সম্পাদক সমীপেষু...
নিয়ম কি ভাঙার জন্য

আমাদের দেশে পরিবেশ রক্ষায় যে সব আইন করা হয় তা প্রায়শই ভঙ্গ করা হয় এবং প্রশাসন সেগুলি কার্যকর করার জন্য কোনও ব্যবস্থা নেয় না। তাই অবাধে প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার হচ্ছে, প্রকাশ্য স্থানে ধূমপান অবাধে চলছে, অনেক সময় এর বিরুদ্ধে প্রতিবাদ করেও লাভ হয় না। যেমন, কলকাতার কলেজ স্ট্রিট কফি হাউসে ধূমপান অবাধে চলছে, যদিও সেখানে বিজ্ঞপ্তি দেওয়া আছে যে, সেখানে ধূমপান নিষেধ। এ বিষয়ে কর্তৃপক্ষকে প্রতিবাদ জানালেও তাঁরা নীরব দর্শক হিসেবে থাকাই শ্রেয় বলে মনে করেন এবং বলেন, কফি খাওয়ার পর তো একটু ধূমপান করতেই পারে। ধূমপান নিষেধ সংক্রান্ত বিজ্ঞপ্তির কথা বললে, তাঁদের উত্তর, সরকারি নির্দেশ আছে বলে ওটা লাগানো হয়েছে। আপনার বহুল প্রচারিত দৈনিকের মাধ্যমে এ বিষয়ে পুলিশ, প্রশাসন ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দৃষ্টি আকর্ষণ করছি।
প্রদীপকুমার দত্ত। প্রাক্তন প্রধান, পদার্থ বিজ্ঞান বিভাগ, প্রেসেডেন্সি কলেজ, কলকাতা


রুবি মোড়ে ফুটব্রিজ চাই

আমি প্রতিবন্ধীদের জন্য একটা প্রতিষ্ঠান চালাই কসবা ইন্ডাস্ট্রিয়াল এস্টেট-এ। প্রতিষ্ঠানটি ঠিক রুবি হাসপাতালের পিছনে। এই প্রতিষ্ঠানে প্রায় ৫০/৬০ জন প্রতিবন্ধী ছেলেমেয়ে প্রশিক্ষণ নেয় ও কাজ করে। এ ছাড়া এই ইন্ডাস্ট্রিয়াল এস্টেট-এই আরও একটি প্রতিষ্ঠান আছে। নাম ‘সাইলেন্স’। সেখানে বধির ছেলেমেয়েরা কাজ করে। তারা ও সাধারণ মানুষ প্রতি দিনই রুবির মোড় দিয়ে এ-পার ও-পার হতে শুধু নাজেহালই নয়, জীবনের ঝুঁকি নিতে বাধ্য হয়। আমরা চাই, রুবির মোড়ে অবিলম্বে ফুটব্রিজ করা হোক।
ড. তপনকুমার ধর। প্রেসিডেন্ট ইন্ডিয়ান কাউন্সিল অব রিহ্যাব অ্যান্ড স্পোর্টস ফর দ্য ডিসএবল্ড, কলকাতা-১৩৭

পশ্চিমবঙ্গের শিক্ষা বিষয়ে সুকান্ত চৌধুরীর লেখাটির দ্বিতীয়
ও শেষ পর্ব প্রকাশিত হবে আগামী কাল, বৃহস্পতিবার।
Previous Item Editorial First Page




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.