এক দিনের ধর্মঘটে সামিল হচ্ছেন ব্যাঙ্ক কর্মচারীরা। ৭ জুলাই এই ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন্স। বুধবার মেদিনীপুর শহরে এক সাংবাদিক বৈঠকে এ কথা জানান নেতৃবৃন্দ। ব্যাঙ্ক কর্মচারীদের দাবি, এক দিনের ধর্মঘটের মাধ্যমে তাঁরা কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ-বিরোধী বেসরকারিকরণ নীতির বিরোধিতা করছেন। |
অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেফতার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, যে সমস্ত পুলিশ অফিসারদের মদতে এক সময়ে জেলায় অবাধে খুন, ধর্ষণ, লুঠপাট হয়েছে, তাঁদের চিহ্ণিত করে ব্যবস্থা নেওয়া-সহ একগুচ্ছ দাবি তুলল মেদিনীপুর সুরক্ষা সমিতি। এই সব দাবিকে সামনে রেখে মঙ্গলবার এক কনভেনশও হয়েছে মেদিনীপুর শহরে। কনভেনশন থেকে বন্যা নিয়ন্ত্রণে সুবর্ণরেখা, শীলাবতী, কাঁসাই, কেলেঘাই নদীর ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি ওঠে। |
বিশ্ববিদ্যালয়ের কোর্ট-কাউন্সিল নির্বাচনের দিন ঘোষণার দাবিতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দিল ‘অধ্যাপক সংহতি মঞ্চ’। মঙ্গলবার উপাচার্যের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেন নেতৃবৃন্দ। সংগঠনের পক্ষে দেবাশিস আইচ বলেন, “এ বারের কোর্ট-কাউন্সিল নির্বাচনে সমস্ত সিপিএম বিরোধী অধ্যাপক-অধ্যাপিকা একত্রিত হয়ে লড়াই করবেন।” |
দাঁতন-১ নম্বর ব্লকে সভা করল স্টেট গভর্নমেন্ট তৃণমূল এমপ্লয়িজ ফেডারেশন। বুধবারের এই সভা থেকে সংগঠনের ব্লক কমিটিও তৈরি হয়েছে। সভাপতি হয়েছেন তণয় পাল। |
বুধবার চন্দ্রকোনা থানার কৃষ্ণপুরে একটি পুকুর থেকে তিনটি হাতকামান উদ্ধার করেছে পুলিশ। এ দিন সকালে এলাকার বাসিন্দারা পুকুরে মাছ ধরার জন্য জাল ফেললে প্রথমে একটি কামান উদ্ধার হয়। তার পরেই খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে ফের জাল ফেলে আরও দু’টি হাতকামান উদ্ধার করে থানায় নিয়ে যায়। |
রবিবার খড়্গপুর আইআইটি-র বিধানচন্দ্র রায় ছাত্রাবাসের কর্মীদের উদ্যোগে হয়ে গেল বসে আঁকো প্রতিযোগিতা। ৩০০ ছাত্রছাত্রী প্রতিযোগিতার চারটি বিভাগে অংশ নেয়। ১ জুলাই বিধানচন্দ্রের জন্ম তথা মৃত্যুদিনে সফলদের পুরস্কৃত করা হবে। |