টুকরো খবর
শেয়ার বাজারে স্থিতাবস্থা
সোমবার খুব একটা পরিবর্তন দেখা গেল না শেয়ার বাজারে। এ দিন এক সময়ে দু’সপ্তাহের মধ্যে সবচেয়ে নীচে নামার পর দিনের শেষে কিছুটা ঘুরে দাঁড়াল বাজার। শেষ পর্যন্ত সেনসেক্স থামল ১৮,২৬৬.০৩ অঙ্কে। গত শুক্রবারের থেকে ২.৫১ পয়েন্ট কম। শুরুতে মুনাফা তুলতে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ-সহ বেশ কিছু সংস্থার বিক্রি করেন লগ্নিকারীরা। যার জেরে সূচক নেমে যায় ১৮,১২০.৭৬ অঙ্কে। পরে লগ্নিকারীরা নির্দিষ্ট কিছু সংস্থার শেয়ার কেনার জেরে কিছুটা হলেও ঘুরে দাঁড়ায় বাজার। বিশেষজ্ঞদের মতে, মঙ্গলবার সার্বিক মুদ্রাস্ফীতি প্রকাশ এবং ১৬ জুনের রিজার্ভ ব্যাঙ্কের ঋণনীতি ঘোষণার আগে লাভের টাকা তুলতেই শেয়ার বিক্রি করতে শুরু করেন বিনিয়োগকারীরা। যার জেরে সেনসেক্সের এই পতন। এ দিন ২০১০-’১১ আর্থবর্ষের ফল প্রকাশ করল টাটা এআইজি লাইফ। আলোচ্য সময়ে সংস্থার নিট মুনাফা দাঁড়িয়েছে ৫১.৭৯ কোটি টাকা।

ডি ই পি বি প্রকল্পের মেয়াদ বাড়ল ৩ মাস
রফতানিতে শুল্ক ছাড় সংক্রান্ত ‘ডিউটি এনটাইটেলমেন্ট পাস বুক’ বা ডিইপিবি প্রকল্প তুলে দেওয়ার সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখল কেন্দ্র। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রকল্প চালু থাকবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থসচিব সুনীল মিত্র। তবে কোনও ভাবেই এই সময়সীমা আর বাড়ানো হবে না বলে এ দিন কেন্দ্রের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। ডিইপিবি-র বিকল্প হিসেবে ‘ডিউটি ড্রব্যাক স্কিম’ চালুর বিষয়টি একটি সরকারি কমিটি খতিয়ে দেখবে বলে জানান সুনীলবাবু। এর আগে ৩০ জুন থেকে ওই প্রকল্প তুলে দেওয়ার কথা জানিয়েছিল কেন্দ্র। যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল দেশের রফতানি মহল। তাদের আশঙ্কা, ওই প্রকল্প তুলে দিলে, দেশের রফতানি মার খাবে। সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তকে এ দিন স্বাগত জানিয়েছে বণিকসভা সিআইআই।

বৈঠক ব্যর্থ, ধর্মঘট ওঠেনি মারুতিতে
মারুতির মানেসর কারখানায় ১০ দিন ধরে চলা ধর্মঘট নিয়ে হরিয়ানা সরকার, মালিক এবং শ্রমিক পক্ষের মধ্যে বৈঠক সোমবার ব্যর্থ হয়। সংস্থা কর্তৃপক্ষ ১১ জন বরখাস্ত শ্রমিককে কাজে ফেরানো এবং আলাদা শ্রমিক ইউনিয়নের দাবি মেনে না নেওয়ায় এ দিন মতৈক্য হয়নি।

এ আই-কে জ্বালানি দিতে রাজি তেল সংস্থা
অবশেষে সরকারি মধ্যস্থতায় এয়ার ইন্ডিয়াকে তিন মাস বাড়তি জ্বালানি জোগাতে রাজি তেল সংস্থাগুলি। বকেয়া মেটানোর জন্যও সময় পাবে এআই। বিমানমন্ত্রী, তেলমন্ত্রী ও তেল সংস্থাগুলির বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
Previous Story Business First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.