|
|
|
|
|
|
|
তিনি বলেন |
আমরা সকলেই চাই
দ্রুত পারমিট হয়ে যাক।
|
উজ্জ্বল দে |
প্রসঙ্গ স্কুলগাড়ির বৈধকরণ |
|
|
|
|
|
বাজার যাওয়ার আগে |
|
|
লেক মার্কেট: আলু ৮, পেঁয়াজ ১৪, বেগুন ১৫, টোম্যাটো ১৫, লাউ ১৫, পটল ১৫, শসা ১৫, ঝিঙে ২৪, কাঁচকলা ৪ টাকা (একটি),
কাঁচা আম ২০, বিন ৪০, হিমসাগর আম ২৫, ল্যাংড়া ৩০, মোসাম্বি ৫০ (ডজন), বেদানা ২০০, কাটা পোনা ১৬০, ট্যাংরা ৩০০,
পমফ্রেট ২৫০, গুরজালি ২৫০, ভেটকি ৩০০, বোয়াল ১৬০, পাবদা ২৫০, ডিম ৩ (একটি), মুরগির মাংস ১৪০। মানিকতলা: আলু ৭, পেঁয়াজ ১২, ক্যাপসিকাম ৪০, টোম্যাটো ১৬, পেঁপে ১৫, পটল ১৫, কাঁচকলা ৩ টাকা (একটি), কাঁচা আম ২০,
বিন ৩৫, হিমসাগর আম ২৫, ল্যাংড়া ৩০, মোসাম্বি ৫০ (ডজন), বেদানা ২০০, কাটা পোনা ১৬০, ট্যাংরা ৩০০,
গুরজালি ২৫০, ভেটকি ৩০০, পাবদা ২৫০, তোপসে ২৫০, ডিম ৩ (একটি), মুরগির মাংস ১৪০।
শোভাবাজার: আলু ৭, পেঁয়াজ ১২, বেগুন ১৫, টোম্যাটো ১৬, ঢ্যাঁড়স ২০, পেঁপে ১৬, পটল ১৫, শসা ১৫, ঝিঙে ২০,
কাঁচা আম ২০, কুমড়ো ১৫, হিমসাগর আম ২৫, ল্যাংড়া ৩০, মোসাম্বি ৫০ (ডজন), বেদানা ২০০, কাটা পোনা ১৬০, কাতলা ২০০,
ট্যাংরা ৩০০, পমফ্রেট ২৫০, ভেটকি ৩০০, পার্শে ২৫০, পাবদা ২৫০, তোপসে ২৫০, ডিম ৩ (একটি), মুরগির মাংস ১৪০। |
|
|
|
|
|
|
আজ জন্মদিন হলে |
|
পুলকরঞ্জন দেব |
|
|
|
শুভ সংখ্যা: ৩, ৫ ও ৯।
শুভ দিন: বুধ, শুক্র ও শনি।
শুভ রং: সাদা, ছাই ও সবুজ।
শুভ রত্ন: হিরে, পান্না ও পীত পোখরাজ। |
স্নায়বিক দুর্বলতা থাকলে সুচিকিৎসা প্রয়োজন। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে, আর্থিক সাফল্য পাবেন। একাধিক উপায়ে উপার্জন বাড়বে। দায়িত্ব পালনের জন্য হঠাৎ ব্যয়। টাকা ধার দিলে ফেরত পাবেন না। পুরনো বকেয়া পাওনা পেতে হয়রানি। ব্যবসায় ভাগ্যোদয় ও একাধিক যোগাযোগে আর্থিক সাফল্য। কর সংক্রান্ত আইনি সঙ্কটে পড়তে পারেন। প্রিয়জনের বিদেশ যাওয়ার শুভ যোগ। সম্পত্তি নিয়ে স্বজন-বিরোধ বাড়তে পারে। সামাজিক প্রতিপত্তি বাড়বে। |
|
|
|
সতর্ক থাকুন |
|
কলকাতার রাস্তাঘাটের অবস্থা জানতে ‘এসএমএস গপশপ’-এর আওতায় ‘রেজিস্ট্রেশন’ করলেই চলবে।
মোবাইলে ‘KP’ টাইপ করে তা ০৯২১৯৫৯২১৯৫ নম্বরে পাঠিয়ে দিলেই জানা যাবে বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা।
এসএমএস করে রাস্তার হাল জেনে নিন। ‘TRF’ লিখে ৫৭৫৭৫৬ নম্বরে পাঠিয়েদিলেই
কোথায় কেমন যানজট, জানিয়ে দেবে ট্রাফিক পুলিশ।
ট্যাক্সিচালক প্রত্যাখ্যান করলেও ওই নম্বরে এসএমএস করুন বা ফোন করুন ১০৭৩ (টোল-ফ্রি) নম্বরে।
|
|
|
|
|
৫০ বছর আগে |
|
|
|
ঠেলাগাড়িই ভরসা |
|
শনিবার টালিগঞ্জ রেলওয়ে ব্রিজের নিকটে রসা রোডে কয়েক ঘণ্টার জন্য ঠেলাগাড়িই ছিল একমাত্র যানবাহন। প্রবল বারিপাতের ফলে ঐ রাস্তায় প্রায় তিন ফুট পরিমাণ জল জমিয়াছিল। সুতরাং জরুরী অবস্থায় রাস্তা পারাপারের জন্য ঠেলাওয়ালারা এই দিন দুই পয়সা পাইয়াছে। ঠেলাগাড়ির উপরে একজন প্রতি এক আনা হারে তাহারা ভাড়া ধার্য করিয়াছিল।
আনন্দবাজার পত্রিকা, ১১ জুন,১৯৬১। বানান ও ভাষা অপরিবর্তিত রেখে সংক্ষেপিত। |
|
|
|
|
|
|
|
|
|
|