|
|
|
|
কর্মী সঙ্কোচন নয় |
রাজ্য সরকারি সংস্থা চাঙ্গা করতে বিকল্প কৌশল চান শিল্পমন্ত্রী |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্য সরকারি শিল্প সংস্থাগুলিকে চাঙ্গা করতে কর্মী সঙ্কোচনের পথে হাঁটবে না নতুন সরকার। পরিবর্তে তাদের বিকল্প কৌশল স্থির করে পুনরুজ্জীবন পরিকল্পনা তৈরির নির্দেশ দিলেন বিভাগীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বুধবার মহাকরণে সংশ্লিষ্ট দফতরের সচিব ও পদস্থ কর্তাদের উপস্থিতিতে ১৩টি রাজ্য সরকারি সংস্থার কর্তাদের সঙ্গে ঘণ্টা খানেক বৈঠক করেন পার্থবাবু। রাজ্যের কাছে তাদের পাওনা-গণ্ডার বিস্তারিত হিসেবও দিতে বলেছেন তিনি।
এ দিনই প্রথম সংস্থার কর্তাদের মুখোমুখি হন পার্থবাবু। সংস্থাগুলির কাজকর্ম ও কোথায় তাদের দুর্বলতা, কোথায়ই বা সামর্থ্য, কর্তাদের কাছে তা জানতে চান তিনি। পরবর্তী কালে বিস্তারিত ভাবে সংস্থাগুলির গত পাঁচ বছরের আর্থিক হিসেবও দাখিল করতে বলেছেন তিনি। সংশ্লিষ্ট সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন দফতরের কাছে অনেক সংস্থারই প্রাপ্য বকেয়া রয়েছে। যেমন, ম্যাকিনটস বার্নের বকেয়া প্রায় ১৫০ কোটি টাকা। স্বাস্থ্য দফতরকে পণ্য দিলেও ইলেকট্রো মেডিক্যাল অ্যান্ড অ্যালায়েড ইন্ডাস্ট্রিজ পুরো অর্থ এখনও পায়নি। পুনরুজ্জীবনের লক্ষ্যে স্বল্প ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনাও তৈরি করতে সংস্থার কর্তাদের আর্জি জানান তিনি। ভবিষ্যতে প্রতিটি সংস্থার আলাদা পর্যালোচনা করবেন তাঁরা। তিন মাস অন্তর সংস্থাগুলির সঙ্গে বৈঠকেরও পরিকল্পনা রয়েছে। তাঁর অভিযোগ, কিছু সংস্থার হাল ফেরাতে এর আগে ব্রিটিশ সংস্থা ডিএফআইডি যে অনুদান দিয়েছিল তা অন্য খাতে খরচ করা হয়েছে।
পার্থবাবু বলেন, “চার-পাঁচটি সংস্থা ভালই কাজ করছে। কর্মী ছাঁটাই না-করে তাঁদের প্রশিক্ষণ দিয়ে কিংবা প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে উৎপাদনশীলতা কী ভাবে বাড়ানো যায়, তা খতিয়ে দেখতে বলেছি। রিপোর্ট পেলে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করব।” তবে তাঁর দাবি, মন্ত্রী হিসেবে নিছক নির্দেশ দেওয়া নয়, সংস্থাগুলির পাশে দাঁড়াতেই রাজ্যের এই প্রয়াস।
উল্লেখ্য, ১৩টি সংস্থার মধ্যে ৫টির পুনর্গঠন করা হয়। সেগুলি হল গ্লুকোনেট, স্যাক্সবি ফার্মার, ব্রিটানিয়া ইঞ্জিনিয়ারিং, দুর্গাপুর কেমিক্যালস ও শালিমার ওয়ার্কস। এর মধ্যে প্রথম ৪টি পুনর্গঠনের পর লাভজনক হয়। কিন্তু দফতর সূত্রের খবর, পঞ্চম বেতন কমিশনের সুপরিশ মানতে গিয়ে ফের সেগুলির হাল খারাপ হয়ে পড়ে। বাকি তিনটি সংস্থা ম্যাকিনটস বার্ন, সরস্বতী প্রেস ও ওয়্যারহাউজিং কর্পোরেশন এখনও লাভজনক। না-লাভ না-ক্ষতির জায়গায় রয়েছে ইস্টার্ন ডিস্টিলারিজ। তবে নিও পাইপস, নিসকো এবং লিলি বিস্কুট-এর হাল সঙ্গীন। |
|
|
|
|
|