|
মগজ মিটার |
কে জানে? |
|
গত বুধবার ছিল এই শতকের কৃষ্ণতম চন্দ্রগ্রহণ।
এর আগে চার দশক আগে এই ধরনের চন্দ্রগ্রহণ
হয়েছিল। সূর্যের সঙ্গে চাঁদমামা এই লুকোচুরি খেলা
ছিল দীর্ঘতম, প্রায় এক ঘণ্টা চল্লিশ মিনিটের। |
|
|
১. চাঁদে প্রথম পা রাখেন নিল আর্মস্ট্রং। দ্বিতীয় কে পা রেখেছিলেন?
২. কোন মহাকাশযান চাঁদে প্রথম জলীয় বাষ্পের খোঁজ পেয়েছে?
৩. পৃথিবীতে যার ওজন ৬০ কিলো, চাঁদে গেলে সেটা কত হবে?
৪. চাঁদে কোনও বায়ুমণ্ডল নেই, ঠিক না ভুল? |
|
গত সপ্তাহের উত্তর |
১. নন্দলাল বসু |
২. বিহার (মিথিলা অঞ্চল) |
৩. অমৃতা শেরগিল |
৪. মাধুরী দীক্ষিত |
|
|
|
|
বর্ণচোরা |
|
নীচের শব্দগুলির প্রত্যেকটির একটি বর্ণ লুপ্ত।
লাগসই বর্ণ যোগ করে শব্দ পূর্ণ করতে হবে। |
|
তা |
ল |
বা |
কূ |
হে |
মা |
ণ |
ক্ষ |
রী |
চ |
র |
শ |
লা |
ও |
রি |
য়া |
|
|
গত সপ্তাহের উত্তর: তদন্তকারী,
মেঘাচ্ছাদন, ঘটনাস্থল, জীবনচক্র। |
|
|
কার ছবি? |
|
উত্তর আগামী সপ্তাহে |
|
গত সপ্তাহের উত্তর:
ব্রাজিল-এর
ফুটবলার রোনাল্ডো |
|
|
পুলিশ-কুকুরের চাকরিতে
স্থানীয়দের অগ্রাধিকার চাই!
ছবি: রামতাড়ু |
|
|