খেলার টুকরো খবর |
|
জোন চ্যাম্পিয়ন হল বর্ধমান
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
|
বর্ধমানের রাধারানি স্টেডিয়ামে আন্তঃজেলা সিনিয়র ক্রিকেট প্রতিযোগিতা। নিজস্ব চিত্র। |
আন্তঃজেলা সিনিয়র ক্রিকেট প্রতিযোগিতায় জোন চ্যাম্পিয়ন হয়েছে বর্ধমান। রাধারানি স্টেডিয়ামে গ্রুপ লিগের শেষ ম্যাচে মুর্শিদাবাদকে ৭ উইকেটে হারায় তারা। মুর্শিদাবাদ প্রথমে ৪২.৫ ওভারে ১৬৮ রান করে। দলের বাপ্পা দাস ৪৭ রান করেন ও সুমন চক্রবর্তী ৩৬ রানে ৩ উইকেট দখল করেন। পরে বর্ধমান ৩০.৩ ওভারে তিন উইকেটে ১৬৯ রান করে। দলের কৃষ্ণ মোহন্ত ৭৫ ও আকাশদীপ ঘোষ ৩৭ রান করেন। বর্ধমানের দুই অফস্পিনার সুকল্যাণ দাঁ ২৮ রানে ৪ ও অরিজিত্ চট্টোপাধ্যায় ৩২ রানে ৩ উইকেট নেন। এই প্রতিযোগিতার প্রথম ম্যাচে বর্ধমান বীরভূমকে ৬ উইকেটে হারিয়েছিল। পরে বীরভূম মুর্শিদাবাদকে ৪৮ রানে হারায়। এ দিনের জয়ের পরে দ্বিতীয় রাউন্ডে উঠল বর্ধমান। অন্য দুটি জোনের বিজয়ীদের সঙ্গে এ বার খেলবে তারা। দু’দলে ভাগ করে ওই লিগ হবে। বর্ধমানের খেলা ১ ও ২ মার্চ। |
জয়ী আড়াডাঙা
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত রাম অবতার গুটগুটিয়া স্মৃতি ফুটবল প্রতিযোগিতার রবিবারের প্রথম খেলায় জিতল আড়াডাঙা এমবিজি। কালাঝরিয়া মাঠে তারা ধেনুয়া নেতাজি সঙ্ঘকে টাইবেকারে ৪-৩ গোলে হারিয়ে দেয়। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ২-২। এ দিনের দ্বিতীয় খেলায় জিতেছে ধেনুয়া মিলন সঙ্ঘ। উদয়ন সঙ্ঘ কালাঝরিয়াকে তারা টাইবেকারে ৬-৫ গোলে হারিয়ে দেয়। নির্ধারিত সময়ের খেলায় গোল হয়নি।
|
চ্যাম্পিয়ন সম্প্রীতি
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সিনিয়র ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় কুলটির সম্প্রীতি ক্লাব কোচিং অ্যাকাডেমি। রবিবার তারা কুলটি মাঠে শ্রীলতা ইনস্টিটিউশনকে ৮ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে শ্রীলতা ইনসটিটিউট সব কটি উইকেট হারিয়ে ১৪০ রান করে। জবাবে সম্প্রীতি ২ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়। ফাইনালের সেরা হয়েছেন বিজয়ী দলের মলয় সরখেল।
|
হারল দোমহানি
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতার রবিবারের খেলায় জিতল সিএলএ বার্ণপুর। আসানসোল স্টেডিয়ামের খেলায় তারা দোমহানিকে ১ উইকেটে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে দোমহানি ১৫৭ রানে আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে সিএলএ ৯ উইকেটে জয়ের রান তুলে নেয়।
|
অনূর্ধ্ব ১৪ ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
আন্তঃজেলা অনূর্ধ্ব ১৪ ক্রিকেটে ফাইনালে উঠল বর্ধমান। সেমিফাইনালে ৭৪ রানে দক্ষিণ দিনাজপুরকে হারায় তারা। প্রথমে বর্ধমান ৩৮ ওভারে ১৪৭ রান করে। দলের বিশাল ঘোষ ৩৩ ও অয়ন চোঙদার ২৩ রান করেন। পরে দক্ষিণ দিনাজপুর ২৫ ওভারে ৭৩ রানে সব উইকেট হারায়। দিনাজপুরের সন্দীপ দাস ৩৯ রানে ৩ ও মৈনাক সাহা ২৩ রানে ২ উইকেট দখল করে। সর্বোচ্চ রানও করেন মৈনাক সাহা। বর্ধমানের স্পিনার মনোজিত্ সরকার ৬ রানে ৫টি ও পেস বোলার অভিজিত্ ভট্টাচার্য ৬ রানে ২ উইকেট দখল করে। কোয়ার্টার ফাইনালে বর্ধমানের কাছে ৮১ রানে হেরেছিল শিলিগুড়ি।
|
জয়ী জৌগ্রাম
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
গন্তার বিবেকানন্দ মেমোরিয়াল ক্লাবের পরিচালনায় ১৬ দলের প্রতিযোগিতায় খেতাব জিতল জৌগ্রাম কোচিং কেন্দ্র। রবিবার ৩-১ গোলে সিমলাগড় ক্রীড়া চক্রকে হারায় তারা। পুরস্কার দেন ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার সুবীর ঘোষ।
|
দাঁইহাটে ফুটবল
নিজস্ব সংবাদদাতা • দাঁইহাট |
|
চলছে খেলা। —নিজস্ব চিত্র। |
দাঁইহাট ফুটবল অ্যাকাডেমি পরিচালিত আট দলীয় ফুটবলের ফাইনালে হুগলির পাণ্ডুয়া ফুটবল অ্যাকাডেমি ২-০ গোলে হুগলিরই চুঁচুড়া ডিএম রিক্রিয়েশন ক্লাবকে হারায়। রবিবার ফাইনালটি হয় দাঁইহাট হাইস্কুল মাঠে। ফাইনালের সেরা খেলোয়াড় মহাদেব কিস্কু। প্রতিযোগিতার সেরা চুঁচুড়ার হেমেন ছেত্রী।
|
হারল হাওড়া
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
পণ্ডিত রঘুনাথ স্মৃতি সঙ্ঘ আয়োজিত মহিলা ফুটবল প্রদর্শনীতে পাণ্ডুয়া ফুটবল একাদশ ২-০ গোলে হারিয়েছে হাওড়া একাদশকে। ছেলেদের ফুটবলে বেলমুড়ি সেভেন স্টার ক্লাব টাই ব্রেকারে ৫-৪ গোলে হারিয়েছে ঝাড়গ্রাম আমরা ক’জন ক্লাবকে। |
|