|
|
|
|
অভিনব অনুশীলনের মধ্যে পূজারাকে নিয়ে জল্পনা |
কুন্তল চক্রবর্তী • ঢাকা
২৫ ফেব্রুয়ারি |
চেতেশ্বর পূজারা বুধবার কোথায়? তিনে না পাঁচে?
এশিয়া কাপে ভারত অধিনায়ক বিরাট কোহলি যদি ওপার বাংলার দর্শককুলের আগ্রহের এক নম্বর বিষয়বস্তু হন, তা হলে ক্রিকেটীয় আগ্রহের দিক থেকে পূজারা শীর্ষস্থানটা দখল করে আছেন। পূর্ববঙ্গীয় সমর্থক, সাংবাদিককুল থেকে হোটেল রিসেপশনিস্ট সবাই যে রকম ক্যাপ্টেন কোহলির হাঁটাচলা, চুলের স্টাইল, আগ্রাসী মনোভাবে আগাম মোহিত, ঠিক তেমনই আবার ক্রিকেটীয় জিজ্ঞাস্যটা হল পূজারা কোথায় নামছেন? টেস্টের মতো তিনে? নাকি মিডল অর্ডারের শক্তি বাড়ানোর জন্য আরও একটু নীচে?
এবং বুধবার বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে ভারতীয় দলের নেট সেশন যদি সূচক হয়, তা হলে পূজারা হয়তো তিনে নয়, পাঁচেই যেতে চলেছেন। তেমনই ইঙ্গিত থাকল নেট সেশনে।
মঙ্গলবার মীরপুর স্টেডিয়ামে ভারতীয়দের নেট সেশনে বেশ কিছুক্ষণ পূজারাকে নিয়ে পড়ে থাকতে দেখা গেল টিম ইন্ডিয়াকে। বিশেষ করে কোচ ডানকান ফ্লেচার। তবে এ দিন নেটে তিনে গেলেন বিরাট। তার পর অজিঙ্ক রাহানে। তারও পরে পূজারা। |
|
ঢাকায় পূজারা। ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন। |
এমনিতে এশিয়া কাপে ভারত যে ব্যাটিং লাইন আপ নিয়ে নামবে, তাতে কয়েকটা পরিবর্তন অবশ্যম্ভাবী ছিল। মহেন্দ্র সিংহ ধোনি সাইড স্ট্রেনের জন্য টুর্নামেন্টে নেই। তাঁর জায়গায় দীনেশ কার্তিক ঢুকেছেন, যিনি কিপিংটাও করবেন। সুরেশ রায়নাকে এশিয়া কাপের টিমে রাখাই হয়নি। তাঁর জায়গায় পূজারা না অম্বাতি রায়ডু কাকে দেখা যাবে তা নিয়ে একটা জল্পনা চলছিল। কিন্তু এ দিন রাত পর্যন্ত যা শোনা যাচ্ছে, তাতে রায়ডুর নামার সম্ভাবনা কম। বাংলাদেশ পৌঁছে টিম যে দু’দিন প্র্যাকটিস করেছে, সেখানে এক দিনের জন্যও রায়ডুর আবির্ভাব ঘটেনি। বরং যা ইঙ্গিত তাতে ব্যাটিং অর্ডার দাঁড়াতে পারে এ রকমওপেনিংয়ে শিখর ধবন ও রোহিত শর্মা। তার পর একে একে বিরাট, রাহানে পূজারা, কার্তিক, জাডেজা, অশ্বিন। পেসারদের মধ্যে মহম্মদ শামি এবং ভুবনেশ্বর কুমারের খেলা নিশ্চিত। শেষ স্লটে তৃতীয় পেসার নাকি অলরাউন্ডার, সেটা এখনও নিশ্চিত নয়। সম্ভবত বরুণ অ্যারন এবং স্টুয়ার্ট বিনির মধ্যে কেউ একজন থাকবেন।
প্র্যাকটিস শেষে সাংবাদিক সম্মেলনে এসে দীনেশ কার্তিক যা বলে গেলেন তার সারমর্ম: ফাতুল্লাহ-র মাঠ বাংলাদেশের চেনা। ভারতের নয়। বাংলাদেশ ফাতুল্লাহ-য় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩০৮ তাড়া করে জিতেছিল, ভারত সেখানে আজ পর্যন্ত কোনও ম্যাচই খেলেনি ফাতুল্লাহ-য়। অর্থাৎ, বাংলাদেশকে হালকা করে দেখার কোনও রাস্তা নেই। নিজেকে ভারতীয় টিমে ‘বহিরাগত’ হিসেবে পরিচয় দিয়ে উপস্থিতদের চমকে কার্তিকের মন্তব্য, “বাংলাদেশ ওয়ান ডে টিম হিসেবে অসাধারণ। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওরা ভাল লড়েছিল।” আর বিদেশে টেস্টের মতো ওয়ান ডে-তেও সাম্প্রতিকে ভারতের টানা বিপর্যয় নিয়ে প্রশ্নের উত্তরে কার্তিক বলে গেলেন, “এটা আপনাদের এমন একজনকে জিজ্ঞেস করা উচিত, যে ওই ম্যাচগুলোয় খেলেছে। বাইরের লোকের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে আমি এই টিমে একটা তাজা মনোভাব নিয়ে এসেছি। তিন-চার দিন আগে খবর পেলাম যে বাংলাদেশ যেতে হবে। যেটা আমার জীবনে নতুন নয়।”
কার্তিকের মন্তব্যে অভিনবত্ব থাকলে, ভারতীয় টিমের প্র্যাকটিসে আরও একটা অভিনবত্ব দেখা যাচ্ছে। একটা রাবারের ম্যানিকুইন আমদানি করা হয়েছে। যার নীচে আবার চাকা বসানো। যে ম্যানিকুইন অস্ট্রেলিয়া থেকে নিয়ে এসেছেন ভারতের বোলিং কোচ জো ডস। বেশ কিছু দিন ধরেই ডেথ ওভার বোলিং নিয়ে প্রবল সমালোচিত হচ্ছিলেন ভারতীয় পেসাররা। প্র্যাকটিসে দেখা গেল বেশির ভাগ সময় সেই ম্যানিকুইন রাখা হচ্ছে, পিচের এমন জায়গায় যেখানে স্লগ ওভারে ব্যাটসম্যানরা স্টান্স নিয়ে থাকেন। ম্যানিকুইনের চাকাটা থাকছে ঠিক ব্লক হোল পজিশনে। আর সেই ব্লক হোল পজিশনে ভারতীয় পেসারদের মধ্যে সবচেয়ে বেশি কে হিট করলেন?
কে আবার, বাংলার মহম্মদ শামি!
|
কোহলির পার্টি ভেস্তে দিতে পারেন যাঁরা
বাংলাদেশ টিম বিশ্লেষণে দীপ দাশগুপ্ত |
সোহাগ গাজি: বিশ্বমানের ক্রিকেটার। প্রথম ম্যাচে সাকিব আল হাসান নেই। তাই ওর জায়গায় গাজি খেলতে পারে। অফস্পিনটা ভাল। ব্যাটের হাতটাও। বড় টিমের বিরুদ্ধে জ্বলে ওঠে।
• ১৪ ওয়ান ডে, ১৫১ রান, ব্যাটিং গড় ১৬.৭৭, উইকেট ১৮, ইকনমি ৪.৪০ |
মুশফিকুর রহিম: গত এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে জয়ে বড় ভূমিকা নিয়েছিল। শেষ দিকে ২৫ বলে ৪০ রান করে। ওর সঙ্গে যত বার কথা বলেছি প্রচণ্ড স্মার্ট ক্রিকেটার মনে হয়েছে। এ বার টিমের ক্যাপ্টেন, ভারতের গাঁটও।
• ১২৫ ওয়ান ডে, ২৫৮৫ রান, গড় ২৬.৯২, সেঞ্চুরি ১, হাফ সেঞ্চুরি ১৩, স্ট্রাইক রেট ৬৮.৬৭। |
অচেনা আতঙ্ক: বাংলাদেশের অনেকেই এখন অপরিচিত মুখ। কে কী করবে, বলা মুশকিল। তিন জন কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। শামসুর রেহমান, ব্যাটসম্যান। মোমিনুল হক। বাঁ হাতি স্পিনার, সঙ্গে ব্যাটটাও করে দেবে। তিন নম্বর, আল-আমিন হোসেন। পেসার, যার বোলিং অ্যাকশন শ্রীনাথের মতো। শুনলাম, ছেলেটা ভাল ইনসুইংও করাতে পারে। |
|
আজ টিভিতে এশিয়া কাপ
ভারত-বাংলাদেশ, দুপুর ১-৩০ সরাসরি স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ৩ ও ডিডি ন্যাশনালে |
|
|
|
|
|