টাকি ও বসিরহাটে নাট্যোৎসব
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
টাকির থুবা ব্যায়াম সমিতির সাংস্কৃতিক মঞ্চে সম্প্রতি পাঁচদিনের এক নাট্যোৎসব অনুষ্ঠিত হল। উদ্যোক্তা ছিল টাকি নাট্যম গোষ্ঠী। উদ্বোধনের দিন মঞ্চস্থ হয় উদ্যোক্তা সংস্থা প্রযোজিত শিশু-কিশোরদের নিয়ে তৈরি ইচ্ছাপূরণের নাটক ‘দত্যি দানোর ছানা’ এবং ন্যাজাতভাবনা প্রযোজিত নাটক ‘অগ্নিপথ’। বাকি দিনগুলিতে মঞ্চস্থ হয়েছে কৃষ্টি সংসদের ‘আয়ুদান’, অন্য থিয়েটারের ‘ছোট ছোট বাড়ি’, প্রাচ্য-র ‘ক্যালিগুলা’ এবং বালিগঞ্জের স্বপ্ন সূচনার নাটক ‘নাগমণ্ডলা’। উদ্যোক্তা সংস্থার সভাপতি মণীষ ভট্টাচার্য জানান, নাটকের প্রতি মানুষের আগ্রহ বাড়াতেই এই নাট্যোৎসবের আয়োজন। অন্যদিকে, বসিরহাট দেবদূত স্পোটির্ং ক্লাবের উদ্যোগে তিন দিনের এক নাট্যেৎসব হয়ে গেল স্থানীয় বৌবাজারে কবি সুকান্ত মুক্ত মঞ্চে। উৎসবের প্রথম দিন মঞ্চস্থ হয় সারদা অপেরার ‘স্বামী-স্ত্রী’র শেষ দেখা’। বাকি দু’দিন মঞ্চস্থ হয়েছে বারাসতের কাল্পিক-এর ‘কাপড় কোথায়’, বসিরহাটের মহুয়ার নাটক ‘যে জন আছে অন্তরে’, অশোকনগরের সবুজ সাংস্কৃতিক কেন্দ্রের ‘স্পার্টাকাস’ ও বসিরহাটের ঊর্বী-র রিয়ালিটি শো’। |
পশ্চিম-উত্সব
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
পশ্চিম ভারতীয় উত্সব হয়ে গেল ধাত্রীগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় ও পূর্বস্থলী ১ ব্লকের সমুদ্রগড় বান্ধব সমিতির প্রেক্ষাগৃহে। শনিবার সন্ধ্যায় ওই অনুষ্ঠানে ১৪টি দল যোগ দেয়। ধাত্রীগ্রামে দর্শকদের নজর কাড়ে গোয়ার সময় নৃত্যম। রাজস্থান, গুজরাটের আঞ্চলিক নাচও পরিবেশিত হয়। উত্সবের উদ্যোক্তা মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, “সামনেই মাধ্যমিক। মাইক ব্যবহার করা যাবে না। তাই এই উত্সব প্রেক্ষাগৃহে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” |
শিশু কিশোর উত্সব
নিজস্ব সংবাদদাতা • কালনা |
শিশু কিশোর উত্সব, কুঁড়ির মেলা-২০১৪ হল কালনা মহারাজা উচ্চ বিদ্যালয়ে। রবিবার নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষা সমিতির কালনা পূর্ব চক্রের উদ্যোগে এই অনুষ্ঠানে সাড়ে ছ’শো পড়ুয়া যোগ দেয়। উদ্বোধন করেন সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। উত্সব কমিটির আহ্বায়ক তপনকুমার দেবনাথ বলেন, “সংস্কৃতির বিকাশে এই আয়োজন।” |
তুমি আর আমি মিলে...
শুধুমাত্র দম্পতিদের জন্য হবে একটি রিয়্যালিটি শো। তারই শ্যুটিংয়ে প্রসেনজিৎ
ও রচনা বন্দ্যোপাধ্যায়। রবিবার, রাজারহাটের এক স্টুডিওয়। ছবি: শৌভিক দে।
|
মুম্বইয়ের অনুষ্ঠানে স্ত্রী শুভলক্ষ্মী ও ছেলে আমান আলি খানের
সঙ্গে
উস্তাদ আমজাদ আলি খান। ছবি: পিটিআই। |
শহরে মিতওয়া। ‘দ্য টেলিগ্রাফ’ আয়োজিত একটি অনুষ্ঠানে শফকত
আমানত আলি খান। রবিবার নেতাজি ইন্ডোরে। ছবি: বিশ্বনাথ বণিক। |