|
|
|
|
নিম্নচাপের হাত ধরেই দক্ষিণবঙ্গের দরজায় বর্ষা |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
অবশেষে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হল নিম্নচাপ। তার ফলে আজ, বুধবার দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে।
মঙ্গলবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বাদল মেঘ জমছে আকাশে। বিভিন্ন জায়গায় কমবেশি বৃষ্টিও হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এটা বর্ষারই মেঘ। আর এ দিনের বৃষ্টিটা প্রাক্-বর্ষার বৃষ্টি। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটাই মৌসুমি বায়ুকে উপকূল দিয়ে ঠেলে দক্ষিণবঙ্গে ঢুকিয়ে দেবে বলে জানিয়েছেন আবহবিদেরা।
দক্ষিণবঙ্গে সাধারণত বর্ষা ঢোকে ৮ জুন। অর্থাৎ এ বার নির্দিষ্ট সময়ের সাত দিন পরে দক্ষিণবঙ্গে ঢুকতে চলেছে মৌসুমি বায়ু। মঙ্গলবার উপগ্রহ-চিত্রে দেখা যায়, ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূল ঘেঁষে একটি নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। ওই নিম্নচাপ কতটা শক্তি বাড়াতে পারে, দক্ষিণবঙ্গে বর্ষার সূচনার ছবিটা পুরোপুরি নির্ভর করছে তার উপরেই। তবে মঙ্গলবার সন্ধ্যায় নিম্নচাপটির যা শক্তি, তাতে আবহবিদেরা জানাচ্ছেন, দক্ষিণবঙ্গে বর্ষার শুরুতে অন্তত ভারী বর্ষণের কোনও সম্ভাবনা নেই।
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গোকুলচন্দ্র দেবনাথ বলেন, “উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হওয়ায় দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার মতো অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। এখন সর্বত্র বৃষ্টি শুরু হলেই হয়।” তিনি বলেন, বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্ষণস্থায়ী হবে বলেই তাঁরা মনে করছেন। তাই তার ভারী বৃষ্টি নামানোর ক্ষমতা থাকবে না। নিম্নচাপটির উপরে আপাতত নজর রাখছে আবহাওয়া দফতর। আরব সাগরের সক্রিয় নিম্নচাপের জেরে বর্ষা ইতিমধ্যেই গুজরাত উপকূলে পৌঁছে গিয়েছে। ভারী বর্ষণ হচ্ছে দ্বারকা, পোরবন্দরে। মহারাষ্ট্র এবং কর্নাটকের উপকূলবর্তী এলাকাতেও জোর বৃষ্টি চলছে। মধ্য ভারত জুড়েও বৃষ্টি নেমেছে। বর্ষণ চলছে মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়েও। বাকি রয়েছে শুধু দক্ষিণবঙ্গ ও পূর্ব ভারত। আবহবিদদের আশা, বঙ্গোপসাগরের নিম্নচাপের দৌলতে বর্ষা এ বার ঢুকে পড়বে দক্ষিণবঙ্গে। তবে পুরো দক্ষিণবঙ্গ কত দিনে সক্রিয় বর্ষার ছোঁয়া পাবে, তা এখনও নিশ্চিত নয়। |
|
|
 |
|
|