শিল্পাঞ্চলে শ্রমিক সংঘাতে অভিযুক্ত আইএনটিটিইউসি
রাজ্য রাজনীতিতে পটবদলের সঙ্গে সঙ্গে নতুন চ্যালেঞ্জের মুখে পড়ছে সিপিএম, এমনকী কংগ্রেসের অনুগামী শ্রমিক সংগঠনও। তৃণমূল প্রভাবিত সংগঠন আইএনটিটিইউসি শক্তিবৃদ্ধি করছে, শক্তিক্ষয় হচ্ছে সিটু এবং আইএনটিইউসি-র। পুরনো দুই সংগঠন একযোগে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগও আনছে।
মঙ্গলবার সকালে ফের দুর্গাপুরের কাঞ্জিলাল অ্যাভিনিউয়ে একটি বেসরকারি কারখানায় সিটু ও আইএনটিইউসি কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে আইএনটিটিইউসি-র বিরুদ্ধে। তৃণমূলের সংগঠনের পাল্টা অভিযোগ, ঠিকা শ্রমিক হিসাবে তাদের সমর্থকদের নিয়োগের দাবিতে কারখানার সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখানো হচ্ছিল। পুরনো দুই সংগঠনের লোকজন সেখানে যৌথ ভাবে হামলা চালায়। তার প্রতিবাদেই কেউ কেউ সিটু ও আইএনটিইউসি কার্যালয়ে চড়াও হয়েছে।
আইএনটিটিইউসি নেতা অশোক জানার অভিযোগ, “আইএনটিইউসি এত দিন সিটুর সঙ্গে সমঝোতা করে কাজ চালিয়েছে। এ বার আমাদের সমর্থকদেরও সুযোগ দিতে হবে।” সিটু নেতা বিপ্লবকুমার সাহা অবশ্য দাবি করেন, কারখানার স্বীকৃত শ্রমিক সংগঠন হিসাবেই সিটু এবং আইএনটিইউসি ‘শ্রমিক স্বার্থে লড়াই’ করে এসেছে। আইএনটিইউসি-রও দাবি, এ ক্ষেত্রে কারও সঙ্গে কারও হাত মেলানোর প্রশ্ন নেই। তবে আইএনটিটিইউসি-র দাবি, শ্রমিক স্বার্থে আন্দোলন করতে স্বীকৃত সংগঠন হতেই হবে তার কোনও মানে নেই।
সোমবার একপ্রস্ত বিক্ষোভের পরে এ দিন ফের কারখানার সামনে বিক্ষোভ শুরু করে আইএনটিটিইউসি। সংগঠনের নেতা তথা পুরসভার বিরোধী দলনেতা বিশ্বনাথ পাড়িয়ালের অভিযোগ, হঠাৎ অপর দুই সংগঠনের কিছু সমর্থক তাঁদের উপরে চড়াও হয়। এরই প্রতিবাদে কেউ কেউ সিটু ও আইএনটিইউসি কার্যালয় লক্ষ করে ইট-পাটকেল ছোড়ে।
বিশ্বনাথবাবুর বক্তব্য, “এখন আমাদের সংগঠনের সদস্য সংখ্যা আগের থেকে বহুগুণ বেড়েছে। আমাদেরও কাজের সুযোগ দিতে হবে।” সিটুর জেলা সম্পাদক দেবব্রত বন্দ্যোপাধ্যায় এবং শিল্পাঞ্চলের আইএনটিইউসি নেতা বংশীবদন কর্মকার অবশ্য অভিযোগ করেন, কোনও প্ররোচনা ছাড়াই তাঁদের কার্যালয়ে হামলা চালানো হয়েছে।
দুর্গাপুর শিল্পাঞ্চলে এ ধরনের সংঘাত অবশ্য এখন প্রায়শই হচ্ছে। গত ১ জুন মিশ্র ইস্পাত কারখানায় আইএনটিইউসি কার্যালয় আক্রমণের অভিযোগ ওঠে তৃণমূলের শ্রমিক সংগঠনের বিরুদ্ধে। ৩ জুন প্রান্তিকায় সিটুর অটো ইউনিয়ন অফিস দখল করে লালঝান্ডা খুলে তৃণমূলের পতাকা লাগানো এবং শহিদ বেদিতে সবুজ রং করে দেওয়াতেও তারা অভিযুক্ত। সিটু নেতা দেবব্রতবাবুর অভিযোগ, “বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই ওরা শিল্পাঞ্চলের বহু সিটু অফিসে আমাদের সমর্থকদের ঢুকতে বাধা দিচ্ছে। লাগাতার হুমকি দেওয়া হচ্ছে।” সাড়ে তিন দশকের বাম শাসনে শিল্পাঞ্চলে কাউকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে বাধা দেওয়া হয়নি দাবি করে তাঁর অভিযোগ, “তৃণমূল জোট ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই বিরোধীদের সাংগঠনিক কাজকর্মে বাধা দেওয়া হচ্ছে।” আইএনটিইউসি নেতা বংশীবদনবাবুর মন্তব্য, “শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করতে গিয়ে অন্য শ্রমিক সংগঠনের কার্যালয়ে হামলার চালানো মোটেই কাঙ্ক্ষিত নয়।”
Previous Story Bardhaman Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.