দমদম পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাদ্রা মাঠের পাশের একটি ভ্যাটের দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। খেলার মাঠের পাশে প্রায় ১৫০ বর্গফুটের ওই ভ্যাটটি নিয়ে এলাকার মানুষের অভিযোগ দীর্ঘ দিনের। বাসিন্দাদের অভিযোগ, পুরসভার কর্মীরা নিয়মিত ভ্যাটটি পরিষ্কার করেন না। ফলে মশা-মাছি আর দুর্গন্ধে নাকাল হতে হয়।
বাদ্রা খেলার মাঠের পাশে (দুর্গানগর স্টেশন রোডের এক পাশে) বছর তিনেক আগে তিন দিক ঘেরা ওই ভ্যাটটি তৈরি হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, ভ্যাটটি তৈরির সময়ই এলাকার মানুষ আপত্তি তোলেন। বাসিন্দাদের আপত্তিতে কান দেয়নি তৎকালীন পুরবোর্ড। নিয়মিত পরিষ্কার করার আশ্বাস দিয়ে ওই ভ্যাট তৈরি হয়। কিন্তু এখন ভ্যাট নিয়মিত পরিষ্কার হয় না। কোনও দিন আংশিক দিন ময়লা তোলা হয়। ফলে ভ্যাটেই আবর্জনা পচে দুর্গন্ধ ছড়ায়।”
|