টুকরো খবর

গাড়িচালকদের জন্য স্বাস্থ্যশিবির
গাড়ির চালকদের জন্য বিশেষ পরিষেবা চালু করল ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ। সোমবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার শ্যামনগরের হাঁসিয়ায় ইন্ডিয়ান অয়েলের একটি পেট্রল পাম্পে গাড়িচালকদের চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। পাম্পে তেল ভরতে আসা দূর গন্তব্যে যাওয়া চালকদের জন্য একটি অত্যাধুনিক শৌচাগার ও স্নানাগারের উদ্বোধন করেন ইন্ডিয়ান অয়েলের চিফ ডিভিশনাল রিটেল সেলস ম্যানেজার সুজয় চৌধুরী। রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দের দু’টি আবক্ষ মূর্তিও উন্মোচন করা হয়। পাম্পের মালিক তাপস চক্রবর্তী বলেন, “ইন্ডিয়ান অয়েলের উদ্যোগে এই শিবির বা শৌচাগার পাইলট প্রকল্প হিসাবে নেওয়া হয়েছে। এরপরে আমরা কী ভাবে চালকদের আরও স্বাচ্ছন্দ্য দেওয়া যায় তার ব্যবস্থা করব।” এমনিতেই গাড়ির চালকদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নিয়মিত থাকছে এখানে। তা ছাড়া এই ধরনের শিবিরও মাঝে মাঝে করা হবে বলে জানান তিনি। এদিনের শিবিরে প্রায় ২০০ জন গাড়িচালকের চোখ ও স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

জঙ্গিপুর হাসপাতালের উন্নতির আশ্বাস
মুর্শিদাবাদ জেলা হাসপাতালে উন্নীত হচ্ছে জঙ্গিপুর মহকুমা হাসপাতাল। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরে জঙ্গিপুর হাসপাতালের সুপার শাশ্বত মণ্ডল এ কথা জানিয়েছেন। এখনও পর্যন্ত মুর্শিদাবাদে কেবল বহরমপুরের হাসপাতাল জেলা হাসপাতাল। জেলা হাসপাতাল হওয়ার পরে শয্যা সংখ্যা ১০০ বাড়বে। শাশ্বতবাবু বলেন, “শুধু যে শয্যা বাড়বে তাই নয়। সেই সঙ্গে বাড়বে চিকিৎসকের সংখ্যাও।” এই হাসপাতালে এখন ২৫০ শয্যা রয়েছে। কিন্তু রোগী ভর্তি থাকেন তিনশোরও বেশি। মহকুমার সাতটি ব্লকের প্রায় ১৬ লক্ষ মানুষের চিকিৎসার জন্য প্রধানত এই হাসপাতালের উপরে নির্ভরশীল। এ ছাড়া বীরভূম ও ঝাড়খণ্ডের অনেক রোগীও এই হাসপাতালে আসেন। শাশ্বতবাবু বলেন, “পরিকাঠামোর উন্নতি হলে সামগ্রিক ভাবে সব রোগীরই লাভ হবে।” এখন রয়েছেন ৩৬ জন চিকিৎসক। তবে চতুর্থ শ্রেণির কর্মীর ২০টি শূন্য পদ পূরণ করা হয়নি। হাসপাতালে বেশ কিছু যন্ত্রপাতিও অকেজো। শাশ্বতবাবু বলেন, “স্বাস্থ্য দফতরকে সবই বলা হয়েছে। হাসপাতালের আশেপাশে অনেক জায়গাও রয়েছে। উন্নয়নমূলক প্রকল্পে অসুবিধা হবে না।”

প্রসাদ খেয়ে অসুস্থ
রবিবার দুপুরে বহরমপুর থানার চরমহুলা গ্রামে গঙ্গাপুজোর প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন অন্তত ২০ জন। তাঁদের মধ্যে ১০ জনকে কর্ণসুবর্ণের বহরমপুর ব্লক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অসুস্থদের মধ্যে ২টি শিশু এবং ৬ জন মহিলা রয়েছেন।

রক্তদানে সচেতনতা
১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস। রক্তদান নিয়ে সচেতনতা বাড়াতে তাই শনিবার খড়্গপুর শহরে র্যালির আয়োজন করেছিল ভলান্টারি ব্লাড ডোনার্স অর্গানাইজেশন। র্যালির উদ্বোধন করেন স্থানীয় কংগ্রেস বিধায়ক জ্ঞানসিংহ সোহনপাল।
Previous Story Swasth First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.