কথাশিল্প আবৃত্তি চর্চাকেন্দ্র এবং তিতলি পত্রিকার যৌথ উদ্যোগে রবিবার বিকেলে সদ্য প্রয়াত কবি মল্লিকা সেনগুপ্তের স্মরণ অনুষ্ঠানের আয়োজন করল। ধুবুলিয়ার মেঘছায়া ভবনে কবিতা, গান এবং প্রয়াত কবির লেখা পাঠের মধ্য দিয়ে স্মরণ করা হল ‘কথামানবী’-কে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রকাশিত হয়েছে নীলাদ্রিশেখর সরকার সম্পাদিত পত্রিকা ‘কথাকৃতি’। ‘আমাদের মল্লিকা’ নামে ওই পত্রিকার বিশেষ সংখ্যায় ১৭ কবির লেখা ছাড়াও রয়েছে প্রয়াত কবি সম্বন্ধে বিভিন্ন গুণীজনের স্মৃতিচারণ।
|
রবীন্দ্রনাথের পদধুলিধন্য প্রমথ চৌধুরীর বড়ি রানিকুঠি সংলগ্ন মাঠে ৩ জুন থেকে ৬ জুন পর্যন্ত রবীন্দ্রমেলার আয়োজন করেছে সার্ধশতবর্ষ রবীন্দ্রজয়ন্তী উদযাপন কমিটি ও বৈশাখী ক্লাব। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি মেলার অন্যতম আকর্ষণ ছিল রবীন্দ্র-জীবন ও সৃষ্টি বিষয়ক প্রদর্শনী। |
চৈতন্যযুগ থেকে নবাবী আমল হয়ে সাম্প্রতিক কবিতা চর্চার মধ্য দিয়ে মুর্শিদাবাদ জেলার কবিতার যে সমৃদ্ধি, অগ্রগতি ও বিস্তার লাভ ঘটেছে, তার ধারাবাহিক রূপরেখা তুলে ধরার চেষ্টা হয়েছে সৈয়দ খালেদ নৌমানের লেখা ‘মুর্শিদাবাদের কবিতা চর্চার ধারা’ গ্রন্থে। ৩৫২ পাতার ওই গ্রন্থে ষোড়শ শতকের কবি কৃষ্ণদাস কবিরাজ, দ্বিজ হরিদাস, গোকুলানন্দ দাস থেকে সম্প্রতি কবিতাচর্চার সঙ্গে জড়িত কবিদের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে বা কর্মসূত্রে মুর্শিদাবাদ জেলায় যে সমস্ত কবির আগমন ঘটেছে, তাঁদের কথাও গ্রন্থবদ্ধ করা হয়েছে। গত ২৮ মে বহরমপুর রবীন্দ্রসদনে আনুষ্ঠানিক ভাবে ওই গ্রন্থের প্রকাশ করেন কবি প্রণবকুমার মুখোপাধ্যায়। ওই দিনই প্রকাশিত হয়েছে ‘অর্কেস্ট্রা’ কবিতাপত্রের ২০ বছর পূর্তি সংখ্যা। |
চতুর্থ বার্ষিক নৃত্য কর্মশালা প্রশিক্ষণের আয়োজন করল বহরমপুর নটরাজ নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র। প্রথম পর্যায়ে গত ২৭-৩০ মে বহরমপুর কালেক্টরেট ক্লাব হলে সৃজনশীল ও আধুনিক নৃত্যের পাশাপাশি ছৌ-নাচ ও ব্যালে নৃত্যের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষক হিসেবে হাজির ছিলেন ক্যালকাটা কয়্যার ও পথের পাঁচালীর সংস্থার কর্ণধার কবীর সেন বরাট, সোমনাথ দত্ত ও সমীরণ মুখোপাধ্যায়। কর্মশালার দ্বিতীয় পর্যায়ে গত ৫-৭ জুন কথাকলি ও মণিপুরী নৃত্যের প্রশিক্ষণ দেন বিশ্বভারতীর স্বেতান্বীতা দাস ও জয়ীতা ঘোষ। ওই কমর্শালায় বহরমপুর, কান্দি, বেলডাঙা-সহ জেলার বিভিন্ন প্রান্তের শ-খানেক শিক্ষার্থী শিল্পী ওই কর্মশালায় অংশগ্রহণ করেন।
|
মুর্শিদাবাদ জেলাপ্রশাসনের উদ্যোগে ও জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের সহযোগিতায় রবিবার বহরমপুর রবীন্দ্রসদনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়। সকালে ব্যানার, ফেস্টুন ও ট্যাবলো-সহ মিছিল শহর প্রদক্ষিণ করে। বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য, স্কুলের ছাত্রছাত্রী, সরকারি কর্মী ও প্রশাসন আধিকারিক ওই মিছিলে অংশ নেন। মাইকে ও লিফলেট বিলি করে জনসাধারণের সচেতনতা বাড়াতে পরিবেশ রক্ষা বিষয়ক প্রচার চালানো হয়। আয়োজন করা হয় পরিবেশ বিষয়ক এক আলোচনা সভারও।
|
নবদ্বীপ বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে বিকাশ বসু ও অমিল সেনগুপ্তের যুগ্ম সম্পাদনায় প্রকাশিত ‘কূজন’ কবিতা সংকলন। কবিতা সংকলনের প্রতি পাতায় রয়েছে কবিতার সঙ্গে মানানসই অলংকরণ। |