গাঁধীর পৌত্রকে প্রার্থী করল আপ
প্রথম প্রার্থী তালিকা প্রকাশের এগারো দিনের মাথায় দলের তরফে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করে দিল অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টি। আর এই দ্বিতীয় তালিকায় তাদের সবচেয়ে বড় চমক মোহনদাস কর্মচন্দ গাঁধীর পৌত্র রাজমোহন গাঁধীকে প্রার্থী করা। পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্রে শীলা দীক্ষিতের ছেলে তথা বর্তমান সাংসদ সন্দীপ দীক্ষিতের বিরুদ্ধে দাঁড়াবেন রাজমোহন গাঁধী।
দ্বিতীয় তালিকায় গোটা দেশের ৩০টি লোকসভা কেন্দ্রের জন্য প্রার্থীর নাম ঘোষণা করেছেন আপ শীর্ষ নেতৃত্ব। এর মধ্যে দিল্লি, গুজরাত, হিমাচলপ্রদেশ, জম্মু-কাশ্মীর, পঞ্জাব এবং উত্তরাখণ্ডে একটি করে, হরিয়ানায় ৫টি, মহারাষ্ট্রে ১০টি, মধ্যপ্রদেশে ৬টি এবং রাজস্থানের ৩টি কেন্দ্রে লড়বে আপ।
উল্লেখযোগ্য কেন্দ্রগুলির মধ্যে পূর্ব দিল্লি ছাড়াও মহারাষ্ট্রের সোলাপুর কেন্দ্রে সুশীলকুমার শিন্দের বিরুদ্ধে দাঁড়াবেন ললিত বাবর। মধ্যপ্রদেশের বিদিশা কেন্দ্রে সুষমা স্বরাজের বিরুদ্ধে দাঁড়াবেন ভগবৎ সিংহ রাজপুত। মহারাষ্ট্রের ভান্ডারা-গোন্দিয়া কেন্দ্রে এনসিপি নেতা প্রফুল্ল পটেলের বিরুদ্ধে প্রশান্ত মিশ্র, জম্মু-কাশ্মীরের শ্রীনগর কেন্দ্রে ফারুক আবদুল্লার বিরুদ্ধে রাজা মুজফফর ভট্ট লড়বেন বলে জানিয়েছে আপ। গত সপ্তাহেই হিমাচলপ্রদেশের কাংরা কেন্দ্রের বিজেপি সাংসদ রাজন সুশান্ত দল থেকে পদত্যাগ করেছেন। এ বারও তিনি ওই কেন্দ্র থেকেই ভোটে লড়বেন আপের প্রার্থী হিসেবে।
গাঁধীজির কনিষ্ঠ পুত্র দেবদাস গাঁধীর বড় ছেলে রাজমোহন গত ২১ ফেব্রুয়ারি আপ-এ যোগ দেন। ৭৮ বছরের রাজমোহন অবশ্য এই প্রথম ভোটে লড়ছেন না। এর আগে ১৯৮৯ সালে অমেঠী কেন্দ্রে রাজীব গাঁধীর বিরুদ্ধে জনতা দলের প্রার্থী হিসেবে এবং ১৯৯১ সালে গুজরাতের সবরকন্থা কেন্দ্রে বিজেপি প্রার্থী অরবিন্দ ত্রিবেদীর বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিলেন।
তবে কোনও বারই জিততে পারেননি তিনি। এ বার অরবিন্দ কেজরীবাল চেয়েছিলেন বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়ুন রাজমোহন। তবে এই প্রস্তাবে তিনি রাজি হননি বলেই সূত্রের খবর।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.