অস্ত্রোপচার করতে গিয়ে চিকিৎসা বিভ্রাটে এক তরুণীর মৃত্যুর অভিযোগে রাস্তা অবরোধ করল জনতা। ঘটনাটি ঘটেছে হুগলির শ্রীরামপুরের মানিকতলায় একটি নার্সিংহোমে। সোমবার সন্ধ্যায় ওই তরুণীর মৃত্যু হয় বলে নার্সিংহোম কর্তৃপক্ষ জানান। পুলিশ জানায়, মৃতার নাম ঝুমা গঙ্গোপাধ্যায় (২৭)। ভুল চিকিৎসায় ওই তরুণীর মৃত্যু হয়েছে বলে পুলিশে অভিযোগ দায়ের করেন বাড়ির লোক। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বছর খানেক আগে ঝুমার ডান হাত ভেঙে যাওয়ায় হাতে স্টিলের প্লেট বসানো হয়। অস্ত্রোপচার করে ওই প্লেট বের করার কথা ছিল। সেই মতো সোমবার সকালে ঝুমাকে অপারেশন থিয়েটারে ঢোকানো হয়। ঝুমার আত্মীয়-স্বজন জানান, অস্ত্রোপচারের পরেই তাঁর খিঁচুনি শুরু হয়। ঝুমার আত্মীয় দেবার্ঘ রায়চৌধুরী অভিযোগ করেছেন, “অ্যানাস্থেসিয়া প্রয়োগে ভুল হওয়াতেই ঝুমার শরীরে বিরূপ প্রতিক্রিয়া হয়। কিন্তু এর পরেও ওর উপযুক্ত চিকিৎসায় নার্সিংহোম কর্তৃপক্ষ আন্তরিক ছিলেন না। ভুল চিকিৎসাতেই মৃত্যু হল।” মৃত্যুর খবরে উত্তেজনা ছড়ায়। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। মঙ্গলবার সকালে দোষী চিকিৎসক এবং চিকিৎসা-কর্মীদের শাস্তির দাবিতে বটতলায় জিটি রোড অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
|