অর্থনীতির শ্লথগতির জন্য রিজার্ভ ব্যাঙ্কের ঋণনীতিকেই দায়ী করেছেন বণিকসভা ফিকি-র সেক্রেটারি জেনারেল রাজীব কুমার। প্রসঙ্গত, গত ২০১০ সালের মার্চ থেকে ৯ বার সুদ বাড়িয়েছে শীর্ষ ব্যাঙ্ক। যার জেরে ঋণ নেওয়ার খরচ বহুগুণ বেড়েছে। অ্যাসোচ্যাম প্রেসিডেন্ট দিলীপ মোদীও একই কারণের উল্লেখ করে বলেন, চড়া সুদের ফলে পরিকাঠামো ক্ষেত্রে সঙ্কুচিত হয়েছে লগ্নি। এই পরিপ্রেক্ষিতে সিআইআই প্রেসিডেন্ট বি মুথুরামন ভূমি ও শ্রম আইনে ব্যাপক সংস্কারের দাবি তুলেছেন। যাতে উৎপাদন শিল্পে দ্রুত বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া যায়। সে ক্ষেত্রে শিল্পোৎপাদন বাড়লে সার্বিক ভাবে আর্থিক বৃদ্ধি ঊর্ধ্বমুখী হবে বলে তাঁর আশা। |