শিক্ষা: রিপোর্ট দেবেন সৌরভ
ত্তরবঙ্গে শিক্ষা ক্ষেত্রে কী কী সমস্যা রয়েছে তা নিয়ে রিপোর্ট তৈরি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবেন তৃণমূলের ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ চক্রবর্তী। সোমবার শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে ওই কথা জানান তিনি। ইতিমধ্যে বিষয়টি নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের সঙ্গে কথা বলেছেন সৌরভবাবু। তিনি বলেন, “শিক্ষায় উত্তরবঙ্গ পিছিয়ে রয়েছে। উচ্চশিক্ষায় ছাত্রছাত্রীদের ভিনরাজ্যে যেতে হয়। প্রয়োজনীয় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় নেই। কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে সমস্ত ভাষার শিক্ষাদানের ব্যবস্থা হয়নি। সমস্ত বিষয় নিয়ে তথ্যসমৃদ্ধ রিপোর্ট মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেব। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। দলনেত্রীর নির্দেশেই তা করা হচ্ছে।” তিনি জানান, উত্তরবঙ্গে একটি বিশ্ববিদ্যালয়, একটি হিন্দি কলেজ ও হিন্দি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন আছে। কেন্দ্রীয় সরকারের মহাত্মা গাঁধী বিশ্ববিদ্যালয়ের একটি শাখা উত্তরবঙ্গে করার ব্যপারে উদ্যোগের কথাও তিনি জানিয়েছেন। এ ছাড়াও উত্তরবঙ্গে বিভিন্ন ভাষার প্রসারের ব্যপারে কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন।
সাংবাদিক বৈঠকে টিএমসিপি রাজ্য সভাপতি সৌরভ চক্রবর্তী (মাঝে)। ছবি: বিশ্বরূপ বসাক

উত্তরবঙ্গে বিশ্ববিদ্যালয়ে নেপালি বিভাগ খোলা হলেও তার পরিকাঠামো দুর্বল। আদিবাসীদের সাদ্রী ভাষা নিয়ে গবেষণাগার, রাজবংশী ভাষার প্রসার নিয়ে পরিকাঠামো উন্নয়নের কথাও রিপোর্টে থাকবে। সৌরভবাবু বলেন, “বামশাসনে কলেজ, বিশ্ববিদ্যালয়গুলি দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। বিভিন্ন কলেজ গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হয়েছে। সে সব ফিরিয়ে আনা মূল লক্ষ্য। যাতে আগামী ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রছাত্রীরা নির্ভয়ে অংশগ্রহণ করতে পারেন।” উত্তরবঙ্গে সংগঠন শক্তিশালী করার ব্যপারেও উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদ নেতা। তিনি জানান, প্রত্যেকটি কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। ছাত্রছাত্রীদের সহযোগিতায় প্রত্যেকটি কলেজে টিএমসিপির তরফে ‘হেল্প ডেস্ক’ চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে সংগঠন ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সভাপতি। সেক্ষেত্রে পুরনোদের সঙ্গে নতুনদেরও কমিটিতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের সংগঠনের সদস্য করার ব্যপারে উদ্যোগে নেওয়া হবে বলে তিনি জানান। পাশাপাশি টিএমসিপি নেতার বক্তব্য, ‘সংগঠন তৈরি করতে কোনও বলপ্রয়োগ চলবে না। অন্য ছাত্র সংগঠনের হাতে থাকা ইউনিয়ন পরিচালনার ক্ষেত্রেও কোনও বাধা দেওয়া চলবে না। জেলা নেতৃত্বকে তা জানিয়ে দেওয়া হয়েছে।”

তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে এখন শিলিগুড়িতেও বলপ্রয়োগের অভিযোগ উঠেছে। ভয় দেখিয়ে শিলিগুড়ি কলজের এসএফআইয়ের ছাত্র প্রতিনিধিদের একাংশকে সংগঠন পরিবর্তনে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ টিএমসিপির বিরুদ্ধে। এসএফআই দার্জিলিং জেলা সভাপতি সৌরভ দাস বলেন, “প্রত্যেকটি কলেজে এসএফআই সদস্যদের উপরে হামলা হচ্ছে। হুমকি ও ভয় দেখিয়ে ছাত্রছাত্রীদের এসএফআই ছাড়তে বাধ্য করা হচ্ছে। এর প্রতিবাদে চলতি সপ্তাহ থেকে বিক্ষোভ আন্দোলনে নামব।” এ দিন তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যয়ের আন্দোলনের পথ সঠিক। সে কারণেই তৃণমূল ছাত্র পরিষদে যোগ দিয়ে তার কাজের শরিক হয়েছি। ছাত্র পরিষদের থাকার সময়ই বিভিন্ন আন্দোলন করেছি। ছাত্রছাত্রীরা আক্রান্ত হলে পাশে দাঁড়িয়েছি। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে পেয়েছি। কংগ্রেসের কোনও নেতাকে পাশে পাইনি।”

First Page Uttarbanga Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.