমবার নদিয়ার কৃষ্ণনগরে অনুষ্ঠিত ফাইনালে কালনার কৃষ্ণদেবপুর উচ্চ বিদ্যালয় সাডেন ডেথে এক গোলে হারায় হুগলির জনাই উচ্চ বিদ্যালয়কে।

জাকার্তায় দ্বিতীয় রাউন্ডে সাইনা
বুলগেরিয়ার লিন্ডা জেচেরি-কে হারিয়ে ইন্দোনেশীয় ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন গত বারের চ্যাম্পিয়ন সাইনা নেহওয়াল। অবাছাই জেচেরিকে ২১-১২, ২১-১০ হারাতে চতুর্থ বাছাই সাইনার লাগল ২৯ মিনিট। দ্বিতীয় রাউন্ডে তাঁর সামনে পড়ছেন বুলগেরিয়ার আর এক অবাছাই পেটিয়া নেদেলচেভা।

বর্ধমানের হার
কলকাতা জুনিয়র বাস্কেটবল লিগে তৃতীয় ম্যাচে কলকাতা ছাত্র সমিতির কাছে ৪৪-৫৩ পয়েন্টে হারল বর্ধমান জেলা দল। এর আগে তারা হাওড়াকে ৬৫-৩৭ ও রাখি সঙ্ঘকে ৪৪-২২ পয়েন্টে হারায়।

অরিন্দমদের ছেড়ে দেওয়া হল
চোটের জন্য জাতীয় দলের জনা সাতেক ফুটবলারকে শিবির থেকে ছেড়ে দিলেন কোচ আর্মান্দো কোলাসো। এঁদের মধ্যে রয়েছেন অরিন্দম ভট্টাচার্য, অ্যান্টনি পেরিরা, গুরবিন্দর সিংহ, থৈ সিংহরা।
Previous Story Khela First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.