টুকরো খবর
গ্রেফতারের দাবি, পঞ্চায়েতে তালা
দু’বছর আগে প্রতারণায় অভিযুক্তদের গ্রেফতারের আগে অডিট না করার দাবিতে গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে ৫ ঘণ্টা বিক্ষোভ দেখাল তৃণমূল ও নকশাল কর্মী সমর্থকেরা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বরের কেন্দা গ্রামে। পরে পুলিশি হস্তক্ষেপে কার্যালয়ের তালা খোলা হয়। এ দিন বেলা ১১টা নাগাদ ৪ জন অডিটর কেন্দা গ্রাম পঞ্চায়েতে আসেন। সেই সময়ে সেখানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান জিতেন ডোম। এই খবর পেয়ে তৃণমূল ও নকশাল কর্মী সমর্থকেরা দাবি করেন, দু’বছর আগে একশো দিনের জব কার্ড হোল্ডারদের সঙ্গে প্রতারণা করা হয়েছিল। এই ঘটনায় অভিযোগও দায়ের করা হয়। তবে এ পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। পে-লোডার দিয়ে পুকুর কাটা হলেও গ্রাম প্রধান-সহ কয়েকজন পুকুর কাটার কাজ করেছেন বলে দেখানো হয়েছে বলে তাদের অভিযোগ। তথ্য সব সংশ্লিষ্ট প্রশাসনকে অভিযোগ জানানোর পরেও দোষীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। তাঁদের দাবি, এই বিষয়টি নিয়ে ব্যবস্থা না নেওয়া হলে অডিট করতে দেওয়া হবে না। এর পর চার অডিটর-সহ গ্রাম প্রধানকে আটকে রেথে পঞ্চায়েত কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়া হয়। বিকেল ৪টে নাগাদ পুলিশ ঘটনাস্থলে এসে তালা খুলে তাঁদের উদ্ধার করে। গ্রাম প্রধান জিতেন ডোম জানান, উপযুক্ত তদন্ত করার প্রতিশ্রুতি দিলেও বিক্ষোভকারীরা সরতে চাইছিলেন না।

পঞ্চায়েতে ‘দুর্নীতি’
পঞ্চায়েতের বিরুদ্ধে একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগে মঙ্গলবার সালানপুরের জিৎপুর উত্তরামপুর গ্রামের বাসিন্দারা বিডিওকে স্মারকলিপি দেন। অন্য দিকে, পঞ্চায়েত অফিসে এসে কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগে প্রধানও পাল্টা স্মারকলিপি দিয়েছেন বিডিওকে। এলাকার বাসিন্দাদের তরফে প্রাক্তন পঞ্চায়েত সদস্য উৎপল কর অভিযোগ করেন, এলাকার যথাযথ উন্নয়ন হয়নি। আর্থিক দুর্নীতিও হয়েছে। অভিযোগ অবশ্য মানতে চাননি প্রধান জগদীশ মালাকার। তিনি বলেন, “আমরা এখনও পর্যন্ত ১ কোটি ১৮ লক্ষ টাকার কাজ করেছি। এলাকার উন্নয়ন স্তব্ধ করে দেওয়ার জন্যই এক দল লোক মিথ্যা অভিযোগ তুলেছেন।” জগদীশবাবুর পাল্টা অভিযোগ, দিন কয়েক আগে এই পঞ্চায়েতে অডিট করতে আসা আধিকারিকদের সঙ্গে খারাপ ব্যবহার করেন এলাকার বাসিন্দারা। সালানপুরের বিডিও জয়দীপ দাস জানান, দু’পক্ষেরই অভিযোগ খতিয়ে দেখা হবে।

বর্গাদারদের ক্ষতিপূরণের দাবি
বর্গাদারদের ক্ষতিপূরণের দাবিতে মঙ্গলবার এরোট্রোপলিস কর্তৃপক্ষকে দাবিপত্র দিল সিপিএম।
বর্গাদারদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে বেঙ্গল এরোট্রোপলিস কর্তৃপক্ষের হাতে একটি দাবিপত্র তুলে দিল সিপিএমের দামোদর-অজয় কমিটি। বাম নেতা বংশীধর বন্দ্যোপাধ্যায় জানান, বিমান নগরীর নির্মান কাজ শুরু হওয়ার দু’বছর পরেও বর্গাদারেরা ক্ষতিপূরণ পাননি। বেশ কিছু জমির মালিক টাকাও পাননি বলে তাঁর অভিযোগ। তাঁর দাবি, প্রশিক্ষণপ্রাপ্ত জমিহারাদের অবিলম্বে কাজে নিয়োগ করতে হবে। এই বিমান নগরীর কাজ সম্পূর্ণ হলে খান্দরা-আমলোকা রাস্তার অস্তিত্ব থাকবে না, তাই বিকল্প রাস্তা নির্মানের দাবিও করেছেন তিনি। সংস্থা কর্তৃপক্ষ জানিয়েছে, দাবিগুলি বিবেচনা করে দেখা হবে।


রামলক্ষ্মণ খুনে গ্রেফতার দুই
জগদ্দল থেকে ধরা পড়েছে আসানসোলে লোহা মাফিয়া রামলক্ষ্মণ যাদব ও তাঁর দুই সঙ্গীর খুনে অভিযুক্ত দুই দুষ্কৃতী। ধৃতদের নাম মহম্মদ নৌশাদ ও কালিয়া বিশ্বকর্মা। প্রথম জনের বাড়ি ঝাড়খণ্ডের চিরকুণ্ডার কাছে শিউলিবাড়ি এলাকায়। সেখানে একাধিক খুন ও ব্যাঙ্ক ডাকাতি ছাড়াও পুরুলিয়ার পারবেলিয়ায় এক তৃণমূল নেতা খুনেও সে জড়িত ছিল। দ্বিতীয় জনের নাম কালিয়া বিশ্বকর্মা, বাড়ি জগদ্দলেই। মঙ্গলবার আসানসোল আদালত নৌশাদকে ৭ দিনের জন্য পুলিশি হাজত এবং কালিয়াকে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছে। অন্য দিকে, এই ঘটনায় শিউলিবাড়ির বন্দুকবাজ পিন্টু শেখ এবং অন্য একটি মামলায় ধৃত বার্নপুরের লোহা মাফিয়া মহম্মদ ইমতিয়াজ খানকেও পুলিশি হেফাজতে জেরা করা হচ্ছে।

জয়ী রাধানগর
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত গায়ত্রীদেবী স্মৃতি নক আউট ক্রিকেট প্রতিযোগিতার মঙ্গলবারের প্রথম খেলায় জয়ী হয়েছে রাধানগর এসি। আসানসোল স্টেডিয়ামের খেলায় তারা ঐকতান সিএ-কে ৬ উইকেটে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে ঐকতান সিএ সব ক’টি উইকেট হারিয়ে ১০৪ রান করে। জবাবে রাধানগর এসি ৪ উইকেটে জয়ের রান তুলে নেয়।

মাটি চাপা পড়ে মৃত্যু
খোলামুখ খনিতে মাটি কাটতে গিয়ে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের। ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বরের ডালুর বাঁধে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সঞ্জয় রাউত (৩০)। দেহটি ময়না-তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

জয়ী টিএফএ
ভারতী সঙ্ঘ আয়োজিত চণ্ডী বন্দ্যোপাধ্যায় ও ঊষা সাহা স্মৃতি ফুটবল প্রতিযোগিতার সোমবারের খেলায় জয়ী হল টিএফএ। তারা ঠাকুরপুকুর বৈতালি ক্লাবকে ৪-২ গোলে হারিয়ে দেয়। এ দিনের খেলার সেরা হয়েছেন পরাজিত দলের রুপেশ ঠাকুর।

খাদানে অভিযান
একাধিক অবৈধ কয়লা খাদানে পুলিশ অভিযান চালায়। সোমবার হিরাপুর থানার পুলিশ প্রথমে পাটমোহনার অবৈধ খাদানে হানা দেয়। কয়লা কাটতে নামা দুষ্কৃতীরা পালিয়ে গেলেও কিছু কয়লা পাওয়া গিয়েছে বলে পুলিশ জানায়।
Previous Story Bardhaman Next Iem



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.