টুকরো খবর
|
মহিলা বিল নিয়ে স্পিকারের বৈঠকে নেই সপা, বসপা
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
স্পিকারের ডাকা সর্বদল বৈঠকে মহিলা সংরক্ষণ বিল নিয়ে ঐকমত্যে পৌঁছতে পারল না রাজনৈতিক দলগুলি। বৈঠক থেকে সরে রইলেন সমাজবাদী পার্টি (সপা) ও বহুজন সমাজ পার্টির (বসপা) নেতৃত্ব। নিজ নিজ অবস্থানে এখনও অনড় শিবসেনা ও লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল।
সপা ও বসপার সঙ্গে আলোচনায় বসবেন মীরা কুমার। লোকসভায় বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজও মনে করেন, যে সব সাংসদ বিলের সঙ্গে একমত নন তাঁদের বক্তব্যও শুনতে হবে। তিনি জানান, বিজেপি এই বিলকে সমর্থন জানাবে। বিল নিয়ে যাঁরা আপত্তি জানিয়েছেন তাঁদের সঙ্গে আলোচনা করে এগোতে হবে বলে মনে করে তৃণমূলও। বৈঠকে দলের তরফে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,“আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই এই বিলকে সমর্থন জানিয়েছেন। সে অবস্থান বদলায়নি।”
|
কপ্টার-বিভ্রাটে স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • শ্রীনগর |
কাশ্মীরে সীমান্ত সফরে বেরিয়ে হেলিকপ্টার বদল করতে হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমকে। আজ পহেলগাম থেকে গুরেজের সীমান্ত অঞ্চলে রওনা হওয়ার মিনিট কুড়ির মধ্যেই আবার পহেলগামে ফিরে আসে তাঁর কপ্টার। কাশ্মীর পুলিশের আইজি এস এম সহায় জানান, “আকাশে ওড়ার কিছু ক্ষণের মধ্যেই পাইলট বুঝতে পারেন, দুই ইঞ্জিনের ওই এমআই-১৭ হেলিকপ্টারের একটি ইঞ্জিন ঠিকঠাক কাজ করছে না ও নামার সিদ্ধান্ত নেন।” একটি মাত্র ইঞ্জিনের ভরসায় আকাশযাত্রা নিরাপদ নয়। তার উপর ওই কপ্টারে সওয়ার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএসএফ ও সিআরপিএফের প্রধানের মতো তিন হাই-প্রোফাইল ভিভিআইপি। জায়গাটিও পাক সীমান্তের খুব কাছে। ফলে ওড়ার ঝুঁকি নিতে জাননি পাইলট। আধ ঘণ্টার মধ্যে বিএসএফের একটি হেলিকপ্টারে গুরেজ রওনা হন চিদম্বরম। তবে এই ঘটনাকে ‘জরুরি অবতরণ’ বলে মানতে চায়নি বিএসএফ। তাদের মতে, এটি নিছকই সতর্কতামূলক সিদ্ধান্ত।
|
মনমোহন-রাজা চিঠি প্রকাশ করবে কেন্দ্র
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
টু জি স্পেকট্রাম বন্টন নিয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও প্রাক্তন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী এ রাজার মধ্যে যে সব চিঠির আদানপ্রদান হয়েছে তা প্রকাশ করতে রাজি কেন্দ্র। তথ্যের অধিকার আইনে করা এক আবেদনে এই চিঠিগুলি প্রকাশ হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর। দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও রাজাকে কেন মন্ত্রিসভায় রাখা হয়েছে তা জানতে চেয়ে জবাব পাওয়া যায়নি বলে দাবি আবেদনকারীদের। প্রধানমন্ত্রীর দফতর জানায় আবেদন নিয়ে বিভ্রান্তি রয়েছে। চিঠিগুলি প্রকাশ করতে তাদের আপত্তি ছিল না। স্পেকট্রাম বন্টনে অনিয়ম থাকায় সরকারের কত আর্থিক ক্ষতি হয়েছে তা নিয়ে মতভেদ আছে। ক্ষতির পরিমাণ স্থির করতে ফের ট্রাইকে অনুরোধ করেছে সিবিআই।
|
নালন্দায় ধৃত তিন মাওবাদী
নিজস্ব সংবাদদাতা • পটনা |
মাওবাদী সন্দেহে নালন্দা থেকে পুলিশ তিন জনকে গ্রেফতার করল। পুলিশ সূত্রে খবর, কাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে সিআরপিএফ এবং এসটিএফের একটি যৌথ বাহিনী নালন্দার সোজান্না গ্রামে অভিযান চালায়। ওই গ্রাম থেকে শোভি যাদব, কারু যাদব এবং মণি যাদব নামের তিন ব্যক্তিকে গ্রেফতার করে যৌথ বাহিনী। অন্য দিকে গয়ার মাইগরা গ্রামে চার সশস্ত্র ব্যক্তি অরবিন্দ কুমার নামে এক গ্রামবাসীকে গুলি করে মেরেছে। অরবিন্দের স্ত্রী ওই গ্রামের প্রধান। পুলিশ এই কাজ মাওবাদীরী করেছে বলেই জেলা পুলিশের সন্দেহ।
|
অস্ত্র উদ্ধার হল ওড়িশার জঙ্গলে
সংবাদসংস্থা • রায়গড়া |
ওড়িশার মাওবাদী প্রভাবিত রায়গড়া অঞ্চলে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করল পুলিশ। চন্দ্রপুর থানার অন্তর্গত রাইবিজি জঙ্গলে তল্লাশির সময় গত কাল এই অস্ত্র উদ্ধার হয়। ৮ মিলিমিটার পিস্তলের ৬৪ রাউন্ড কার্তুজ, ৫৬ টি গ্রেনেড, পাইপগান তৈরির পাইপ ও বিস্ফোরণ ঘটানোর উপযোগী ফিউজ ও তার মিলেছে মাটির নীচের গর্ত থেকে। পুলিশের সন্দেহ, মাওবাদীরা ভবিষ্যতে ব্যবহারের জন্য এগুলি মাটির নীচে রেখেছিল।
|
৯ জনের যাবজ্জীবন
নিজস্ব সংবাদদাতা • পটনা |
নালন্দা জেলার বানাউলিয়া গ্রামে প্রায় আড়াই বছর আগে এক হত্যাকাণ্ডে অভিযুক্ত ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল জেলা আদলত। সহকারী জেলা ও দায়রা বিচারক এস জি মিশ্র আজ এই দণ্ডাদেশ ঘোষণা করেন। পুরনো শত্রুতার জেরে ২০০৯ সালের ২ জানুয়ারি খুন হয়েছিলেন উপেন্দ্র যাদব নামে এক গ্রামবাসী। সেই মামলাতেই বিচারকের এই রায়। যাবজ্জীবন ছাড়াও প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত।
|
হত তিন বড়ো জঙ্গি
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
গত কাল বিকেলে, গোসাইগাঁওয়ে সঙ্কোশ নদীর ধারে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন এনডিএফবি জঙ্গির মৃত্যু হয়েছে। কোকরাঝাড়ের এসপি পি কে দত্ত জানান, পুলিশ দেখেই, গুলি চালিয়ে পালাবার চেষ্টা করে জঙ্গিরা। জওয়ানদের পাল্টা গুলিতে তিনজন মারা যায়। একটি একে ৪৭ রাইফেল, ২০টি ম্যাগাজিন, দু’টি পিস্তল, ১টি চিনা গ্রেনেড মিলেছে।
|
মৃত দু’জন
নিজস্ব সংবাদদাতা • ধুবুরি |
পথ দুর্ঘটনায় ধুবরিতে দু’জনের মৃত্যু হল। বুধবার দুপুর ১২টা নাগাদ চাপড়ের নাথপাড়ায় ৩১ নম্বর জাতীয় সড়কে বাস মোটর সাইকেলের সংঘর্ষ হয়। ওই ঘটনায় হাফিজ সারোয়ার হুসেন (৩০), নূর মহম্মদ (৪২) মারা যান। বাড়ি বিলাসীপাড়ার লক্ষ্মীগঞ্জে।
|
বালকৃষ্ণনের বিরুদ্ধে তদন্ত |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও প্রাক্তন প্রধান বিচারপতি কে জি বালকৃষ্ণনের সম্পত্তি নিয়ে তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তদন্তের ভার নেবে রাজস্ব দফতরের তদন্তকারী শাখা কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ। এই বিষয়ে রাজস্ব সচিবকে চিঠি পাঠিয়েছেন স্বরাষ্ট্রসচিব।
বালকৃষ্ণনের বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি সংগ্রহের অভিযোগ-সহ একটি আবেদন পেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। আবেদনের ভিত্তিতেই রাজস্ব দফতরকে তদন্ত করতে বলা হয়েছে।
|
আমেরিকায় পরবর্তী রাষ্ট্রদূত নিরুপমা |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
আমেরিকায় ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হচ্ছেন বিদেশসচিব নিরুপমা রাও। জুলাইয়ের শেষে বিদেশসচিব পদ থেকে অবসর গ্রহণের পর তিনি ওই দায়িত্ব নেবেন। বর্তমান রাষ্ট্রদূত মীরা শঙ্করের জায়গায় তিনি এই দায়িত্ব নিচ্ছেন। |
|