টুকরো খবর

শিল্পদ্যোগীদের নিয়ে বৈঠক ফাঁসিদেওয়ায়
ফাঁসিদেওয়াতে শিল্প প্রসারের উপরে জোর দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার। বুধবার ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির উদ্যোগে আয়োজিত শিল্পোদ্যোগীদের নিয়ে এক বৈঠকে এই কথা ঘোষণা করেন রাজ্যের প্রতিমন্ত্রী তথা ফাঁসিদেওয়ার বিধায়ক সুনীল তিরকি। এ দিন বিকালে পঞ্চায়েত সমিতির নিজস্ব কনফারেন্স হলঘরে ওই বৈঠক হয়। বৈঠকে প্রায় ৫০ জনের মতো শিল্পোদ্যোগী হাজির ছিলেন। হাজির ছিলেন আইএনটিইউসির দার্জিলিং জেলা নেতা অলোক চক্রবর্তী ও পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষরা। মন্ত্রী বলেন, “মূলত ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির উদ্যোগেই শিল্পোদ্যোগীদের নিয়ে এই বৈঠক। ফাঁসিদেওয়াতে শিল্প গড়ে তোলার উপরে উৎসাহী করা হয়। ফাঁসিদেওয়াতে বিভিন্ন ধরণের শিল্প গড়ে তোলার পরিকাঠামো রয়েছে। আগ্রহী শিল্পোদ্যোগীরা শিল্প গড়ে তুলতে চাইলে আমাদের রাজ্য সরকারের তরফে সমস্ত রকমের সহযোগিতা করা হবে।” ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণবেশ মণ্ডল বলেন, “ফাঁসিদেওয়াতে ছোট ও মাঝারি বহু শিল্প গড়ে উঠেছে। তুলনামূলকভাবে ফাঁসিদেওয়া ব্লকে আরও শিল্প হওয়া দরকার। কৃষি জমিতে নয়, ফাঁসিদেওয়াতে এখনও প্রায় ৪ হাজার হেক্টরের উপর অনুর্বর জমি রয়েছে। সেসব জমিতে আরও নয়া নয়া শিল্প গড়ার ব্যাপারে আমরা শিল্পপতিদের আহ্বাবন করছি।” শিল্প গড়ে তোলার ব্যাপারে এ দিন শিল্পোদ্যোগীরা তাঁদের বিভিন্ন সমস্যার কথা মন্ত্রীর কাছে তুলে ধরেন। তাঁদের অভিযোগ বিদ্যুৎ নিয়ে। প্রচন্ড লোডশেডিং, লো ভোল্টেজের জেরে তাঁরা কীভাবে ক্ষতি হচ্ছে তা মন্ত্রীর কাছে তুলে ধরেন।

অভিনব গাড়ি
‘অ্যাকোয়া’। মাটি ছাড়াও বরফ, বালি এমনকী জল। সব জায়গাতেই চলতে পারে এই গাড়ি। জার্মান গাড়ি নির্মাতা ফোক্সভাগেন আয়োজিত একটি প্রতিযোগিতায় প্রথম স্থান জিতে নিয়েছে এই ‘হোভারক্রাফট’ বা ভাসমান যান। চিনের জিহুয়া বিশ্ববিদ্যালয়ের মেকানিক ডিজাইনের স্নাতক ঝ্যাং ইউহানের তৈরি গাড়িটির সর্বোচ্চ গতিবেগ ৬২ মাইল প্রতি ঘন্টা। রয়েছে চারটি পাখা এবং এয়ারব্যাগ। হাইড্রোজেন চালিত দুটি মোটরের একটির সাহায্যে মাটি থেকে কিছুটা উপরে ভেসে বেড়ায় এই যান। অন্যটি গাড়িটিকে এগিয়ে নিয়ে যেতে এবং দিক নির্ণয় করতে সাহায্য করে। যার ফলে যে কোনও জায়গাতেই তা বিনা বাধায় সহজে চলতে পারে। গাড়িটির সামনে রয়েছে বিশাল কাচের জানলা, যার সাহায্যে চালকের পক্ষে চারপাশ দেখা সম্ভব এবং পিছনে রয়েছে ঢোকা ও বেরোনোর রাস্তা। হাইড্রোজেন চালিত হওয়ার কারণে এটি কোনও কার্বন নির্গমন করে না, ফলে সম্পূর্ণ পরিবেশ বান্ধব। ইউহান জানান, গাড়িটির যাবতীয় যন্ত্রাংশই বাজারে পাওয়া যায়। এর তলায় এয়ারব্যাগ থাকার কারণেই এটি সহজে যে কোনও স্থানে যাতায়াত করতে পারে। আগামী কয়েক বছরে সাধ্যের মধ্যেই সাধারণের কাছে এই গাড়িটি পৌঁছে যাওয়া নিয়েও আশা প্রকাশ করেছেন তিনি।

স্টেট ব্যাঙ্কের প্রয়াস
দার্জিলিঙের ডালিতে আরও একটি এটিএম চালু করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এ নিয়ে দার্জিলিং পার্বত্য অঞ্চলে ৭টি এটিএম চালু করল ব্যাঙ্ক। তাদের দাবি, এর ফলে পর্যটকরা উপকৃত হবেন।

বাংলায় গুগল
বাংলা-সহ আরও ৪টি ভাষায় অনুবাদের পরিষেবা চালু করল গুগল। যার মধ্যে রয়েছে গুজরাতি, কন্নড়, তামিল এবং তেলুগু।
Previous Story Business First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.