টুকরো খবর


মাটি কাটা ঘিরে ক্ষোভ
যন্ত্র দিয়ে পুকুরে মাটি কাটাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হল নলহাটি থানার শ্যাওড়া গ্রামে। শ্যাওড়া গ্রাম-সহ আশপাশের চারটি গ্রামের প্রায় শতাধিক পুরুষ-মহিলা যন্ত্র দিয়ে পুকুরের মাটি কাটাতে বাধা দেন। ওই গ্রামবাসীদের সঙ্গে যোগ দেন কুরুমগ্রাম পঞ্চায়েতের প্রধান বাবর আলি-সহ তাঁর অনুগামী তৃণমূলের কর্মী-সমর্থকেরা। বাবর আলি বলেন, ‘‘২০১১-১২ আর্থিক বছরে পঞ্চায়েতে এখনও পর্যন্ত মাত্র ৫ দিন কাজ পেয়েছেন ১০০ দিন প্রকল্পের জবকার্ড হোল্ডাররা। অথচ পঞ্চায়েত সমিতির উদ্যোগে শ্যাওড়া গ্রামে যন্ত্র দিয়ে পুকুরে মাটি কাটা চলেছে। ফলে, শ্রমিকেরা তাঁদের কাজ থেকে বঞ্চিত হচ্ছেন।” তাঁর অভিযোগ, “কোন প্রকল্পে কত টাকা ব্যয়ে পঞ্চায়েত সমিতি এই কাজ করাচ্ছে তা জনসাধারণের জ্ঞাতার্থে বিজ্ঞপ্তি দিয়েও জানানো হয়নি। তাই বাধ্য হয়ে আমরা কাজ বন্ধ করেছি।” নলহাটি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি কংগ্রেসের মাধবেন্দ্র ঘোষাল বলেন, “ওই পুকুরে পঞ্চায়েত সমিতির কোনও কাজ করা হচ্ছে না। তবে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মাটি কাটার কাজের জন্য পুকুরটিকে প্রকল্পের মধ্যে রাখা হয়েছে।”


প্রদর্শশালা বন্ধ
সংস্কারের জন্য ১৬ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে রবীন্দ্রভবনের মিউজিয়াম। সোমবার একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান, বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অমিতাভ চৌধুরী। রবীন্দ্রভবনের প্রাধিকারিক নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায় বলেন, “শুধুমাত্র প্রদর্শশালা বন্ধ থাকবে। রবীন্দ্রভবনের দফতর, অভিলেখাগার, গ্রন্থাগারের কাজকর্ম যথাবিধি চলবে। কর্মী, অধ্যাপক, গবেষক ও ছাত্রছাত্রীরা সেগুলি ব্যবহার করতে পারবেন।” তিনি জানান, ধুলো, ড্যাম্প, পোকামাকড় থেকে মূল্যবান নথিপত্র সংরক্ষণের জন্য রবীন্দ্রভবনে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা হবে। সেই জন্যই বন্ধ থাকবে প্রদর্শশালা।


অনাস্থা প্রস্তাব বাতিল পঞ্চায়েতে
সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুপস্থিতিতে বানচাল হল প্রধানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব। ফলে নলহাটি ১ পঞ্চায়েত সমিতির বড়লা গ্রাম পঞ্চায়েতের প্রধানের পদে বহাল থেকে গেলেন কংগ্রেসের দীনবন্ধু মাল। ওই পঞ্চায়েতে কংগ্রেসের ৪ জন, সোস্যালিস্ট দলের ৪ জন, বিজেপি’র ২ জন এবং সিপিএমের ২ জন সদস্য রয়েছেন। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনতে গিয়ে সিপিএমের দুই সদস্য কংগ্রেসের দু’জনের সঙ্গে জোট বাঁধেন। সংশ্লিষ্ট বিডিও’র কাছে ওই চার জন স্বাক্ষর করে অনাস্থা প্রস্তাব জমা দেন। সোমবার ওই ব্যাপারেই ভোটাভুটির দিন ধার্য করে ব্লক প্রশাসন। পঞ্চায়েতের নির্বাহী সহায়ক রিজানুর হোসেন বলেন, “এ দিন ওই পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে আনা অনাস্থায় একমাত্র স্বাক্ষর করেন সোস্যালিস্ট দলের সদস্য অসীম মণ্ডল। বিজেপির দুই সদস্য এবং সোস্যালিস্ট দলের তিন সদস্য উপস্থিত থেকেও স্বাক্ষর করেননি।”


বোলপুরের কোর্টে কর্মবিরতি
দীর্ঘদিনের দাবি মেনে বোলপুরে অতিরিক্ত জেলা দায়রা আদালত স্থাপন করা, সিভিল কোর্ট জুনিয়র ডিভিশন-এর অর্ডার কপি সময়মতো হাতে পাওয়া, বোলপুর আদালতের সহকারি জেলা জজকে ক্ষমতা প্রদান করা-সহ চার দফা দাবিতে সোমবার থেকে কর্মবিরতি শুরু করলেন বোলপুর আদালতের আইনজীবিরা। এই কর্মবিরতির ফলে বিচারকেরা আদালতে থাকলেও কোনও মামলার কাজকর্ম হয়নি। বোলপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি দেবকুমার দত্তে’র অভিযোগ, “অতিরিক্ত জেলা দায়রা আদালত বোলপুরে হওয়ার কথা জানিয়ে সিদ্ধান্ত এলেও অজ্ঞাত কারণে তা বাতিল করা হয়েছে। অর্ডার কপি সময়মতো হাতে না পাওয়ায় মক্কেলরা হয়রানির শিকার হচ্ছেন। সহকারি জেলা জজকে ক্ষমতা প্রদান না করায় নানা অসুবিধা হয়।” তিনি জানান, আগামী শনিবার পর্যন্ত কর্মবিরতি চলবে।


বধূর অপমৃত্যু
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক বধূর। পুলিশ জানায়, মৃতার নাম অঞ্জু লেট (২৮)। বাড়ি রামপুরহাট থানার গুগ গ্রামে। মৃতার বাবা প্রভাত লেট বলেন, “তিন মাস আগে মেয়ের বিয়ে দিয়েছিলাম। মেয়ে মাঝে মধ্যেই বলত জামাই-সহ শ্বশুরবাড়ির লোকজন ওর উপর অত্যাচার করে। গতকাল দুপুরে অগ্নিদগ্ধ হওয়ার খবর পাই।” তাঁর অভিযোগ, “খোঁজ নিতে শ্বশুরবাড়ি গেলে কাউকে পাওয়া যায়নি। এর পর রামপুরহাট হাসপাতালে এসে দেখি মেয়ে মারা গিয়েছে।” প্রভাতবাবু জানান, তিনি মেয়ের স্বামী, শ্বশুর, শাশুড়ি-সহ মোট ৬ জনের বিরুদ্ধে রামপুরহাট থানায় বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানায়, অভিযুক্তেরা পলাতক। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।


নদীতে নিখোঁজ
নদীতে মাছ ধরতে গিয়ে তলিয়ে গেলেন এক প্রৌঢ়। তাঁর নাম জহর মাল (৫০)। বাড়ি মাড়গ্রামের মথুরাপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে ওই ব্যক্তি জাল নিয়ে গ্রাম সংলগ্ন দ্বারকা নদীতে মাছ ধরতে যান। রাত পর্যন্ত ওই ব্যক্তির খোঁজ মেলেনি।
Previous Story Purulia Next Item



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.