সল্টলেক সাইতে ধুন্দুমার। খাবার অতি নোংরা। গ্লাস প্লেটও তাই। মাংস বলে দেওয়া হচ্ছে হাড়। অথচ এক এক জন ক্রীড়াবিদের খাবারের জন্য বরাদ্দ দিনে ৯০০ টাকা। সাই কর্তার দুর্ব্যবহার চলছে। এর প্রতিবাদে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে খাবার বয়কট করলেন ভারতীয় তিরন্দাজরা। রাহুল বন্দোপাধ্যায়, জয়ন্ত তালুকদার, বোম্বাইলা দেবী, দীপিকা কুমারিরা মারাত্মক ক্ষুব্ধ। তিরন্দাজদের থেকে জানা গেল, কিছু দিন আগে সাইয়ের ডিরেক্টর এস হারমিলাপি-র কাছে অভিযোগ জানাতে গিয়ে অপমানিত হন লিম্বা রাম। তরণদীপ রাই অসুস্থ হয়ে পড়ায় আজ খাবার বয়কট। দলের প্রধান কোচ লিম্বা রাম বললেন, “অতি নিম্ন মানের খাবার দেওয়া হয়। অথচ বিশ্বকাপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে দল। অভিযোগ করলেও ফল হয়নি। এখানে গ্লাস-প্লেট ধোয়ার লোকও নেই। বাথরুম অপরিষ্কার। ওরা তো অসুস্থ হয়ে পড়ছে।” খবর পেয়ে ভারতের তিরন্দাজি সংস্থার সাধারণ সচিব পরেশ নাথ মুখোপাধ্যায় চলে আসেন সাইতে। সাইয়ের ব্যবস্থায় ক্ষুব্ধ তিনিও। তবে তিনি তিরন্দাজদের মাথা ঠান্ডা রাখতে বলেন। “তিন দিন পর ওরা চলে যাবে তুরস্কে। তার আগে আমি ওদের মাথা ঠান্ডা রাখতে বলেছি।”
|