ফাঁসিদেওয়াতে শিল্প প্রসারের উপরে জোর দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার। বুধবার ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির উদ্যোগে আয়োজিত শিল্পোদ্যোগীদের নিয়ে এক বৈঠকে এই কথা ঘোষণা করেন রাজ্যের প্রতিমন্ত্রী তথা ফাঁসিদেওয়ার বিধায়ক সুনীল তিরকি। এ দিন বিকালে পঞ্চায়েত সমিতির নিজস্ব কনফারেন্স হলঘরে ওই বৈঠক হয়। বৈঠকে প্রায় ৫০ জনের মতো শিল্পোদ্যোগী হাজির ছিলেন। হাজির ছিলেন আইএনটিইউসির দার্জিলিং জেলা নেতা অলোক চক্রবর্তী ও পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষরা। মন্ত্রী বলেন, “মূলত ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির উদ্যোগেই শিল্পোদ্যোগীদের নিয়ে এই বৈঠক। ফাঁসিদেওয়াতে শিল্প গড়ে তোলার উপরে উৎসাহী করা হয়। ফাঁসিদেওয়াতে বিভিন্ন ধরণের শিল্প গড়ে তোলার পরিকাঠামো রয়েছে। আগ্রহী শিল্পোদ্যোগীরা শিল্প গড়ে তুলতে চাইলে আমাদের রাজ্য সরকারের তরফে সমস্ত রকমের সহযোগিতা করা হবে।” ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণবেশ মণ্ডল বলেন, “ফাঁসিদেওয়াতে ছোট ও মাঝারি বহু শিল্প গড়ে উঠেছে। তুলনামূলকভাবে ফাঁসিদেওয়া ব্লকে আরও শিল্প হওয়া দরকার। কৃষি জমিতে নয়, ফাঁসিদেওয়াতে এখনও প্রায় ৪ হাজার হেক্টরের উপর অনুর্বর জমি রয়েছে। সেসব জমিতে আরও নয়া নয়া শিল্প গড়ার ব্যাপারে আমরা শিল্পপতিদের আহ্বাবন করছি।” শিল্প গড়ে তোলার ব্যাপারে এ দিন শিল্পোদ্যোগীরা তাঁদের বিভিন্ন সমস্যার কথা মন্ত্রীর কাছে তুলে ধরেন। তাঁদের অভিযোগ বিদ্যুৎ নিয়ে। প্রচন্ড লোডশেডিং, লো ভোল্টেজের জেরে তাঁরা কীভাবে ক্ষতি হচ্ছে তা মন্ত্রীর কাছে তুলে ধরেন।
|
দার্জিলিঙের ডালিতে আরও একটি এটিএম চালু করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এ নিয়ে দার্জিলিং পার্বত্য অঞ্চলে ৭টি এটিএম চালু করল ব্যাঙ্ক। তাদের দাবি, এর ফলে পর্যটকরা উপকৃত হবেন।
|
বাংলা-সহ আরও ৪টি ভাষায় অনুবাদের পরিষেবা চালু করল গুগল। যার মধ্যে রয়েছে গুজরাতি, কন্নড়, তামিল এবং তেলুগু। |