টুকরো খবর

সেতু ভাঙায় বিপাকে বহু
রাজগঞ্জের আমবাড়ি থেকে ভায়া চেউলিবাড়ি হয়ে গজলডোবা ও ওদলাবাড়ি যাওয়ার রাস্তায় সেতুটি ভেঙে বিপাকে কয়েক হাজার মানুষ। ৩ বছর আগে শিকারপুরের কুন্দরদিঘি এলাকায় একটি ঝোরার উপর একটি পাকা সেতু ছিল। অতিরিক্ত যানবাহন চলার ফলে সেট ভেঙে যায়। এত দিনেও সেতুটি তৈরি করা হয়নি। রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। সেতুটি জেলা পরিষদ থেকে তৈরি করা হয়েছিল। বছর কয়েক পর সেতুটি ভেঙে যায়। প্রশাসনে বলে ওই সেতুর পাশ দিয়ে যান চলার জন্য একটি বিকল্প কাঁচা রাস্তা তৈরি করা হয়েছিল। কিন্তু এত গাড়ি চলাচল করে যে ওই মাটির রাস্তাটিরও চিহ্ন নেই। গাজলডোবা, ওদলাবাড়ি এবং শিলিগুড়ি বা আমবাড়ি এলাকা থেকে যত যানবাহন চলে। এত গাড়ি চলার ফলে গ্রামের বহু রাস্তা ভেঙেচুরে গিয়েছে। মানষকে প্রচন্ড ভোগান্তি পোহাতে হচ্ছে। ওই রাস্তা দিয়ে দুটি বাসও চলত। সেতুটি ভেঙে যাওয়ার ফলে বাস দুটিও বর্তমানে চলে না। স্থানীয় দিলীপ রায়, প্রভাত রায়, ফিরেন রায়রা বলেন, “চেউলিবাড়ি হয়ে ওই রাস্তা দিয়ে তিস্তা ক্যানেলের বাঁধের রাস্তা ধরে রাজগঞ্জের কয়েকটি অঞ্চলেক মানুষ গজলডোবা, ওদলাবাড়ি যাতায়াত করেন। সাহুডাঙ্গি এলাকায় লেবেল ক্রসিং বন্ধ করে দেওয়ায় সরাসরি বাঁধের রাস্তা ধরে যাতায়াত করাও সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গ্রামে বিভিন্ন রাস্তা দিয়ে গাড়ি যানবাহন চলাচলের এটা একটা কারণ।” তাঁরা দ্রত সমস্যা সমাধানের দাবিতে সরব হন।

সংরক্ষণের দাবি উঠল
মালবাজার এলাকায় বিট্রিশ আমলে তৈরি ইউরোপিয়ান ক্লাব, গলফ ক্লাব এবং চিনা কবরখানা সংরক্ষণের দাবি উঠল। সম্প্রতি রাজ্য হেরিটেজ কমিশন গরুবাথানের ডালিমকোটে চারশো বছরের পুরানো লেপচা রাজার দুূর্গটি সংরক্ষণের কথা ঘোষণা করেছে। মালবাজার আদর্শ বিদ্যাভবনের মূল হলঘরটি স্বাধীনতার আগে ব্রিটিশ মাউন্টেন পুলিশের কার্যালয় ছিল। রাঙামাটি বাগানে চাইবাসা ডিভিশনেও রয়েছে ইউরোপিয়ানদের কবরখানা। আদর্শ বিদ্যাভবনের শিক্ষক পরাগ মিত্রের বক্তব্য, মালবাজারে ঐতিহাসিক ভবনগুলি রক্ষার ব্যবস্থা হলে পর্যটকের বাড়তি আকর্ষণ হবে। পুর চেয়ারম্যান সুপ্রতিম সরকার জানান, হেরিটেজ কমিশনে অনুরোধ জানানো হবে। হেরিটেজ কমিশনের উত্তরবঙ্গের কো অর্ডিনেটর আনন্দগোপাল ঘোষ জানান, নির্দিষ্ট প্রস্তাব এলে ভেবে দেখা হবে।

আন্দোলনে বাসিন্দারা
জেলা পরিষদ নিয়ন্ত্রিত হাটে অব্যবস্থা নিয়ে আন্দোলনে নামলেন এলাকার বাসিন্দারা। নিকাশি নালা সংস্কার না-হওয়ায় দূষণ ছড়াচ্ছে অভিযোগ তুলে মঙ্গলবার বাসিন্দারা এক ঘণ্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, দুর্গন্ধে হাটের আশপাশে বাসিন্দাদের টেঁকা দায়।

ভর্তির দাবি, ক্ষোভ
একাদশে ভর্তির দাবিতে ময়নাগুড়ির বিভিন্ন স্কুলের ৭৫ ছাত্রছাত্রী বিডিও অফিসে বিক্ষোভ দেখাল। এসইউসি ছাত্র সংগঠন ডিএসও-র নেতৃত্বে ছাত্রছাত্রীরা বিডিওকে স্মারকলিপি দেয়। জেলা সম্পাদক তপন রায় বলেন, “ময়নাগুড়ির বোলবাড়ি হাই স্কুলের ৩০, চূড়াভাণ্ডার হাইস্কুলের ৪০ এবং সাপ্টিবাড়ির ৫ জন এখনও একাদশে ভর্তির সুযোগ পায়নি।”
বার্ধক্য ভাতা অমিল
বারবার আবেদনেও বার্ধক্য ভাতা না পেয়ে প্রশাসনের দ্বারস্থ ফাঁসিদেওয়ার বিধাননগর ২-এর একদল বৃদ্ধ-বৃদ্ধা। মঙ্গলবার তাঁরা ফাঁসিদেওয়ার বিডিও’র কাছে স্মারকলিপি দিয়ে দ্রুত ভাতার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। ভুটকা মুর্মু, মাঝি মুর্মু, চাম্পা টুডু, লক্ষী সোরেন বলেন, “পঞ্চায়েত-প্রশাসনে বারবার আবেদন করার পরেও বার্ধক্য ভাতা পাচ্ছি না। অর্ধাহারে-অনাহারে বেঁচে আছি।” কেন তাঁরা ভাতা পাচ্ছেন না তা খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস দিয়েছেন বিডিও বাদশা ঘোষাল।

অভিভাবক মঞ্চের দাবি
আলিপুরদুয়ার হাসপাতালকে জেলা হাসপাতালে উন্নীত করার দাবি জানাল অভিভাবক মঞ্চ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ৭ হাসপাতালকে জেলা হাসপাতালে উন্নীত করার কথা বলেন। ওই তালিকায় আলিপুরদুয়ারের নাম নেই বলে দাবি মঞ্চের। মঞ্চের সম্পাদক ল্যারি বসু বলেন, “মহকুমা হাসপাতাল জেলা হাসপাতালে উন্নীত করা হলেই পরিষেবার মান বাড়তে পারে। মুখ্যমন্ত্রীকে ফ্যাক্স পাঠিয়ে সেই দাবি জানানো হয়েছে।” হাসপাতালের জরুরি বিভাগে স্টেরিলাইজেশন যন্ত্র বসানোর দাবিও জানিয়েছেন তিনি।

সম্মেলন
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির (রাজগঞ্জ পশ্চিম মণ্ডল শাখা)-র ২৬ তম বার্ষিক সম্মেলন হল শক্তিগড়ে। সম্প্রতি শক্তিগড় আর আর-১ নম্বর প্রাথমিক স্কুলে অনুষ্ঠিত সম্মেলনে হাজির ছিলেন সংগঠনের রাজ্য সহ-সভাপতি শক্তি চক্রবর্তী, জেলা সভাপতি প্রবীর বন্দ্যোপাধ্যায় ও জেলা ও ব্লক স্তরের অন্যান্য শিক্ষক নেতারা। সম্মেলণে শিক্ষকদের বিভিন্ন দাবিদাওয়া ছাড়াও স্কুলগুলির বিভিন্ন পরিকাঠামো উন্নয়নে সরব হন সংগঠনের নেতারা। বিভিন্ন শিক্ষক গঠন থেকে ১৫ জন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতিতে যোগ দিয়েছেন বলে সংগঠনের রাজগঞ্জ পশ্চিমমণ্ডল শাখার সাধারণ সম্পাদক অরুণ ঘোষাল দাবি করেছেন।

কংগ্রেসে সংবর্ধনা
ব্লক কংগ্রেসের তরফে কংগ্রেসের নব নির্বাচিত বিধায়কদের সংবর্ধনা দেওয়া হল। রবিবার বিন্নাগুড়ি অঞ্চলে আমবাড়ি-ফালাকাটা চিন্তামণি হাইস্কুল মাঠে এই উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন দেবপ্রসাদ রায়, সুখবিলাস বর্মা, সুনীল তিরকি। উপস্থিত ছিলেন বিশ্বরঞ্জন সরকার, মোহন বসু, অলোক চক্রবর্তী, হাজি নুরুল ইসলাম, নির্মল ঘোষদস্তিদার, সৈকত চক্রবর্তী প্রমুখ। ব্লক কংগ্রেসের সভাপতি জানান, ব্লক স্তরের কয়েক জন বর্য়ীয়ান নেতাকেও সংবর্ধনা দেওয়া হয়। দলের সাংগঠনিক নিয়ে উপস্থিত সকলেই বক্তব্য রাখেন।

তৃণমূলের বুথ কমিটি
তৃণমূলের বুথ কমিটি গঠন করা হল বিধাননগরের ঝিংনিবাড়িতে। রবিবার দলের রাজগঞ্জ ফাঁসিদেওয়া ব্লক কমিটির উদ্যোগে ৯ জনের ওই কার্যকরী কমিটি গঠন করা হয়। দলের ফাঁসিদেওয়া ব্লক কমিটির সভাপতি গৌরীশঙ্কর গোস্বামী ছাড়া লক্ষীনারায়ণ দাস, পলাশ বিশ্বাস, তপন সিংহ সভায় হাজির ছিলেন।

জিতল কিশোর সঙ্ঘ
শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ পরিচালিত সুপার ডিভিশন ফুটবল লিগে মঙ্গলবার জিতল কিশোর সঙ্ঘ। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠে এ দিন তারা ১-০ গোলে হারিয়েছে জিটিএসকে। অন্য দিকে প্রথম ডিভিশন লিগে বিধান স্পোর্টিং এবং রবীন্দ্রসঙ্ঘের খেলা ড্র হয়েছে।

আর্থিক সহায়তা
বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করল রাজগঞ্জ পশ্চিম মণ্ডল সম্পদ কেন্দ্র। কেন্দ্রের পক্ষে রাজগঞ্জ পশ্চিম শাখার প্রাথমিক স্কুল পরিদর্শক রাজীব চক্রবর্তী জানান, এ দিন ১৫০ জনকে ওই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। শক্তিগড়ে পরিদর্শক দফতর সংলগ্ন মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে তা দেওয়া হয়।

আন্দোলন
নকশালবাড়ি ব্লকের হাতিঘিষা গ্রাম পঞ্চায়েতের মিনঘেরা গ্রামে যাওয়ার পাকা রাস্তার দাবিতে আন্দোলনে নামলেন বাসিন্দারা। অভিযোগ, গ্রামে যাওয়ার একটি বালিপাথর বিছানো রাস্তা রয়েছে। সেটিও অসম্পূর্ণ। বর্ষায় যাতায়াতে সমস্যায় পড়তে হয়। এলাকার বিনোদ থাপা, দীপক থাপার দাবি, বহু বার গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষকে বলা হলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

দেহ উদ্ধার
বৃদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধার হল। মঙ্গলবার ফাঁসিদেওয়ার জালাসের কিনাজোত সকাল ন’টা নাগাদ পুলিশ তাঁর ভাইয়ের বাড়ি থেকে দেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, তাঁর নাম খুপি বেওয়া (৬০)। পুলিশ তদন্তে নেমেছে।
Previous Story Uttarbanga First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.