বেরোল জয়েন্টের ফল
আসন ভরাতে তিন গুণ নাম ইঞ্জিনিয়ারিংয়ে
সারা রাজ্যে ইঞ্জিনিয়ারিংয়ের হাজার ত্রিশেক আসনের জন্য মঙ্গলবার ৯০ হাজার ২৮৯ জনের নামের তালিকা প্রকাশ করেছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। মেডিক্যালে আসন-সংখ্যা এখন ১২০৫। সংখ্যাটা আরও ৫০০ থেকে ৭০০ বাড়তে পারে। তাই মেডিক্যালের জন্য ৩৩৬৯ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
এ দিন চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ করে বোর্ডের চেয়ারম্যান সিদ্ধার্থ দত্ত জানান, এ বার পরীক্ষায় বসেছিলেন এক লক্ষ ১০ হাজার ৯৮২ জন। ইঞ্জিনিয়ারিং এবং মেডিক্যাল দু’টি পরীক্ষাতেই বসেছেন ৩২ হাজার ৭৭৮ জন। চেয়ারম্যান জানান, তালিকায় যে-সব প্রার্থীর নাম আছে, তাঁরা আগামী সপ্তাহ থেকে ‘র্যাঙ্ক কার্ড’ সংগ্রহ করতে পারবেন।
যে-সব ওয়েবসাইট থেকে তা সংগ্রহ করা যাবে, সেগুলি হল:
www.result.banglarmukh.gov.in;
www.wbjee.in;
www.csc-et.in
কাউন্সেলিং সংক্রান্ত যাবতীয় তথ্যও জানা যাবে এই সব ওয়েবসাইট থেকে। আগামী বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে ১৫ এপ্রিল।
ইঞ্জিনিয়ারিংয়ে এ বার মোট আসনের প্রায় তিন গুণ নামের তালিকা প্রকাশ করার কারণ কী? সিদ্ধার্থবাবু বলেন, “গত বছর দু’দফায় ৮০ হাজার পড়ুয়ার নামের তালিকা প্রকাশ করা হয়েছিল। আর এ বার ইঞ্জিনিয়ারিং এবং মেডিক্যাল দু’টি শাখাতেই আসন-সংখ্যা বাড়তে পারে। সেই জন্য দু’টি শাখাতেই বেশি নামের তালিকা প্রকাশ করা হয়েছে।” তবে এতেও যে ইঞ্জিনিয়ারিংয়ে সব আসন ভরবে, তার নিশ্চয়তা নেই। এখন সরকারি ও বেসরকারি মিলিয়ে ৯৫টি ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে পশ্চিমবঙ্গে। গত বছর ৮০ হাজার ছাত্রছাত্রীর নামের তালিকা প্রকাশ করা সত্ত্বেও প্রায় ছ’হাজার আসন খালি থেকে গিয়েছিল।
বিধানসভার ভোটের জন্য এ বার মাসখানেক পিছিয়ে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল ২২ মে। তার ২৪ দিনের মাথায়, মঙ্গলবার ফল প্রকাশ করা হল। ইঞ্জিনিয়ারিংয়ে কত আসন বাড়তে পারে, সেই বিষয়ে ৩০ জুনের মধ্যে অনুমতি দেবে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। জুলাইয়ের প্রথম সপ্তাহে ইঞ্জিনিয়ারিং এবং মেডিক্যালে ভর্তির জন্য কাউন্সেলিং শুরু হয়ে যাবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন।
মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিংয়ের কাউন্সেলিংয়ের সময় নিয়ে সাধারণ ডিগ্রি কলেজগুলি অবশ্য কিছুটা চিন্তায় রয়েছে। ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির বেশ কিছুটা আগেই বিভিন্ন ডিগ্রি কলেজে ছাত্র ভর্তি শুরু হয়ে যাবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে ভর্তি শুরু হবে ২৮ জুন। ফলে ইঞ্জিনিয়ারিংয়ে পছন্দের বিষয় বা পছন্দের কলেজ পেলে সাধারণ কলেজে ভর্তি হওয়া অনেক পড়ুয়াই সেখানে চলে যেতে পারেন। ওই আসন যে খালি হয়ে গিয়েছে, কলেজ-কর্তৃপক্ষের তা টের পেতে পেতে অনেকটা সময় গড়িয়ে যায়। ফলে অনেক ক্ষেত্রেই সেই শূন্য আসনে আর ছাত্র ভর্তি করা যায় না।
বিশ্ববিদ্যালয়ের স্নাতক সংসদের সচিব শ্যামল সরকার বলেন, “জয়েন্টের মেধা-তালিকার শেষের দিকে যাঁরা আছেন, তাঁরা ডিগ্রি কলেজে ভর্তি হবেন, নাকি ইঞ্জিনিয়ারিং বা মেডিক্যালে তা নিয়ে তাঁদের ধন্দ থাকেই। তবে এ বার কলেজে ভর্তি হওয়ার শেষ তারিখ ৫ অগস্ট। ফলে ইঞ্জিনিয়ারিং বা মেডিক্যালে সুযোগ পেয়ে যাঁরা কলেজ ছেড়ে চলে যাবেন, তাঁদের জায়গায় অন্য ছাত্র বা ছাত্রী ভর্তি হতে পারবেন।” কিন্তু কলেজ-কর্তৃপক্ষ আসন খালি হওয়ার কথা জানতে না-পারলে সমস্যা থেকেই যাবে, শ্যামলবাবু সে-কথা স্বীকার করেন।

জেক্সপোর ফল

পলিটেকনিকে ভর্তির প্রবেশিকা পরীক্ষা (জেক্সপো)-য় সফল ৭৯ হাজার ২২৯ জনের নামের তালিকা প্রকাশ করল কারিগরি শিক্ষা সংসদ। মঙ্গলবার সংসদ এই পরীক্ষার ফল প্রকাশ করেছে। সংসদ-কর্তৃপক্ষ জানান, আজ, বুধবার ১২টা থেকে www.webscrte.org এই ওয়েবসাইটে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। কাউন্সেলিং সংক্রান্ত তথ্যও জানা যাবে ওই ওয়েবসাইটে। পলিটেকনিকে আসন রয়েছে ১৪ হাজার। এ বছর থেকে অনলাইন কাউন্সেলিং বন্ধ হয়ে যাচ্ছে। যাদবপুরে আচার্য প্রফুল্লচন্দ্র রায় পলিটেকনিকে ৮ জুলাই কাউন্সেলিং শুরু হবে বলে জানান সংসদের সচিব গৌতম বন্দ্যোপাধ্যায়।

First Page Rajya Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.