সোনা জিতে বিশ্ব ক্রমপর্যায়ে সুস্মিতা
য় বছর পর ফের আন্তঃ রাজ্য অ্যাথলেটিক্স মিটে সোনা জিতলেন সুস্মিতা সিংহরায়। সোমবার বেঙ্গালুরুতে হেপ্টাথলনের শেষ তিনটি ইভেন্টের পর ৫৬২৫ পয়েন্টে শেষ করলেন তিনি। অনেক পিছনে থেকে রুপো জিতলেন পঞ্জাবের নবপ্রীত কৌর। করলেন ৫০৭০। সোনা জিতে উচ্ছ্বসিত সুস্মিতা বেঙ্গালুরু থেকে ফোনে বলে দিলেন, “আমি রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্রকে কথা দিয়ে এসেছিলাম বাংলার জন্য সোনা নিয়ে যাব। সেটা করতে পেরে ভাল লাগছে। আমি পদক ক্রীড়ামন্ত্রীকেই উৎসর্গ করছি।”
বাংলা এ দিন আর কোনও পদক পায়নি। সবারই তাই লক্ষ্য ছিল মেদিনীপুরের মেয়ে সুস্মিতাকে ঘিরে। সাতটি ইভেন্টের মধ্যে শেষ ইভেন্টটি ছিল ৮০০ মিটার দৌড়। সুস্মিতার কোচ কুন্তলবাবু বললেন, “ওই ইভেন্টে ২.২৩ করলেই প্রথম পঞ্চাশে ঢুকে পড়ত সুস্মিতা। কিন্তু সুস্মিতা ২.২৮ করায় সেটা হল না। তবে বহুদিন পর বিশ্ব র্যাঙ্কিং-এ ঢুকল। ৫৭ নম্বর হল। এত দিন ১০০তে ছিল না।”
তিন বছর আগে সুস্মিতার র্যাঙ্কিং ছিল ৩৫। কিন্তু এর পর চোট আঘাত ও হতাশা থেকে অনেক পিছিয়ে পড়েছিলেন সুস্মিতা। আনন্দের মধ্যেও বললেন, “চোটের জন্য পুরো শক্তি দিয়ে অনুশীলন করতে পারছিলাম না। এই সোনা আমাকে নতুন জীবন দিল।” রেলের হয়ে ওপেন মিটে নেমে শেষ সোনা জিতেছিলেন ২০০৮-এ। এই সোনা জেতায় জাপানের কোবে-তে এশীয় মিটের জন্য ভারতীয় দলে নির্বাচিত হলেন তিনি। আজ মঙ্গলবার ৮০০ মিটার দৌড়ে নামছেন হুগলির মেয়ে প্রতিমা টুডু। এ ছাড়াও মেয়েদের ৪০০ মিটার রিলে ইভেন্ট রয়েছে। প্রতিমার ইভেন্টে অবশ্য রয়েছেন পি টি ঊষার ছাত্রী টিন্টু লুকা। বাংলার ম্যানেজার আশিস সেনগুপ্ত ফোনে বললেন, “আরও দুটো পদক আমরা কাল পাবই।”
Previous Story Khela Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.