টুকরো খবর
কেটেও কাটল না রেজিস্ট্রির সমস্যা
জেলাশাসকের হস্তক্ষেপে বৃহস্পতিবার থেকে মুর্শিদাবাদ জেলা জুড়ে সাব রেজিস্ট্রি অফিসগুলিতে কাজ চালু হলেও সামগ্রিক ভাবে অচলাবস্থা কাটল না। জেলায় দৈনিক গড়ে ২ হাজার দলিল রেজিস্ট্রেশন করা হয়। বৃহস্পতিবার তার ২০ শতাংশও রেজিস্ট্রেশন করা যায়নি বলে খবর। যদিও জেলাশাসক ওয়াই রত্নাকর রাওয়ের দাবি, “বুধবার জেলা প্রশাসনের বৈঠকে সব পক্ষই কাজ শুরুর আশ্বাস দিয়েছিল। সেই মতো প্রতিটি অফিসেই কাজ শুরু হয়েছে।” জেলা দলিল লেখক সমিতির সম্পাদক আনোয়ারুল হকের অভিযোগ, “কপি রাইটাররা নানা অজুহাতে দলিল কপি করতে চাননি এদিন। সমস্ত সাব রেজিস্ট্রি অফিস থেকেই একই অভিযোগ পেয়ে আমরা বিভাগীয় ডিআইজিকে (রেজিস্ট্রেশন) সমস্যার কথা জানাই। কিন্তু তাতেও কোনও ফল হয়নি। বাড়তি পয়সা না দেওয়ায় কাজ করতে চাইছেন না কপি রাইটাররা। ফলে এদিন খুব সামান্য সংখ্যক দলিল রেজিস্ট্রি করা গিয়েছে।” কপিরাইটার ফেডারেশনের রাজ্য সম্পাদক কাবির হোসেন অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছেন। অচলাবস্থা কাটেনি মানলেও এই পরিস্থিতির জন্য দলিল লেখকদেরই দুষছেন তাঁরা।

মহিলার মৃত্যু, গ্রেফতার স্বামী
স্ত্রী’কে পিটিয়ে মারার অভিযোগে কল্যাণ ব্যাপারী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের বাড়ি কল্যাণীর ঘোষপাড়া এলাকায়। পুলিশ সূত্রের খবর, রিকশা চালক কল্যাণ প্রায়ই মদ্যপ অবস্থায় তার স্ত্রী মিনতি ব্যাপারীকে মারধর করত। বুধবার রাতেও স্ত্রী’র উপর চড়াও হয় বলে অভিযোগ। মিনতিদেবী পাশের বাড়িতে শুতে যান। বৃহস্পতিবার সকালে ওই বাড়ি থেকেই বছর চল্লিশের মিনতিদেবীর দেহ উদ্ধার হয়। পড়শিদের দাবি, বেশ কিছুদিন ধরেই মিনতিদেবী বিভিন্ন রকম শারীরিক সমস্যায় ভুগছিলেন। মারের ধকল সহ্য করতে না পেরেই তাঁর মৃত্যু হয়েছে। মৃতার বাবার বাড়ির লোকজন কল্যাণের বিরুদ্ধে খুনের অভিযোগ আনেন। পুলিশ এ দিন সকালেই অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ।

ধর্ষণে ধৃত
বছর পাঁচেকের এক শিশুকে ধর্ষণের অভিযোগে পড়শি এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃত হরষিত পাণ্ডের বাড়ি হরিণঘাটার মানিকতলায়। পুলিশ সূত্রের খবর, এ দিন দুপুরে হরষিতের বাড়িতে কেউ ছিলেন না। সে ওই শিশুটিকে বাড়িতে ডেকে ধর্ষণ করে বলে অভিযোগ। শিশুটির চিৎকারে পড়শিরা এসে হাতেনাতে ধরে ফেলেন হরষিতকে। পরে নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ হরষিতকে ধরে।

স্ত্রী খুনে ধৃত
স্ত্রী’কে খুনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃত প্রদীপ দাস কোতোয়ালির গোদাডাঙার বাসিন্দা। অভিযোগ, মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে প্রদীপ স্ত্রী রুনা দাসকে মারধর করত। বৃহস্পতিবারও রুনাদেবীকে মারধর করা হয় বলে অভিযোগ। সন্ধ্যাবেলায় বছর তিরিশের রুনাদেবীকে মৃত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন তাঁর মা। তিনি জামাইয়ের বিরুদ্ধে খুনের অভিযাগ দায়ের করেন। তারপরই পুলিশ প্রদীপকে পাকড়াও করে।

ছেলের স্মৃতিতে মঞ্চ
একমাত্র ছেলের স্মৃতিতে প্রধান শিক্ষিকা মা নিজের স্কুলে ১৫ লক্ষ টাকা ব্যয়ে সাংস্কৃতিক মঞ্চ তৈরি করলেন। নদিয়ার হরিণঘাটার বড়জাগুলিয়ায় রাজলক্ষী কন্যা বিদ্যাপীঠের শিক্ষিকা কৃষ্ণা ভৌমিকের গড়া ওই মঞ্চের উদ্বোধন হয়ে গিয়েছে ইতিমধ্যে। কৃষ্ণাদেবীর বক্তব্য, “পড়ুয়াদের মধ্যেই আমি হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পাই। তাই এই সিদ্ধান্ত।”

আগ্নেয়াস্ত্র-সহ ধৃত
আগ্নেয়াস্ত্র, বোমা ও কার্তুজ-সহ দু’জন ধরা পড়ল পুলিশের হাতে। বুধবার রাতে হরিহরপাড়ার জিতারপুর স্কুলের কাছে ইউনিস আলি মণ্ডল ও মিনারুল শেখ নামে গোবিন্দপুরের ওই দুই যুবককে পুলিশ গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে দুটো পাইপ গান, চার রাউন্ড গুলি ও ২৫টি সকেট বোমা উদ্ধার করা হয়েছে। এরা ডাকাতির উদ্দেশে বেরিয়েছিল বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।

স্কুলে কম্পিউটার চুরি
বুধবার রাতে বেলডাঙা থানার দেবপুর গ্রামের দেবপুর উচ্চবিদ্যালয় থেকে তালা ভেঙে ৯টি কম্পিউটার চুরি করে পালাল দুষ্কৃতীরা। স্কুল সূত্রে জানা গিয়েছে, কয়েকটি খারাপ কম্পিউটার ছিল স্কুলে। কিন্তু সেগুলি চোরেরা চুরি করেনি। স্কুলের প্রধান শিক্ষক ব্রহ্মনারায়ণ মণ্ডল থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে।

রাস্তায় উত্তরপত্র
শান্তিপুর কলেজ সংলগ্ন রাস্তায় বৃহস্পতিবার গত শিক্ষাবর্ষের সংস্কৃত অনার্সের প্রথম বর্ষের টেস্টের কয়েকটি উত্তরপত্র ছড়িয়ে থাকতে দেখা গেল। স্থানীয় লোকজন বিষয়টি অধ্যক্ষের গোচরে আনেন। অধ্যক্ষ চয়ন ভট্টাচার্য বলেন, “উত্তরপত্রগুলি কলেজের একটি ঘরে রাখা হয়েছিল। কী ভাবে সেগুলি রাস্তায় গেল তা দেখা হচ্ছে।”

মেলা শক্তিপুরে
শিবরাত্রি উপলক্ষে শতাব্দী প্রাচীন কপিলেশ্বরের মেলা শুরু হল শক্তিপুরে। মন্দিরের কাছেই প্রতাপ সঙ্ঘ ফুটবল ময়দানে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ওই মেলা চলবে সাত দিন। মেলায় বাউলগান, নানা লোকসঙ্গীত ছাড়াও আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক প্রতিযোগিতারও।

ধৃত যুবক
ইন্টারনেটকে কাজে লাগিয়ে নিজের বাড়িতেই অবৈধ কাজকর্ম চালানোর অভিযোগে বৃহস্পতিবার দুপুরে রঘুনাথগঞ্জ বাজার লাগোয়া সুভাষপল্লি থেকে ধর্মা দাস নামে যুবককে গ্রেফতার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে এক তরুণীকেও।

ভাঙনরোধে প্রকল্প
গঙ্গা ভাঙন রোধে প্রকল্পের উদ্বোধনে বৃহস্পতিবার নদিয়ার পায়রাডাঙায় যান সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ভাঙনরোধে রাজ্য ইতিমধ্যে ১১ কোটি ৮৬ লক্ষ টাকা বরাদ্দ করেছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.