রেলপাড় এলাকায় পাঁচিল ধসে মৃত তিন জনের পরিবারকে ক্ষতিপূরণের অর্থ দিলেন রেল কর্তৃপক্ষ। বুধবার এলাকায় গিয়ে এই অর্থ তুলে দেন আসানসোলের এডিআরএম একে সিংহ। ছিলেন আসানসোলের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়। রেলের তরফে জানানো হয়, মৃতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে ও এক জন আহতকে ১৫ হাজার টাকা দেওয়া হয়েছে। সোমবার রাত ৮টা নাগাদ আসানসোল পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের চর্বি মহল্লায় একটি রাস্তার পাশে পাঁচিল ভেঙে পড়ে। ঘটনাস্থলে মারা যান দু’জন। ওই রাতেই হাসপাতালে আরও এক জনের মৃত্যু হয়।
|
হিরাপুর থানার ত্রিবেণী এলাকা থেকে পাইপগান-সহ এক দুষ্কৃতীকে ধরেছে হিরাপুর পুলিশ। পবন প্রামাণিক নামে ওই দুষ্কৃতীকে বুধবার আসানসোল আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হাজতে পাঠান। পুলিশ জানায়, ওই ব্যক্তির নামে হিরাপুর থানায় একাধিক অভিযোগ আছে। সম্প্রতি আসানসোলের কোর্ট মোড় এলাকায় দুষ্কৃতীদের গুলিতে নিহত প্রোমোটার রামলক্ষ্মণ যাদবের সঙ্গে ওই দুষ্কৃতীর যোগাযোগ ছিল বলে জেনেছে পুলিশ।
|
আবগারি দফতর বুধবার কাঁকসার পানাগড়ের রেলপাড় এলাকা থেকে প্রায় ৫ লক্ষ টাকার ডোডা উদ্ধার করেছে। দফতরের আধিকারিক শেখর মণ্ডল জানান, দুই জায়গা থেকে উদ্ধার হওয়া পোস্ত খোল-সহ ডোডার পরিমাণ প্রায় ১০ কুইন্ট্যাল ২৪ কেজি। ঘটনায় জড়িত সন্দেহে সতনাম সিংহ নামে এক জনকে ধরেছে পুলিশ।
|
পথ দুঘর্টনায় মৃত্যু হয়েছে এক যুবকের। ৬০ নম্বর জাতীয় সড়কে জামুড়িয়ার তপসী সেতুর কাছে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শুকু কোড়া (২২)। বাড়ি স্থানীয় যদু ডাঙায়। মঙ্গলবার রাতে সঙ্গী যতীন কোড়াকে নিয়ে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন তিনি। তপসী সেতুর কাছে বাইক উল্টে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয় শুকুবাবুর।
|
ইসিএলের সালানপুর এরিয়ার বনজেমাহারি কোলিয়ারি সংলগ্ন এলাকার জমি বুধবার বেশ কিছুটা বসে যায় ও বড় ফাটল তৈরি হয়। কোলিয়ারির একটি কর্মশালার দেওয়ালেও বড় আকারের ফাটল ধরে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন কোলিয়ারির আধিকারিকরা। ডোজার দিয়ে খনির ফাটলে মাটি ভরাটের কাজ শুরু করেছেন খনি কর্তৃপক্ষ। কোলিয়ারির শ্রমিক কর্মীরা জানান, বুধবার দুপুর ১২টা নাগাদ তাঁরা দেখেন, জমির একাংশ বসে গিয়েছে। মাটিতে বড় বড় ফাটল তৈরি হয়েছে। ঘটনাস্থলে চলে আসেন কোলিয়ারির এজেন্ট একে সিংহ। তাঁর অভিযোগ, “এলাকায় ব্যাপক হারে অবৈধ খনি চালায় দুষ্কৃতীরা। তার জন্যই এই ধস।” |
ভারতী সঙ্ঘের পরিচালনায় চণ্ডী গঙ্গোপাধ্যায় ও ঊষা সাহা স্মৃতি ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে জয়ী হল নব বিকাশ। আমবাগান তারকাঁটা মাঠে তারা ধর্ম সঙ্ঘকে ৬-২ গোলে হারায়। এ দিন খেলার সেরা হয়েছেন বিজয়ী দলের শান্তা বাহাদুর। |